![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা যেভাবে রাখেন, তবে এখন অসুস্থতার নিয়ামতে আছি। তাই সকলের কাছে সুস্থতার জন্য দোয়ার আবেদন।
শুরু করছি আমার আজকের সারাদিনের কার্যক্রম; আজকে ঘুম থেকে সকাল সকাল উঠতে চেয়েছিলাম, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এজন্য যে, উঠে ফজরের নামাজ আদায় করব, সময় মত এলার্মও বেজেছে কিন্তু ঘুম থেকে উঠে দেখি মাথা উঠাতে পারি না। রাতে ঘুমানোর আগেই কিছু অসুস্থতা অনুভব করেছিলাম, তাই অসুস্থতার কারণে ফজরের নামাজে উঠতে পারলাম না, আবার ঘুমিয়ে পড়লাম, সকাল ৯ টা ৩০ মিনিটে উঠার চেষ্টা করলাম কিন্তু তখনও পর্যাপ্ত পরিমাণ মাথা ব্যাথা ছিল। তাই খুব কষ্ট করেই উঠে পড়লাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম এবং ঠান্ডা পানি দিয়ে মাথাও ধুয়ে নিলাম। এরপর সকালের নাস্তা করে নিলাম। আজকে সকালের নাস্তায় ছিল রুটি সাথে বুটের ডাউল।
![]() |
---|
সকালের নাস্তা করে আবার কিছু সময় শুয়ে রইলাম, ১০:৩০ মিনিটে মামাতো ভাইকে স্কুলে রাখার জন্য নিয়ে গেলাম, তখনো মাথাব্যথা ছিল কিন্তু চিন্তা করলাম আসার সময় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসব। এরপরে ছোট ভাইকে স্কুলে রেখে আসার সময় ডক্টরের দোকানে গেলাম এবং মাথা ব্যথার ওষুধ নিয়ে আসলাম।
![]() |
---|
বাসায় এসে মাথা ব্যথার ওষুধ খেয়ে কিছু সময় ঘুমিয়ে পড়লাম, ১২:৩০ মিনিটে ঘুম থেকে আবার উঠে পড়লাম, তখন মাথা ব্যাথা হালকা একটু কমেছিল, তাই ছোট ভাইকে নিয়ে আসার জন্য স্কুলে গেলাম। স্কুল থেকে নিয়ে আসার সময় স্কুলের পোশাক পড়া অবস্থায় মামাতো ভাইয়ের দুটি ফটোগ্রাফি উঠালাম।
![]() |
---|
![]() |
---|
এরপরে বাসায় আসার সময় ছোট ভাইয়ের জন্য ললিপপ নিয়ে আসলাম, যখনই বাহিরে যায় আসার সময় কিছু না কিছু নিয়ে আসতেই হয়। কারণ বাইরে থেকে আসার সাথে সাথে বলবে ভাইয়া! তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন কিছু না কিছু হাতে দিতে হয় এজন্য সর্বনিম্ন পাঁচ টাকার হলেও কিছু সাথে নিয়ে আসি।
![]() |
---|
![]() |
---|
এরপরে দুপুরে গোসল সেরে জোহরের নামাজ বাসায় আদায় করলাম, জোহরের নামাজ আদায় করার পরে দরজার কাছে দাঁড়িয়ে দুটি ফটো উঠলাম।
![]() |
---|
![]() |
---|
এরপরে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকলেন, দুপুরে খাবার খাওয়ার জন্য হাত ধুয়ে টেবিলে বসে পড়লাম। আজকে দুপুরের খাবার ছিল খুবই জনপ্রিয় একটি খাবার আর তা হলো মিলুনি, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় "পিটুলি"গরুর মাংস দিয়ে মিলুনি রান্না করেছিল অনেক সুস্বাদু হয়েছিল।
![]() |
---|
![]() |
---|
দুপুরে খাবার খাওয়ার পরে আবার ঘুমিয়ে ছিলাম, ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করে মামাতো ভাইয়ের সাথে একটু খেলা করলাম, আমার ছোট মামাতো ভাই একটি সানগ্লাস পড়ে বাইসাইকেল চালাচ্ছিল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো, তাই আমি বললাম আমি তোমার কয়েকটি ফটো উঠাবো, আমার মামাতো ভাই বলল আমি দেখব, আমি বললাম ঠিক আছে আমি তোমাকে উঠিয়ে দেখাচ্ছি। এরপরে এই ফটো উঠতে রাজি হল, তাই আমি কয়েকটি ফটো উঠালাম এবং মামাতো ভাইকে দেখালাম।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
মাগরিবের নামাজ আদায় করে বিকালের নাস্তা হিসেবে শীতের ভাপা পিঠা বানিয়ে নিয়ে আসলো, আমি এবং আমার ছোট ভাই সবাই মিলে শীতের ভাপা পিঠা খাইলাম।
![]() |
---|
![]() |
---|
এরপরে এশারের নামাজ পড়ে রাত্রে খাবার গ্রহণ করলাম, রাতের খাবার গ্রহণ করে আবার ওষুধ খাইলাম। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মাথার ব্যথা আছে, শরীরের মধ্যে জ্বর বইছে, আগামীকালকে ইনশাআল্লাহ ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো।
পরিশেষে বলবো সকলেই আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন অতি দ্রুত আমাকে সুস্থতা দান করেন।
