The entertainment of riding a cousin's bicycle.

in blurt-1787181 •  18 days ago 
20231121_234316_0000.pngEdit by canva

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সর্বশক্তিমান সেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি, যার হাতে আমাদের সকলের প্রাণ। আমরা দৈনন্দিন বিছানায় ঘুমাই যদি চক্ষু খুলতে পারি তাহলে সকাল, আর যদি চক্ষু না খুলতে পারি তাহলে পরকাল। রাত্রে ঘুমানোর সময় যদি নিয়ত করে ঘুমায় যে, ইনশাআল্লাহ ফজরের নামাজে উঠব। তাহলে সকাল সকাল ওঠা সম্ভব হয়। ফজরের নামাজের সময় হলে অটোমেটিক ঘুম ভেঙ্গে যায়। আর যদি নিয়ত ছাড়া ঘুমিয়ে পড়ি তাহলে ফজর নামাজে সময় মত ওঠা সম্ভব হয় না। আর যদি নিয়ম তান্ত্রিকভাবে ঘুমিয়ে পড়ি তাহলে ফজরে ওঠা খুবই সহজ ও আহসান হয়ে যায়। যদিও আমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে অধিকাংশ দিন অর্থাৎ ফজরের সালাত আমি আদায় করে থাকি তবে মাঝে মাঝে হঠাৎ করে কাজা হয়ে যায়। অবশ্যই এ বিষয়ে আমাদেরকে বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

আজকেও ফজর নামাজে ঘুম থেকে উঠতে বিলম্ব হয়েছে, তবুও উঠে তাড়াহুড়া করে ফজরের নামাজটা আদায় করে নিয়েছি। ফজরের নামাজের পরে আবার ঘুমিয়ে পড়েছি নয়টা পর্যন্ত। সকাল নয়টার সময় ঘুম ভেঙ্গে গিয়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। আমার মামী বললেন পাঁচ মিনিট বসো আমি নাস্তা রেডি করে নিয়ে আসি। তাই আমি পাঁচ মিনিট অপেক্ষা করলাম, তখন আমার জন্য রুটি এবং ডাল রেডি করে আমাকে ডাকলো, তখন আমি হাত ধুয়ে টেবিলে বসে সকালের নাস্তা করলাম। সকালের নাস্তায় ছিলো রুটি এবং ডাল।

20231121_100116.jpg
20231121_100104.jpg

সকালের নাস্তা শেষ করে, ফোনটা নিয়ে কিছু সময় কাজ করলাম। আমি খুব বেশি ফোন ব্যবহার করতে পারছি না, কারণ আমার দুটি মামাতো ভাই ফোনের দিকে খুব আসক্ত। যদি ফোন হাতে দেখে তাহলে সঙ্গে সঙ্গে ফোনের জন্য দুই ভাই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ছোটদের জন্য ফোন কোন ভাবেই ব্যবহার করা যাবে না। তাই আমি নিজেই একটু কম কম ফোন ব্যবহার করি যাতে করে আমার দেখে ওরা ফোন না চালাতে পারে। এরপরে ১০:৩০ মিনিটে ছোট ভাই স্কুলে চলে গেল। আজকে স্কুলে যাওয়ার সময় মামা নিয়ে গিয়েছে, এবং স্কুল থেকে নিয়েও আসতে চেয়েছিল, কিন্তু কাজের কারণে অনেক দূরে চলে গিয়েছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছিল নিয়ে আসার জন্য। স্কুল থেকে নিয়ে আসার সময় আমাকে লাল শাক ও পালন শাক কিনে নিয়ে আসতে বলেছিল, তাই আমি "দুই আটি লাল শাক এবং দুই আটি পালন শাক" ষাট টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম।

20231121_123048.jpg

বাসায় এসে গোসল করে নিলাম, এবং জোহরের নামাজ বাসায় আদায় করে নিলাম। এরপরে দুপুরের খাবার প্রস্তুত করা হলো, দুপুরের খাবার প্রস্তুত করে আমাকে ডাকা হলো। আমি গিয়ে হাত দিয়ে টেবিলে বসে পড়লাম, আজকের দুপুরের খাবারে ছিলো আমার পছন্দের একটি মাছ "রুই মাছ" লাউ দিয়ে রান্না করেছিল, আজকে রুই মাছের তরকারি অনেক মজা হয়েছিল। লাউ শীতকালে সবচেয়ে বেশি মজা লাগে। এখন তো মাত্র শীতকাল শুরু হচ্ছে। আজকে দুপুরের খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল।

20231121_142636.jpg
20231121_142442.jpg

দুপুরে খাবার খাওয়ার পরে কিছু সময় বিশ্রাম নিলাম, ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে কিছু সময় বসে রইলাম, খুব তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়ে দিল, তাই মাগরিবের নামাজ পড়ে বসতে বসতেই দেখি মামি শীতের পিঠা অর্থাৎ ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আমরা সবাই মিলে শীতের পিঠা খাইলাম।

20231121_175400.jpg
20231121_175353.jpg

এরপরে আমার ছোট মামাতো ভাইয়ের সাথে কিছু সময় খেলাধুলা করলাম, একটি বাইসাইকেল আছে, আমার মামাতো ভাই ছোটটা যদিও ভালোভাবে চালাতে পারে না কিন্তু মোটামুটি চালানো শিখেছে, এখন একা একা চালাতে পারে। ও এখন ছোট তাই ফুল প্যাট্টেল করতে পারেনা, হাফ প্যাট্টেল করে করে চালাতে হয়। বাইসাইকেল চালানোর সময় আমি কয়েকটি ফটো উঠালাম। আমার মামাতো ভাই দুটি দুজনই বাইসাইকেল চালাতে পারে আমি অনেক সময় মামার বাসায় গেলে তাদেরকে বাহিরে নিয়ে গিয়ে কিছু সময় বিনোদনের সাথে সাইকেল চালিয়ে মজা করি তবে সবসময়ই সতর্ক থাকে যাতে করে ওদের কোন ধরনের ক্ষতি না হয়। আর এটা সতর্ক থাকা আমাদের জন্য খুবই জরুরী।

কেননা তারা ছোট মানুষ তাদেরকে যেমন ভাবে চলতে বলবো ওইভাবেই চলবে যেভাবে খেলতে বলবো ওই ভাবেই খেলবে যেভাবে ঘুরতে বলবো ওইভাবেই ঘুরবে। এজন্য আমি সবসময় সতর্ক থাকি যাতে করে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারি সঠিক পথ প্রদর্শন করার মালিক একমাত্র আল্লাহ তা'আলা তবে বান্দার উছিলায় সঠিক পথ প্রদর্শন করেন।

1700578223574.jpg
1700578114411.jpg

এরপরে রাত্রে এশার নামাজ পড়ে রাত্রের খাবার গ্রহণ করলাম, এবং আজকে রাত্রেও ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হলো। এইছিল আমার আজকের দিনের কার্যক্রম, তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের দিনের কার্যক্রম পড়ে, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.

I begin in the name of the Almighty, the Great Creator, in whose hand we all live. We sleep in daily bed if we can open our eyes then morning, and if we can't open our eyes then tomorrow. If you sleep at night with the intention that, InshAllah, you will get up for Fajr prayer. Then it is possible to get up in the morning. When it's time for Fajr prayer, it wakes up automatically. And if I fall asleep without intention then it is not possible to get up on time for Fajr prayer. And if I fall asleep regularly, waking up at dawn is very easy and comfortable. Although I perform Fajr Salat most of the days due to studying in Madrasah, sometimes I suddenly lose Qaza. Of course we need to be more careful about this.

Even today, I was late in waking up for Fajr prayer, but I hurriedly got up and performed the Fajr prayer. After the Fajr prayer, I fell asleep again until nine o'clock. I woke up at nine in the morning, got up and brushed. My aunt said sit for five minutes and I will get breakfast ready. So I waited for five minutes, then they called me to prepare bread and dal, then I washed my hands and sat at the table and had breakfast. Breakfast was roti and dal.

After finishing breakfast, I took the phone and worked for some time. I can't use the phone much, because my two cousins are very addicted to the phone. If you see the phone in your hand, then the two brothers immediately get busy for the phone. But the phone cannot be used for minors in any way. So I myself use the phone a little less so that they can't see me using the phone. Then at 10:30 the younger brother left for school. Uncle picked it up today while going to school, and wanted to pick it up from school too, but was too far away for work, so sent me to pick it up. I was asked to bring lal shak and palan shak while fetching from school, so I bought "two ati lal shak and two ati palan shak" for sixty rupees.

I came home and took a bath, and performed Zohar prayer at home. After that lunch was prepared, lunch was prepared and I was called. I went and sat on the table with my hands, today's lunch was one of my favorite fish "rui fish" cooked with gourd, today the rui fish curry was very fun. Gourds are most fun in the winter. Winter is just starting now. Today's lunch was delicious.

After eating lunch I rested for some time, woke up and prayed Asr and sat for some time, gave Maghrib azaan very early, so when I sat down after Maghrib prayer, I saw that my aunt had made winter pita or steamed pita and brought it. We all ate winter pie together.

After that I played some time with my younger cousin, there is a bicycle, my younger cousin can't ride it well but has learned to ride it, now he can ride alone. Now he is small so he can't do full pattel, he has to do half pattel. I took a few photos while cycling. Both my cousins can ride bicycles.I often take them out when I go to my uncle's house and sometimes ride them recreationally but always careful not to harm them. And it is very important for us to be careful.

Because they are little people. That is why I am always careful so that I can show them the right path. Allah is the only one who can show them the right path.

After that, I prayed Isha at night and had dinner, and it was too late to sleep tonight. This was my today's activities, so friends, how did you feel reading my today's activities, please leave a comment.

This is where I bid farewell. May everyone be well and be healthy.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  16 days ago  ·  


** Your post has been upvoted (16.35 %) **