Eating and drinking at a restaurant with friends is a lot of fun.

in blurt-1787181 •  2 days ago 
1702573042506.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো প্রিয় বন্ধুরা! শুরুতেই আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি।

প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার আজকের সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

আজকে ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটা চল্লিশ মিনিটে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজের জন্য মসজিদে চলে যাব ঠিক এমন মুহূর্তে হুজুর আমাদের রুমে চলে এসেছেন, হাতে একটা লাঠি ছিল, আমরা যার যার মত দৌড়ে মসজিদে চলে গেলাম। ফজরের সালাত আদায় করে সুরা ইয়াসিন তেলাওয়াত করলাম।

20231214_163338.jpg

আজকে বৃহস্পতিবার, নিয়মকানুন হচ্ছে বৃহস্পতিবারে হাফ ক্লাস হবে, কিন্তু গত সোমবারে হাফ ক্লাস হওয়ার কারণে আজকে ফুল ক্লাস হয়েছে। আজকে সকালে একটি ক্লাস হয়েছে, অতঃপর ৯ টা ৩০ মিনিট পর্যন্ত ঘুমিয়েছি, কারণ আজকে ওস্তাদের মিটিং ছিল। তাই একটু বেশি ঘুমিয়েছি। অতঃপর ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে নিলাম, এরপর যথারীতি বারোটা বিশ মিনিট পর্যন্ত ক্লাস হলো।

20231214_163234.jpg

ক্লাস শেষ করে গোসল করে আসলাম, রুমে এসে একটি ফটো উঠলাম। ঠিক তখনই যোহরের আজান হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। যোহরের সালাত আদায় করে দুপুরের খাবার খেয়ে নিলাম। অতঃপর আসরের নামাজ এর আগ পর্যন্ত ক্লাস হলো, আসরের নামাজ পড়ে সূর্যাস্তের ফটোগ্রাফি উঠালাম।

20231214_184502.jpg

এরপরে আমার বন্ধুর সাথে কথা হয়েছিল যে আমার বন্ধু যাত্রাবাড়ী আসবে, সেই কথা অনুযায়ী বন্ধু সময় মত এসে পড়ল। আমরা তিন বন্ধু মিলে কোন এক জায়গায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অতঃপর আমরা শনির আখড়া একটি মাহফিলে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মাহফিলের অনেক সুন্দর একটি পরিবেশ তাই একটি ফটো সংগ্রহ করলাম।

20231214_184644.jpg

মাহফিল উপলক্ষে অনেক দোকানপাট আসে, আমরা রাস্তার দুপাশে অনেক দোকানপাট দেখতে পেলাম। ওনারা মাহফিলকে উদ্দেশ্য করে কিছু বেচাকেনা করতে পারে।

20231214_192528.jpg
20231214_191751.jpg

এরপর আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেলাম এবং বললাম চলো আমরা কিছু নাস্তা করে নিই। এরপরে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে হালকা কিছু নাস্তা করলাম, হালকা নাস্তায় ছিল একটি করে কফি সাথে ছিল বিস্কিট। কোন অনুষ্ঠানে গেলে অনেক সময় নাস্তা হিসেবে চা বিস্কিট কফি এগুলো খেতে দেয়, আমরা অনেক সময় এগুলো খেয়ে থাকি আবার অনেক সময় এ কথা বলে থাকি যে এখন নাস্তা খেতে ইচ্ছে করছে না, তবে আমরা অধিকাংশ সময়ই নাস্তা দিলে অল্প একটু খেয়ে আরেকটু রেখে দিতে পছন্দ করি আর এটাই আমাদের বাঙালি জাতির কালচার হিসেবে রয়ে গেছে। খাবারের শেষে একটু রেখে দাও এটাও এক ধরনের ভদ্রতা।

20231214_202640.jpg

এরপরে আমরা আবার মাহফিলে চলে আসলাম, সেখানে ওস্তাদদের সাথে দেখা করলাম ওনারা আমাদেরকে কিছু মেহমানদারী করালেন। সেখানে গিয়ে ও চা-বিস্কুট নাস্তা করলাম। সেখানে অনেক ওস্তাদগণ থাকার কারণে ভালোভাবে ফটো উঠাতে পারিনি। আসলে আমরা আমাদের শিক্ষকদেরকে অনেক সম্মান করি তাইতো তাদের সামনে ফোন বের করতে লজ্জা বোধ করি তাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা সব সময় ফোন বের করতে পারি না। যেহেতু আমরা মাদ্রাসায় লেখাপড়া করি তাই ভদ্রতা শেখাটা আমাদের জন্য খুবই জরুরী। আর ওস্তাদের সামনে ফোন বের করার মন-মানসিকতা আমাদের একেবারেই বাদ দিতে হবে।

