I went to my uncle's house and took my cousin to school.

in blurt-1787181 •  19 days ago 
1700485971888.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, যিনি আমাদেরকে আবারও একটি সুন্দর দিন উপহার দিয়েছেন। আমি সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল কথাই চলে যায়।

সত্যি কথা বলতে প্রতিদিন কারো এক ভাবে যায় না, প্রতিদিন নতুন সূর্য ওঠে আর প্রতিদিন মানুষের দৈনন্দিন জীবনের কার্যক্রম গুলো পরিবর্তন হয়। আমি গতকালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, বরং উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তবুও ঘুম থেকে উঠে নামাজের মাকরুহ সময় দেখে ফজরের নামাজ আদায় করলাম। মাদ্রাসায় থাকতে তো নিয়ম তান্ত্রিকভাবে থাকতাম, নামাজের সময় হলে কলিং বেল বেজে উঠতো, তখনই সবাই ঘুম থেকে উঠে মসজিদে চলে যেতাম। কেউ উঠতে বিলম্ব করলে বন্ধুরা ডেকে দিত। কিন্তু এখানে তো বাসার পরিবেশ তাই নিজে একা একাই গুরুত্বের সাথে উঠতে হবে। যাইহোক ফজরের নামাজ পড়ে আরো কিছুক্ষণ ঘুমানোর জন্য বিছানায় চলে গেলাম, ঘুম থেকে উঠতে উঠতে সকাল ৯ঃ৩০ মিনিটে উঠলাম। উঠে সকালের নাস্তা শেষ করে নিলাম। সকালের নাস্তায় ছিলো, আমার পছন্দের খিচুরি, ডিম ভাজি ও মুরগির মাংস ভুনা।

20231120_100604.jpg

সকালের নাস্তা শেষ করে কিছু সময় ফোন নিয়ে বসলাম, দেশে এখন আরতাল চলছে তাই দেশের পরিস্থিতি জানার জন্য কিছু খবর দেখলাম। এরপরে ১০ঃ৩০ মিনিটে আমার মামী আমাকে বলল তুমি আশফিকুর ইসলাম আদিয়াতকে স্কুলে নিয়ে যাও। আজকে নিয়ে যাওয়ার মত কেউ নেই বরং তুমি আজকে নিয়ে যাও। তাই আমি আমার ছোট ভাইকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলের নাম হচ্ছে "নিউ মর্নিং গ্লোরি স্কুল" স্কুলটিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার সুযোগ রয়েছে। এটি হচ্ছে স্কুলের ফটোগ্রাফি।

20231120_105029.jpg

আমাকে বলেছিল তুমি শুধু স্কুলে দিয়ে আসবে, কেননা স্কুল থেকে নিয়ে আসার সময় অপরিচিত কারো হাতে দেবে না। কারণ অনেক দুর্ঘটনা ঘটে, তাই আমি শুধু স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম, একটু পরে মামা ফোন দিয়ে বলল আমি অনেক দূরে আছি তুমি নিয়ে আসো, মামী বলল ঠিক আছে, তখন আমাকে বলল তাহলে তুমি নিয়ে আসো। যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন আমার কাছে কল দিয়ে কথা বলিয়ে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। যখন আমি ছোট ভাইকে নিয়ে আসতে গেলাম। তখন ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন এবং আমার ছোট ভাইকেও জিজ্ঞাস করলেন যে তুমি কি উনারে চেন? আমার ছোট ভাই বলল হাঁ উনি আমার ভাই। তখন আমি বললাম ঠিক আছে আপনি প্রথমে কথা বলে কনফার্ম হয়ে নিন। তখন আমি ফোন দিয়ে দিলাম এবং কথা বলল। এরপরে আমার কাছে দিয়ে দিল। স্কুল থেকে নিয়ে আসার সময় বাসার গেটের সামনে দুটি ফটো উঠিয়েছি।

1700486248773.jpg
1700486189793.jpg

এরপরের দুপুর পর্যন্ত আরেকটু বিশ্রাম করে গোসল করতে যাই, গোসল করে যখন রুমে আসলাম তখন দেখি দুপুর ১ঃ৩০ মিনিট বেজে গেছে, নামাজের জন্য মসজিদে যাওয়া হলো না, তাই বাসায় জোহরের নামাজ আদায় করে নিলাম। জোহরের নামাজ আদায় করে আমি দুটি ফটো উঠেছিলাম।