এই ছিল আমার আজকের দিনের কার্যাবলী, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি খোদাহাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello dear friends! how are you all I hope you are doing well by God's grace. Alhamdulillah as the creator keeps, but now I am in the condition of illness. So everyone prays for health.
Starting my daily activities today; I wanted to wake up early today, I set an alarm on my phone so that I would pray Fajr, the alarm went off on time, but when I woke up, I couldn't lift my head. I felt some sickness before going to sleep at night, so could not get up for fajr prayer due to sickness, fell asleep again, tried to get up at 9:30 am but still had enough headache. So I got up with difficulty, got up and brushed and washed my head with cold water. After that I had breakfast. Today's breakfast was bread with a dollop of boots.
Had breakfast and slept for some time, took my cousin to school at 10:30, still had a headache but thought I would bring medicine after seeing the doctor. Then while dropping my younger brother at school I went to the doctor's shop and got some headache medicine.
When I came home, I took medicine for headache and fell asleep for a while, woke up again at 12:30, then the headache eased a little, so I went to school to pick up my younger brother. I picked up two photographs of my cousin in school uniform while fetching me from school.
Then I brought lollipops for my younger brother when I came home, every time I go out I have to bring something. Because as soon as you come from outside, you will say brother! What have you brought for me? Then something has to be handed over, so bring something with a minimum of five taka.
Then in the afternoon I took a bath and performed Zohr prayer at home, after performing Zohr prayer I stood near the door and took two photos.
After that he called for lunch, I washed my hands and sat at the table for lunch. Lunch today was a very popular dish and that was Miluni, our vernacular called "Pituli" Miluni cooked with beef was delicious.
After lunch I was sleeping again, woke up and performed Asr prayer and played a little with my cousin, my younger cousin was riding a bicycle wearing sunglasses, looking very beautiful, so I said I will take some photos of you, my cousin said I will see, I said ok I will show you up. Then this photo was agreed to be taken, so I took a few photos and showed them to my cousin.
After performing Maghrib prayer, I made winter steamed pita as afternoon snack, I and my younger brother all ate winter steamed pita.
After that, after Isha prayer, I had dinner, and after having dinner, I took medicine again. So far there is enough headache, fever is running in the body, tomorrow inshallah I will see a good doctor and bring medicine.
Finally, I will say that everyone should pray for my health, may Allah Ta'ala give me health very quickly.
These were my activities for the day, I am leaving here as of today. May everyone be well and be healthy. I conclude my short speech here by wishing you a good morning Godhafez.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1890481970976563500?t=xN9Yrf7vKi1Efap3o7evjA&s=19