20231214_205602.jpg

অতঃপর আমরা সেখান থেকে যাত্রাবাড়ী চলে আসবো কিন্তু রাস্তা জ্যাম আর জ্যাম। তাই আমরা হেঁটে হেঁটে রওনা করলাম। লক্ষ করে দেখলাম একটি গাড়ি ও নড়াচাড়া করেনি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম।

20231214_213557.jpg

যাত্রাবাড়ীতে এসে আমরা একটি রেস্টুরেন্টে গেলাম, রাতের খাবার খাওয়ার জন্য, আজকে রাতের খাবারের ছিল মুরগির চাপ সুন্দর করে ভাঁজি করে দিয়েছিল সাথে ছিল নান রুটি। আমাদের খাওয়া-দাওয়া টা অনেক আনন্দের ছিল কেননা বন্ধুদের সাথে সবসময় একত্রিত হওয়া যায়না খাওয়া-দাওয়া করা যায় না যখন একত্রিত হই তখনই কোন না কোন একটা খাবার ব্যবস্থা করি এবং সবাই মিলে খেয়ে থাকি এটাই অনেক আনন্দের।

20231214_214750.jpg

আমরা তৃপ্তি সহকারে পেট ভরে খাইলাম। কিন্তু আমি আজকে অনেক বড় একটি বোকামি করেছি, তা হচ্ছে আমি মনে করেছিলাম আমার বিকাশে টাকা আছে সেই টাকা উঠাবো কিন্তু ঘটনা ক্রমে আমি সেই সিমটি মাদ্রাসায় রেখে এসেছি। তাই আমি টাকা দিতে পারলাম না। আমার বন্ধু মেহমান ছিল, এমনিতেই ও টাকা দিতে দিত না, কারণ ও চাকরিজীবী, এরপরেও আজকে নিজের কাছে কেমন যেন লেগেছে। শুধুমাত্র একটি বোকামির কারণে।

যাইহোক আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.

Hello dear friends! At the beginning I want to know from you how are you? I hope you are doing well by God's grace. Alhamdulillah I am also very well and healthy by the grace of God and your prayers.

Like everyday, I am here today to share my daily activities with you. So guys let's get started.

Today I woke up at 5:40 in the morning, I was going to go to the mosque after waking up and freshened up, Huzur came to our room with a stick in his hand, we ran to the mosque. I recited Surah Yasin after performing Fajr prayer.

Today is Thursday, the rule is that there will be half class on Thursday, but since there was half class last Monday, today is full class. Had a class this morning, then slept till 9:30, because there was a master's meeting today. So I slept a little more. After that I woke up and had breakfast, after which the class was held for twelve to twenty minutes as usual.

I finished the class and took a shower, came to the room and took a photo. Just then Zohr call was done, I went to the mosque to pray. Had lunch after offering Zohr prayer. Then there was class until Asr prayer, after Asr prayer I took the photography of the sunset.

After that I talked to my friend that my friend will come to Jatrabari, according to that friend came on time. We three friends decided to go somewhere. Then we went to a mahfil at Shanir Akhara. I went there and saw a very beautiful atmosphere of the mahfil so I collected a photo.

Many shops come on the occasion of Mahfil, we saw many shops on both sides of the road. They can sell something for the purpose of Mahfil.

After that we got very tired from walking and said let's have some breakfast. After that I went to a shop on the side of the road and had a light breakfast, the light breakfast was a coffee with biscuits. When we go to any event, tea, biscuits, coffee are often given as breakfast, we often eat them and sometimes we say that we don't want to have breakfast, but most of the time we like to eat a little bit and leave it for a while and this has remained the culture of our Bengali nation. Leave some at the end of the meal is also a form of politeness.

After that we came again to the Mahfil where we met the Ustads who gave us some hospitality. Went there and had tea and biscuits for breakfast. Couldn't take a good photo because there were so many masters there. Actually we respect our teachers so much that we feel shy to take out the phone in front of them, looking at their respect we can't take out the phone all the time. Since we study in Madrasah, it is very important for us to learn politeness. And we have to completely abandon the mentality of taking out the phone in front of the teacher.

Then we will come from there to Jatrabari but the road is jammed and jammed. So we set off on foot. Noticing that a car did not move we reached our destination.

Coming to Jatrabari we went to a restaurant, for dinner, today's dinner was chicken patty nicely folded with naan bread. Our eating and drinking was a lot of fun because we can't always get together with our friends.

We ate to our heart's content. But I did a big stupid thing today, that is I thought to withdraw the money that I have in Bikash but by chance I left that SIM in madrasa. So I couldn't pay. My friend was a guest, even if he didn't give money, because he is an employee, still today how he feels about himself. Just because of a stupidity.

Anyway, I'm leaving here today, may God bless you all.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!