বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আমার সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করব।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
সকাল বেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ৫ঃ৪৫ মিনিটে উঠেছি, ঘুম থেকে উঠে দেখলাম নামাজের সময় হয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি অজু করে এসে ফজরের সালাত আদায় করলাম। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে মসজিদে যেতে পারেনি, তাই আজকের ফজরের সালাত বাসায় আদায় করেছি। ফজরের সালাত আদায় করার পরে আমাদের বাড়ির সামনে অর্থাৎ যমুনা নদীর কিনারে কিছু সময় বসলাম, কারণ সূর্য ওঠার সময় ঘুমানো কোনভাবেই ঠিক না। তাই চিন্তা করছিলাম সূর্য উদিত হওয়ার পরে আবার ঘুমাবো, একটু পরে লক্ষ্য করে দেখলাম সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে, আর তখনই আমি সূর্য উদিত হওয়ার ফটো উঠিয়ে নিলাম এবং আমারও একটি ফটো ওঠালাম।
আসলে এটা সত্য যে যখন আমি বাড়িতে থাকি তখন বেশিরভাগ সময় ঘুম থেকে অনেক দেরি করে উঠি, এটা শুধু আমার সাথেই প্রযোজ্য নয় বরং যারা আমাদের বন্ধু রয়েছে আমি তাদের সাথে অনেক কথা বলেছি তারাও বাড়িতে গেলে তাদের রুটিন ভিন্ন রকম হয়ে যায়। আর বাড়িতে গেলে রুটিন ভিন্ন রকম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, কারণগুলো হয়তো আমি এখন উল্লেখ করছে না কিন্তু পরে অবশ্যই উল্লেখ করব, তো বন্ধুরা চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক, এরপরে সকাল সাতটার দিকে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালের খাবার খেয়ে নিলাম। আজকের সকালের খাবারে ছিলো,
![]() |
---|
- ভাত।
- মাছ ভাজি।
- খেসারির ডাল ভর্তা।
- মাছের তরকারি।
এই ছিল আমার সকালের খাবার।
সকালের খাবার শেষ করে ফোনটা নিয়ে যখন বাহিরে যাচ্ছিলাম তখন একটি প্রজাপতি উড়ে এসে আমার পায়ের কাছে ঘাসের মধ্যে বসলো, তখন আমি সেই প্রজাপতির দুটি ফটো উঠিয়ে নিয়েছি।
![]() |
---|
![]() |
---|
আজকে জুমার দিন ছিল তাই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই গোসল শেষ করে নিলাম, এবং সাড়ে বারোটার পরে পরেই মসজিদের দিকে চলে গেলাম। জুমার নামাজের পূর্বে ইমাম সাহেব মসজিদে বয়ান করলেন, আজকে অনেক সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন, এবং বলেছেন, আপনারা আপনাদের পরিবারের স্ত্রী, মেয়ে, বোন যারা আছেন তারা যখন বাহিরে বের হবে তখন তাদেরকে শালীন পোশাকে বের করবেন, এমন কোন পোশাক পড়ে বের করবেন না যে পোশাক পড়ে বের হলে একজন যুবক তাকিয়ে থাকে। এবং আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ছোট থেকেই সুশিক্ষায় শিক্ষিত করুন। আরো অনেক বিষয়ে ওয়াজ নসিহত করেছেন, এরপরে জুমার নামাজ আদায় করে বাসায় চলে গেলাম।
![]() |
---|
বাসায় গিয়ে দুপুরের খাবার গ্রহণ করলাম, আজকে দুপুরের খাবারে ছিলো,
- ভাত।
- মুরগির মাংস।
আজকে শুক্রবার তাই দেশি মুরগির মাংস রান্না করেছিল, আজকে দুপুরের তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল।
দুপুরের খাবার শেষ করে সামান্য একটু কাজ করলাম, আমরা গ্রামে বসবাস করি, আর গ্রামের মানুষ অধিকাংশ সময় গরু, ছাগল, হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে। আমাদের বাড়িতেও দুটি গরু আছে, বাড়িতে আসলে অনেক সময় আমি দেখাশোনা করি, আজকে দুপুরে গুরুকে খাওয়ানোর জন্য ক্ষেতের মধ্যে গিয়েছিলাম। হাতে কিছু পাতা নিয়ে গিয়েছিলাম খাওয়ানোর জন্য, এরপরে গরুটি বাড়িতে নিয়ে এসে খাওয়ালাম।
![]() |
---|
বিকেলবেলা আসরের নামাজ জামাতের সাথে আদায় করে মাঠের মধ্যে কিছু সময় বসে রইলাম, এখন তো আছরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত খুবই কম সময় থাকে তাই খুব তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়ে দিল, মাগরিবের নামাজ আদায় করে আমার এক বন্ধুকে সাথে নিয়ে বাজারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম, আমার বন্ধু ঝালমুড়িওয়ালা কে বলল খুব বেশি কাঁচামরিচ দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিন। ঝাল মুড়িওয়ালা ভাই বলছিল এত মরিচ কিন্তু খেতে পারবেনা, আমার বন্ধু বলল হা খেতে পারব আপনি ইচ্ছামত দিতে পারেন। দেখুন ঝাল মুড়ির কি অবস্থা।
![]() |
---|
![]() |
---|
ঝাল মুড়ি খাওয়ার পরে ঝাল সহ্য করতে না পেরে মিষ্টি খেতে হয়েছে, অর্থাৎ দুইজনে দুইটা লাড্ডু খেয়েছি। তখন আমি আমার বন্ধুকে বললাম ২০ টাকার ঝাল মুড়ি খেয়ে যদি আরো দশ টাকার মিষ্টি খেতে হয় তাহলে কয় টাকা লস হল? আমার বন্ধু হেসে দিল এবং বলল এত ঝাল আর খাব না। এরপরে আমরা একটি চা খাওয়ার জন্য দোকানে গেলাম, কারণ শীতের দিন বিকেল বেলা চা খাওয়া অন্যরকম একটা মজা, তাই শীতের বিকালে একটা চা খাইলাম।
![]() |
---|
![]() |
---|
এরপর এশার নামাজ পড়ে রাত্রের খাবার গ্রহণ করলাম, এই ছিল আমার আজকের সারাদিনের কার্যক্রম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello dear friends! how are you all I hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of God. Today I will share with you my daily activities.
I woke up at about 5:45 in the morning, I woke up and saw that it was time for prayer, so I quickly performed ablution and offered Fajr prayer. I couldn't go to the mosque because it was time for prayer, so I prayed today's Fajr at home. After performing the Fajr prayer, I sat for some time in front of our house ie on the banks of the river Yamuna, because it is not right to sleep when the sun rises. So I was thinking to sleep again after sunrise, after a while I noticed that the sun was rising from the eastern sky, and that's when I took a photo of the sunrise and a photo of me too.
Actually it's true that most of the time when I'm at home I wake up very late, not only for me but also for those who have friends I talk to a lot, their routines change when they get home. And there are many reasons why the routine is different when I go home, the reasons maybe I am not mentioning now but I will definitely mention it later, so guys let's go back to the main discussion, then I fell asleep again around seven in the morning when I woke up it was around ten, woke up and brushed and had breakfast. Today's breakfast was
- Rice
- Fried fish.
- Khesari dal bharta.
- Fish curry.
This was my breakfast.
When I was going out with my phone after breakfast, a butterfly flew and landed in the grass near my feet, I took two photos of the butterfly.
Today was Friday, so I finished my bath between twelve and twelve thirty, and after twelve thirty I left for the mosque. Before the Friday prayer, the Imam preached in the mosque, he preached many beautiful things today, and said, when you go out in your family, wives, daughters, sisters, put them in decent clothes, don't put on any clothes that a young man looks at. And educate your children in good education from childhood. Waj informed me about many other things, after that I went home after offering Friday prayers.
I went home and had lunch, today was lunch.
- Rice
- Chicken meat.
Today was friday so cooked desi chicken, lunch curry was very tasty today.
After lunch I did a little work, we live in a village, and most of the time the village people keep cows, goats, poultry etc. We also have two cows at home, I take care of them at home, today at noon I went to the field to feed Guru. I took some leaves in my hand to feed, then brought the cow home and fed it.
In the afternoon I prayed the Asr prayer with the congregation and sat for some time in the field, now there is very little time from Asr to Maghrib, so I gave the Maghrib azan very quickly, after performing the Maghrib prayer, I went to the market with one of my friends. After going there we had jhalmuri, my friend told jhalmuriwala to make jhalmuri with too much chili. Jhal Muriwala brother was saying that he can't eat so much pepper, my friend said yes, I can eat, you can give as much as you want. See what is the condition of Jhal Muri.
After eating Jhal Muri, I could not tolerate Jhal and had to eat sweets, that is, two of us ate two laddus. Then I said to my friend, if I had to eat 20 rupees worth of sweets, how much money was lost? My friend laughed and told me not to eat so much jhal again. After that we went to the shop to have a tea, because it is a different kind of fun to have tea in the afternoon on a winter day, so we had a tea on a winter afternoon.
After Isha prayer and dinner, this was my daily routine.
Like today, I am leaving here, everyone will be fine, God bless you.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1890839916407300434?t=iBFFPC4K3Qxzfzw5JimymQ&s=19
** Your post has been upvoted (16.39 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan