বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই নিজ পরিবারের সাথে অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হলো "আমাদের গ্রাম ও যমুনা নদী সম্পর্কে"
আমাদের গ্রামের নদীতে অর্থাৎ যমুনা নদী এখন অনেক উন্নতমানের কাজ হচ্ছে। আমি গত কয়েকদিন আগে বাড়িতে গিয়ে দেখি কাজের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি নদীর কাজ শেষ হয়ে যাবে। এবং নদীর পাশে আমরা যারা বসবাস করি তারা শান্তিতে বসবাস করতে পারব আমাদের অন্তরে কোন ভয়-ভীতি থাকবে না। সরকার আমাদের জন্য অনেক সুন্দর একটি প্রকল্প বাজেট পাস করেছে যা আমাদের জন্য অনেক অনেক উপকারী। তাই আসুন আমরা সকল ভাল কাজের প্রশংসা করি আর সকল খারাপ কাজের নিন্দা করি। এটা আমাদের ঈমানের একটি দায়িত্ব।
আমি অনেকগুলো ফটোগ্রাফি সংরক্ষণ করেছি, আমাদের গ্রাম এবং যমুনা নদীর ফটোগ্রাফি। আমাদের গ্রামটি ছিল অনেক বড়। এখানে বসবাস করত হাজার হাজার জনসংখ্যা, আমাদের গ্রামে হাট, বাজার, স্কুল, কলেজসহ ছিল আরো অনেক কিছু। অনেক দূর দূরান্ত থেকে আমাদের স্কুলে এসে লেখাপড়া করত। এবং আমাদের গ্রামের হাটে এসে সবাই বাজার করত। কিন্তু এই সৌভাগ্য আর বেশি দিন হল না, কেননা যমুনা নদী ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের কিছু অংশ নদীর মধ্যে বিলীন হয়ে গেল। আমাদের গ্রামের স্কুল কলেজ সহ হাট বাজার ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। আমি তখন খুবই ছোট ছিলাম, কিন্তু যখন একটু আমার বুঝে আসলো তখন আমি কিছুটা দেখতে পেরেছি।
যখন যমুনা নদীর ভাঙ্গন শুরু হয় তখন অনেকেই নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু কিছুই করার সাধ্য কারো নেই। এক পর্যায়ে ভাঙতে ভাঙতে সকল ঘরবাড়ি ভেঙে যায় এবং তারা ঘরবাড়ি সরিয়ে অন্য কোন জায়গায় চলে যায়। যমুনা নদী তখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির ঠিক ১০০ ফিট সামনে এসে দাঁড়ায়। আমি তখনও ছোট ছিলাম, কিন্তু আমার মনে পড়ে যখন আমাদের বাড়ির সামনে মাত্র কয়েকটি বাড়ি ছিল, যমুনা নদী ভেঙ্গে ভেঙ্গে আসতেছিল, পানি ছিল উপরের জমিন থেকে প্রায় ৩০ ফিট নিচে তাহলে অনুমান করা যাক কি পরিমান গভীর ছিল। কিন্তু নদী আমাদের বাড়ি পর্যন্ত এসে থেমে গেল আজ প্রায় ১৫ টি বছর হল আল্লাহর রহমতে আমরা এখানেই রয়ে গেছি।
এখন যমুনা নদীর অনেক কাজ হয়েছে অর্থাৎ যমুনা নদীর পার বাঁধাই করা হচ্ছে। এখন মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আমরা এখানে থাকতে পারবো কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে নদীর পাড় গুলো বাঁধাই করে দেওয়া হচ্ছে। গত দুই বছর যাবত নদী মেরামতের কাজ চলছে। কিন্তু আমরা হারিয়েছি আমাদের গ্রামবাসীকে, আজ তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউবা দূর-দূরান্তে চলে গিয়েছে এবং জায়গা কিনে বাসাবাড়ি করেছে। আবার কেউ কেউ গ্রামের রাস্তার পাশ দিয়ে ঘরবাড়ি উঠিয়ে বসবাস করছে। কারণ নদী ভেঙ্গে যাওয়ার পরে তাদের জায়গা কেনার মত ওই পরিমাণ সামর্থ্য হয়নি। তাদের জন্য রইল প্রাণঢালা ভালবাসা।
আমি যদি ভুল না হই তাহলে নদী ভাঙ্গন ও কিন্তু সৃষ্টিকর্তার একটা লীলা খেলা। সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, মাঝে মাঝে আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সাহায্য চায়। এবং তারা বলে তাদের বাড়ির ঘর সবকিছু নদী ভেঙে নিয়ে গেছে। এরপর আমরা নদীর পূর্বপাশে গিয়ে আবার দাঁড়িয়ে স্থাপন করেছি তাই সেখানে বাড়ি ওটাতে আমাদের অনেক খরচ হয়েছে তবুও আমাদের উঠাতে হয়েছে আমাদেরকে তো বসবাস করতে হবে তাই।
আজকে আপনি আপনাদের গ্রাম এবং নদী ভাঙ্গনের কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি বলেছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাদের বাড়ি ঘর দুয়ার নদী ভেঙ্গে নিয়ে যাচ্ছে। কিন্তু কোন কিছু করার নেই, আসলে সৃষ্টিকর্তা যা ইচ্ছা করতে পারে! তার ওপর আমরা কখনোই হাত দিতে পারি না। আমাদের বাড়ির সামনে আরো অনেকগুলো বাড়ির সংরক্ষিত ছিল কিন্তু যমুনার নদী ভাঙ্গনের কবলে পড়ে সকল বারই ভেঙ্গে গিয়েছে সবাই অন্যত্র চলে গিয়েছে। আমাদের বাড়ির সামনে এসে নদী থেকে গেছে এখন আর নদী ভাঙ্গে না তাই আমরা আল্লাহর রহমতে রক্ষা পেয়েছি আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
খুবই দুঃখের একটা বিষয় আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনার প্রথম লেখা পরিদর্শন করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনি এভাবেই কন্টিনিউ আমাদের সাথে থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও অনেক ভালোবাসা রইলো।
আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পোস্টে। |
---|
Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Almighty Allah, Hello dear friends! how are you all Hope all of you are doing well with your family and are healthy by God's grace. Alhamdulillah I am also very well and healthy by the grace of God and your prayers and love. What I am going to share with you today is "About Our Village and Yamuna River".
Our Village and Yamuna River
In our village river i.e. Yamuna river is now doing very high quality work. I went home a few days ago and found that the work level had increased a lot. And it is expected that the work on the river will be completed very soon. And those of us who live by the river will live in peace with no fear in our hearts. The government has passed a very nice project budget for us which is very beneficial for us. So let us praise all good deeds and condemn all bad deeds. It is a duty of our faith.
I have saved many photographs, photographs of our village and the Yamuna River. Our village was very big. Thousands of people lived here, our village had markets, schools, colleges and many more. They used to study in our school from far away places. And everyone used to come to market in our village. But this luck didn't last long, because the Yamuna river gradually broke down and some parts of our village got lost in the river. Our village school and college along with the market started breaking down slowly. I was very young then, but when I understood a little I could see a little.
When the river Yamuna starts to break, many people stand by the river and watch but no one can do anything. At one point, all the houses were destroyed and they moved to some other place. The Yamuna river came to a stop just 100 feet in front of our house. I was still young, but I remember when there were only a few houses in front of our house, the river Yamuna was bursting, the water was about 30 feet below the surface so let's guess how deep it was. But the river came to our house and stopped. Today, it has been almost 15 years by the grace of Allah, we have remained here.
Now a lot of work has been done on the river Yamuna, that is, the river Yamuna is being bridged. Now it is almost certain that we can live here because the banks of the river are being tied up in front of our house. The work of repairing the river is going on for the last two years. But we have lost our villagers, today they are staying in different places, some have moved far and wide and bought land and built their homes. Some people are living in houses by the side of the village road. Because after the river broke, they could not afford that amount to buy the land. Love for them.
If I am not mistaken, the river break is also a playful game of the creator. God tests our patience, sometimes I have seen people come from different places asking for help. And they say everything in their house was swept away by the river. Then we went to the east side of the river and set it up again, so we spent a lot of money on the house there, but we had to move it, so we have to live there.
Today you shared with us about your village and river break. You said everyone stood and watched, their houses were being swept away by the river. But there is nothing to do, in fact the creator can do whatever he wants! We can never lay hands on it. Many other houses were preserved in front of our house but all the bars were broken due to the Yamuna river erosion and everyone moved to other places. The river stopped in front of our house and now the river does not break, so we were saved by the mercy of God. God saved us.
A very sad thing you shared with us today. I pray to the Creator to grant you patience. Very nice to visit your first post. Hope you continue to stay with us like this. Best wishes for you. stay well Everyone will pray for us. Prayers and lots of love for you.
As of today, everyone will be fine and healthy. See you in the next post.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1883535304398962983?t=B_cw0VRchxMtAIod2CyeSw&s=19