What was the view of the sunrise in the morning like?

in blurt-1787181 •  15 days ago 

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

সকাল বেলা:-

20231202_063832.jpg
20231202_063845.jpg
20231202_061704.jpg

প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের সালাত আদায় করে বাড়ির সামনে কিছু সময় বসে রইলাম, পূর্ব আকাশে তখনো সূর্যের কোন আনাগোনা দেখা যায়নি। একটু পরে যমুনা নদীর দিকে তাকিয়ে দেখি এক মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, আর তখনই লক্ষ্য করলাম সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হবে। সূর্য উদিত হওয়ার সময় তার চারপাশ লাল হয়ে যাচ্ছে, ঠিক তখনই ফটোগ্রাফি সংগ্রহ করলাম। আমি অনেক আগে থেকেই সূর্যোদয়ের ফটো উঠাতে পছন্দ করি, সূর্যের ফটোগুলো সবার কাছেই পছন্দ যখন সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয় তখন দেখতে অত্যান্ত সুন্দর লাগে। আমাদের বাড়ির সামনে যেহেতু যমুনা নদী তাই যখন সূর্য উদিত হয় তখন যমুনা নদীর মধ্যে সূর্যের প্রতিচ্ছবি দেখা যায়, তখন সেটা দেখতেও যেমন সুন্দর তেমনি আনন্দদায়ক।

20231202_195635_0000.png

এরপরে সকাল ৭ঃ০০ টা পর্যন্ত ফোন নিয়ে বসে থাকি, সাতটার সময় হালকা নাস্তা হিসেবে ছিল বিস্কিট, হালকা নাস্তা করে পানি পান করে আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে উঠতে দেখি প্রায় ১১:০০ টা বেজে গিয়েছে। এখন দিন খুবই ছোট হয়ে গিয়েছে, তাই সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা এগারোটা বেজে যাচ্ছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম। আমরা এক একদিন এক এক রকম নাস্তা করি যেমন সেদিনের আমার সকালের নাস্তায় অনেক কিছুই ছিল যেমন সকাল বেলা আমি একটি সিদ্ধ ডিম এক গ্লাস দুধ সাথে হালকা নাস্তা খেতে পছন্দ করি। সকালবেলা আমি খুব বেশি খাবার খেতে পারি না বরং অল্পতেই আমার পেট ভরে যায়। সকাল বেলা আমার এখানে আসতে হলেই এই সম্পূর্ণ হয়ে যায় তাই তো আমি প্রতিদিন সকালবেলা অল্পের মধ্যে সামান্য কিছু নাস্তা করি যাতে করে দুপুর পর্যন্ত থাকতে পারি।

20231202_144904.jpg

এরপরে কিছু সময় বারান্দায় বসে ছিলাম, তখন আমার বাবা বলল এবছর আমরা ধান ভাঙ্গানো মেশিন দিয়ে যে ইনকাম করেছি তা এই প্লাস্টিকের ব্যাংকে রাখা আছে, প্রতিবছর প্রায় দুই সিজনে ধান কাটা হয়। দুই সিজনে ধান কাটার পরে যে টাকাগুলো জমানো হয় তা সর্বপ্রথম আমি নিজেই বের করে গণনা করি। সে হিসাবে এই সিজনেও আজকে বের করা হলো, আমি বের করে গণনা করলাম। মোটামুটি পাঁচ হাজার টাকা জমে ছিল, বিভিন্ন কারণে আরো কিছু টাকা বের করা হয়েছিল। এবং ধান ভাঙ্গানোর সময় যত তেল খরচ হয়েছে তা এর মধ্যে থেকেই টাকা দিয়ে তেল কেনা হয়েছিল। এ বছর মোট আয় হয়েছিল ১৩ থেকে ১৪ হাজার টাকা।

20231202_144958.jpg
20231202_144917.jpg

দুপুর বিকেল ও রাত্রি বেলা:-

20231202_153646.jpg

দুপুরবেলা আযান শোনার সাথে সাথেই গোসল করে নামাজের জন্য মসজিদে চলে যায়। জোহরের নামাজ আদায় করে বাসায় গিয়ে মাকে বললাম খাবার রেডি করো। তখন আমি বারান্দায় বসে ছিলাম আর তখন আমাদের পোষা বিড়ালটি টুলের উপর ঘুমাচ্ছিল, কিন্তু যখনই বিড়ালের নাকে মাছের ঘ্রাণ আসলো তখনই বিড়ালের ঘুম ভেঙ্গে গেল এবং লাফ দিয়ে উঠে পরলো। তখন আমি বিড়ালকে কিছু খাবার খাইতে দিয়েছিলাম। বিড়াল হচ্ছে আমার সবচেয়ে পোষা প্রাণী বিড়ালকে আমি অনেক আদর করে যত্ন করে খাবার খাওয়াইয়ে দেই। বিড়াল যেগুলো পোষা হয় সেগুলো অনেক ভদ্র ও নরম মেজাজের হয়। আপনারাও বিড়াল পালতে পারেন।

20231202_154053.jpg
20231202_125209.jpg

খাবার শেষ হওয়ার পরে কিছু সময় বাড়ির কাজ করলাম, এবং আসরের নামাজের আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে চলে আসলাম। আসরের নামাজ পড়ে একটু হাটাহাটি করার জন্য ক্ষেতের মধ্যে গেলাম। এখন সরিষা লাগানো হয়েছে, সরিষার ফুলগুলো অনেক সুন্দর ভাবে ফুটে আছে। মৌমাছিগুলো সেই ফুল থেকে মধু সংগ্রহ করছে। নিঃসন্দেহে সরিষা ফুলের মধু আমাদের জন্য অনেক উপকারী। বিশেষ করে সরিষার তেল আমরা সকলেই ব্যবহার করে থাকি। আমাদের গ্রামে এখন সরিষার ক্ষেত অনেকেই লাগিয়েছে, তাই সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি সংগ্রহ করলাম।

20231202_165042.jpg
20231202_165023.jpg

অতঃপর মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ আদায় করে মাঠের মধ্যে কিছু সময় বসে রইলাম এবং কমিউনিটিতে ঢুকে কিছু পোস্ট পড়ে সেই অনুযায়ী কমেন্ট করলাম। গত কালকের মত আজকেও শীতের বিকেলে একটি চা খাইলাম এবং এশারের নামাজ পড়ে রাত্রের খাবার গ্রহণ করে আরো কিছু কাজ করলাম। পাশের ঘুমালে ঘুমাতে রাত্রে অনেক দেরি হয়ে যায় তবুও কি করার কাজ সেরেই ঘুমাতে হয়।

এই ছিল আমার আজকের সারাদিনের কার্যক্রম, তো বন্ধুরা আমার আজকের সারাদিনের কার্যক্রম গুলো পড়ে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.

Hello dear friends! how are you all Hope you are doing well by God's grace. Alhamdulillah I am very well and healthy by the grace of God.

Like every day, I sat in front of the house after offering the Fajr prayer for some time, the sun was still not visible in the eastern sky. A little later I looked towards the river Yamuna and saw a boatman taking a boat, and then I noticed that the sun would rise in the eastern sky. I collected the photography just as the sun was rising, its surroundings turning red. I have long loved taking sunrise photos, sun photos are loved by everyone when the sun rises in the eastern sky it looks so beautiful. As the Yamuna river is in front of our house, when the sun rises, the reflection of the sun in the Yamuna river is as beautiful as it is pleasant to see.

in the morning

After that, I sat with the phone till 7:00 in the morning, at seven o'clock I had biscuits as a light breakfast, I drank water after having a light breakfast and fell asleep again. I woke up and saw that it was almost 11:00. Now the days are very short, so it's almost ten eleven to wake up in the morning. I woke up fresh and had breakfast. We have one type of breakfast one day as my breakfast that day had many things like in the morning I like to have a light breakfast of a boiled egg with a glass of milk. I can't eat much food in the morning but only a little fills up my stomach. This is complete when I come here in the morning, so I have a small snack every morning so that I can stay until noon.

After that, I was sitting in the balcony for some time, then my father said that the income that we made this year with the paddy breaking machine is kept in this plastic bank, paddy is harvested in about two seasons every year. I first calculate the money collected after two seasons of paddy harvesting. As such, this season is also taken out today, I took out and calculated. Roughly five thousand rupees were accumulated, some more money was withdrawn for various reasons. And all the oil consumed in breaking the paddy was bought with the money. This year the total income was 13 to 14 thousand taka.

As soon as the call to prayer is heard at noon, he takes a bath and goes to the mosque for prayer. After offering Zohar prayer, I went home and told my mother to prepare food. I was sitting on the porch and our pet cat was sleeping on the tool, but whenever the cat smelled fish, the cat woke up and jumped up. Then I gave the cat some food. Cat is my most pet I feed cat with love and care. Cats that are domesticated are very gentle and soft-tempered. You can have cats too.

After finishing the meal, I did my homework for some time, and after hearing the call to Asr prayer, I came towards the mosque. After Asr prayer I went to the fields for a little walk. Now the mustard has been planted, the mustard flowers are blooming beautifully. Bees are collecting honey from those flowers. Undoubtedly mustard flower honey is very beneficial for us. Especially mustard oil is used by all of us. Many people have planted mustard fields in our village now, so I collected some photographs of mustard flowers.

After Maghrib Azan, I sat for some time in the field after praying Maghrib and entered the community and read some posts and commented accordingly. Like yesterday, I had a tea in the winter afternoon and did some more work after Isha prayer and dinner. If you sleep on your side, it's too late to sleep at night, but you have to sleep after doing what you do.

This was my day's activities, so friends, please leave a comment and let me know how you feel about my day's activities.

As of today, I am leaving here, everyone will be fine, God bless you.

DeviceName
AndroidSamsung A12
Camera48MP 5MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  


** Your post has been upvoted (13.93 %) **