1700486090497.jpg
1700485971888.jpg

এরপরে দুপুরের খাবার খাওয়ার জন্য বললেন, তখন সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরের খাবার হিসেবে ছিলো, ভাত, টেংরা মাছের তরকারি এবং রুই মাছের ডিম ভাজি। রুই মাছের ডিম ভাজি এটা সবচেয়ে বেশি মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে দুপুরের খাবার গ্রহণ করলাম।

20231120_142536.jpg
20231120_142528.jpg

দুপুরে কিছু সময় বিশ্রাম নিচ্ছিলাম তখন আমার ছোট ভাইয়ের সাথে মেসেঞ্জারে কথা হল, আমার ছোট ভাই ধানমন্ডি ৩২ এ অর্থাৎ আমার মামার জেনারেটর কোম্পানিতে চাকরি করে। কিন্তু আমার ছোট ভাই ম্যাচে থাকে। তাই আমাকে টাকা দেওয়ার জন্য বিকেলবেলা আসতে চেয়েছে। এবং মাগরিবের কিছুক্ষণ পরে বাসায় আসলো। দুই ভাই বসে কথাবার্তা বলছিলাম। তখন মামি আমাদের জন্য নুডুলস রান্না করে নিয়ে আসলো। আমরা দুই ভাই নুডুলস খাইলাম। এবং দুটি ফটো উঠালাম।

20231120_182739.jpg
20231120_182726.jpg

এরপরে এশার নামাজ পড়ে রাত্রের খাবার গ্রহণ করে ঘুমাতে ঘুমাতে বারোটা পার হয়ে গেল। এভাবেই আমার গতকালকের দিনটি পার হয়ে গেল।

তো বন্ধুরা কেমন লাগলো আমার গতকালকের সারাদিনের কার্যক্রম গুলো পড়ে। অবশ্যই একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Allah, the Most Merciful, who has once again blessed us with a beautiful day. First of all I want to know how are you all? I hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of God. So friends, let's go without further ado.

To be honest, every day does not go the same way, every day a new sun rises and every day people's daily life activities change. I couldn't wake up early yesterday, rather I got up a little late, but I woke up and saw the makruh time of the prayer and offered the Fajr prayer. When I was in the madrasa, I used to live according to the rules. When it was time for prayer, the calling bell would ring, then everyone would wake up and go to the mosque. Friends would call if someone was late getting up. But here is the environment of the house so you have to get up seriously by yourself. Anyway after Fajr prayer I went to bed to sleep some more, woke up at 9:30am. Got up and finished breakfast. For breakfast, my favorite was khichuri, fried eggs and fried chicken.

After breakfast, I sat with the phone for some time, now the country is going through a state of emergency, so I watched some news to know the situation in the country. Then at 10:30 my aunt told me you take Ashfiqur Islam Adiyat to school. There is no one to take today but you take today. So I took my younger brother to school. The name of the school is "New Morning Glory School" The school provides education to students from Kindergarten to Class IX. This is school photography.

Told me that you will only bring it to school, because when you bring it from school, don't give it to a stranger. Because many accidents happen, so I just left school and came home, after a while uncle called me and said I am far away, bring me, aunty said ok, then told me then bring me. Will call me and talk to you when asked. I said ok ok. When I went to fetch my younger brother. Then mam asked me and also asked my younger brother that do you know him? My younger brother said yes he is my brother. Then I said ok you talk first and confirm. Then I handed over the phone and spoke. Then he gave it to me. I took two photos in front of the house gate while bringing them from school.

The next afternoon I rested a bit and went to take a bath. When I came to the room after taking a bath, I saw that it was 1:30 in the afternoon. I didn't go to the mosque for prayers, so I prayed Zuhr at home. I took two photos after performing Zohar prayer.

Then he asked to have lunch, then we all sat down to have lunch. Lunch was rice, tengra fish curry and fried roe fish eggs. It was the most fun with roe fried roe. Alhamdulillah I took lunch with satisfaction.

I was resting for some time in the afternoon when I talked to my younger brother on messenger, my younger brother works in Dhanmondi 32 ie my uncle's generator company. But my younger brother stays in the match. So he wanted to come in the afternoon to pay me. And came home shortly after Maghrib. Two brothers were sitting and talking. Then mom cooked noodles for us. We both ate noodles. And took two photos.

After that Isha prayer, dinner and sleep passed twelve o'clock. This is how my day went yesterday.

So friends, how did you feel about reading my activities of the whole day yesterday. Of course, try to make a comment, inshallah.

I am leaving here today, everyone will be fine, God Hafez will be healthy.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord