I traveled to Sadarghat with friends to see the launch.

in blurt-1787181 •  19 hours ago 

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমার গত কালকে (শুক্রবার) ছুটির দিন ছিল। তাই ছুটির দিনে বন্ধুদের সাথে সদরঘাট ভ্রমণ করলাম। অন্যান্য দিনে চাইলেও ভ্রমন করতে পারিনা কিন্তু শুক্রবার যেহেতু ছুটির দিন ক্লাসও বন্ধ তাই চিন্তা করলাম বন্ধুদের সাথে ভ্রমণ করে আসি।

20231215_123333.jpg

আমার বন্ধু বলল ঘুরতে যাব, আমি বললাম কোথায় ঘুরতে যাবে? আমার বন্ধু বলল এখনো জায়গা নির্ধারণ করেনি বাকি চিন্তা আছে অনেক জায়গায় ঘুরতে যাব। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমরাও যাব।

এরপরে আমার বন্ধু এবং আমরা তিনজন মোট চারজন রেডি হয়ে বের হলাম। আমার বন্ধু তার আরেক বন্ধুর সাথে কথা বলেছিল সেও আমাদের সাথে ঘুরতে যাবে। তাই আমরা সবাই যাত্রাবাড়ী চৌরাস্তায় গেলাম এবং আমার বন্ধুর বন্ধু মানিকনগর থেকে যাত্রাবাড়ী চলে আসলো। এরপরে আমরা বললাম চলো প্রথমে আমরা আহসান মঞ্জিলে যাই, কিন্তু এক বন্ধু বলল আহসান মঞ্জিল তিনটার আগে খোলে না, এজন্য আমরা বললাম চলো তাহলে আমরা প্রথমে সদরঘাটে ঘুরতে যাই এবং সেখানে লঞ্চ গুলো দেখে আসি।

20231215_170559.jpg

এরপরে আমরা যাত্রাবাড়ী থেকে একটি বাসে উঠলাম, বললাম আমরা সদরঘাটে যাব। এরপর আমাদের থেকে ১৫ টাকা করে ভাড়া নেওয়া হলো, এবং আমাদেরকে সদরঘাটের কাছাকাছি নামিয়ে দেওয়া হল। আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে সদরঘাটে চলে যাই এবং লঞ্চে ওঠার জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সদরঘাটের ভিতরে ঢুকতে কয়েকটি গেট রয়েছে সেখানে গেটম্যান ও দাঁড়িয়ে রয়েছে।

20231215_125248.jpg
20231215_125315.jpg

আমাদেরকে বলল টিকিট ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এরপরে আমরা অন্য রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করলাম, পরে আমাদেরকে জিজ্ঞেস করল তোমরা কোথায় যাচ্ছ? আমরা বললাম আমরা একটু ভিতরে ঘুরে দেখে চলে আসব। প্রথমে ঢুকতে দিতে চাইছিল না কিন্তু একটু চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে যাও।

1702705446012.jpg

এরপর আমরা ভেতরে চলে আসি এবং লঞ্চের ভিতরে যাওয়ার চেষ্টা করি, প্রথমে একটি তিন তলা বিশিষ্ট লঞ্চে উঠতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে বলল এখন আমরা ভিতরে কাজ করতেছি তোমরা পরে আসো। এরপর আমরা আরেকটি লঞ্চের নিকট যাই, সেটিও তিন তলা বিশিষ্ট ছিল, আমরা ভিতরে ঢুকে পড়ি। লঞ্চের ভিতরে ঢোকার পরে আমরা কয়েকটি সেলফি নিয়েছিলাম।

20231215_121916.jpg

প্রথমে আমরা নিচতলায় কিছু সময় কাটালাম এবং দেখলাম নিচ তালা পুরো মাঠের মতো মনে হচ্ছে, কেমন যেন বিশাল এক মাঠ। সেখানে কোন চেয়ার রাখা নেই, পরে দেখলাম এক ভাই বিছানা বিছাচ্ছে, পরে জিজ্ঞেস করলাম ভাই নিচ তলায় চেয়ার নেই তাহলে লোকজন কিভাবে বসে বা ভ্রমন করে? এরপরে ভাই আমাদেরকে বললেন যারা নীচ তলার জন্য টিকিট কাটে তারা ব্যক্তিগতভাবে কিছু বিছানা নিয়ে আসে এবং সে বিছানা গুলো বিছিয়ে তারা বসে থাকে শুয়ে থাকে যার যেমন ইচ্ছা সেভাবেই ভ্রমণ করে।

20231215_121947.jpg

এরপর আমরা দ্বিতীয় তলায় চলে যাই দ্বিতীয় তলায় যাওয়ার পরে আমরা দেখতে পেলাম সেখানেও কোন চেয়ার নেই বরং মাঠের মতো বিশাল এক জায়গা, এরপরে আমরা বুঝে নিলাম এখানেও বিছানা বিছিয়ে যার যার মত বসে থাকে বা শুয়ে পড়ে। কিন্তু যখন তৃতীয় তলায় প্রবেশ করলাম তখন দেখলাম এ যেন এক আলিশান ফ্লাট, ভিতরে তাকালে বোঝার কোন উপায় নেই যে এটি লঞ্চ নাকি ফ্ল্যাট।

20231215_121808.jpg

এরপরে আমরা তৃতীয় তলার ছাদে চলে গেলাম, সেখানে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি পানি থেকে তৃতীয় তলার ছাদ অনেক উঁচু। এবং পুরো লঞ্চটি অনেক বিশাল। এরপরে আমরা লঞ্চের ছাদ থেকে কিছু ফটোগ্রাফি উঠালাম।

20231215_122628.jpg

এরপরে আমরা হাঁটতে হাঁটতে সদরঘাটের শেষ মাথায় চলে আসলাম, সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, নদীর ঠান্ডা আবহাওয়া অনেক ভালই লাগছিল। তখন সেখানে দাঁড়িয়ে দেখলাম ছোট ছোট নৌকা দিয়ে লোকদের নদী পার করিয়ে দিচ্ছে, নৌকা গুলো দেখে আমি অবাক! কারণ এই নৌকাগুলো দেখতে অন্যরকম। আমাদের এলাকার নৌকাগুলো সামনের মাথা উঁচু থাকে এবং পিছনের মাথা নিচু থাকে, কিন্তু এই নৌকাগুলোর সামনের মাথা নিচু এবং পিছনের মাথা উঁচু। আর এই নৌকাগুলো খুব দ্রুত চলে।

1702705215487.jpg

এই ছিল আমাদের গতকালকে সদরঘাট ভ্রমণের কিছু ফটোগ্রাফি, তো বন্ধুরা কেমন লাগলো আমার ভ্রমণের লেখাটি পড়ে, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.

Hello dear friends! how are you all I hope everyone is well, I am also very well and healthy, Alhamdulillah. I had a day off yesterday (Friday). So I traveled to Sadarghat with my friends on holidays. I can't travel on other days but since classes are closed on Friday, I thought of traveling with my friends.

My friend said go for a walk, I said where to go for a walk? My friend said that he has not decided the place yet, he is thinking about going to many places. Then I said ok then we will go too.

After that my friend and three of us got ready and went out. My friend talked to another friend of his that he would also go on a tour with us. So we all went to Jatrabari intersection and my friend's friend came from Maniknagar to Jatrabari. Then we said let's go to Ahsan Manzil first, but a friend said Ahsan Manzil doesn't open before 3 o'clock, so we said let's go to Sadarghat first and see the launches there.

After that we boarded a bus from Jatrabari, said we will go to Sadarghat. Then we were charged 15 rupees, and dropped near Sadarghat. From there we walked to Sadarghat and tried to go inside to board the launch, but there are several gates to enter inside Sadarghat where gatemen are standing.

We were told that we are not allowed to enter without tickets. Then we tried to enter through another road, then asked us where are you going? We said we would take a look inside and come back. At first he didn't want to let in but after thinking a little he said ok go.

Then we went inside and tried to go inside the launch, first wanted to get into a three-story launch but we were told now we are working inside you come later. Then we approached another launch, that too with three floors, we entered. After getting inside the launch we took a few selfies.

First we spent some time on the ground floor and found that the lower floor seemed like a whole field, like a huge field. There is no chair there, later I saw a brother laying the bed, then I asked brother if there is no chair on the ground floor then how do people sit or travel? The brother then told us that those who buy tickets for the lower floor personally bring some beds and spread those beds and sit and sleep as anyone travels as they wish.

Then we went to the second floor. After going to the second floor, we saw that there was no chair there, but a huge place like a field, then we realized that there were beds spread here as well, where everyone sat or slept. But when I entered the third floor, I saw that it was a luxurious flat, looking inside there was no way to tell whether it was a launch or a flat.

Then we went to the roof of the third floor, looked down and saw that the roof of the third floor was very high above the water. And the whole launch is huge. Next we took some photography from the roof of the launch.

After that we walked to the end of Sadarghat, stood there for a while, the cold weather of the river felt very good. When I stood there, I saw people crossing the river with small boats, I was surprised to see the boats! Because these boats look different. Boats in our area have the front head high and the back head low, but these boats have the front head low and the back head high. And these boats move very fast.

These were some photographs of our trip to Sadarghat yesterday, so friends, how did you feel after reading my travel article, please leave a comment.

As of today, I am saying goodbye here, everyone will be fine, may Allah Hafez be healthy.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!