Handicrafts made from fruit

in blurt-177869 •  7 days ago 

IMG_20241226_152919_429.jpg

Many people make many things with fruit. I have been seeing these things on Facebook and YouTube for quite some time now, but the thought of how to make it myself has been swirling in my head for a long time. So a few days ago, I went to college and discussed the matter with my friends. Then they said they would come to our house and we would all research this matter a little and discuss how to make it and what would make it beautiful. Then we would buy the fruit and try to make it together.

But these things cannot be made in an hour or two because it takes a lot of time to make them, so I told them to come to our house and stay for a day, which will give us a night and a day. It will be much easier to make them if we get a lot of time, so we decided to check one day, and yesterday was that day, and what we did on that day was the previous day, we bought fruits and brought them home and also took some vegetables because not only fruits, we will also make them with vegetables.

The first thing we made was a chicken that we made only with cucumber. What can I say, it was so difficult. The first thing we did was slide the cucumber and cut it into rounds. Then I watched a video on YouTube about ten or fifteen times. In fact, we all tried to watch the video completely and saw where and how it was made. Then, after about two hours, we made a chicken, the photography of which I am sharing with you. You can see and tell me how it turned out.

Then I saw that we had cut too many cucumbers which would be wasted so what we did was search again on YouTube for something that can be made with cucumbers. I saw many things but the one we liked the most was a little kitten so we spent a lot of time making that too. In fact, making these is not as easy as you think. After observing the matter carefully, you will understand how much time it takes to make something. But on YouTube, they show that they make it in three to four minutes, but in reality it is never possible to do it. I tell those who are thinking of making it, to definitely try to do it with enough time in hand.

IMG_20241226_152919_271.jpg

IMG_20241226_152919_014.jpg

This time, we made a banana flight and cut it into rounds, which is one of my favorite things. I love eating bananas, so I had a lot of joy in my heart to make banana things. In fact, if you make it, then of course many people will try to make it together. This will reduce your time and you will be able to make it very quickly. It takes a lot of time to capture anything in your head, but if many people make it together, then observing one thing at a time saves time and makes it possible to make it quickly.

We made not one but about four things with bananas. We made four things with a total of 12 friends. In fact, we could not imagine that we could make them so quickly because it took us a lot of time to make the one we made with cucumber before, but now when we all tried it together, we saw that we made it in a short time. Let me tell you how it turned out, although it was not that beautiful, we tried our best, taking a lot of time.

Then we made another thing with tomatoes and cucumbers, which is actually very beautiful. I saw that the problem was solved a little bit, so I made a tree that looks very beautiful. In fact, I made it myself. I like to do things alone, which is why my friends made it alone. I was very happy to see that I was able to make such a thing.

We made a total of 12 to 13 things one by one. In fact, a lot of time was spent on each thing, starting from watching our videos and preparing everything from cutting the fruit. We started at 1 pm and finished eating and drinking at noon. It took us about 11 long hours, that is, at 12:30 pm, we finished making each thing. We made a squirrel out of oranges, then we made one out of strawberries, and we tried to try each thing little by little. However, you have to take the time for each thing and observe the things as seriously as you do.

One thing to keep in mind is that you need to be extra patient to make these things. Those whose patience is very low or gets angry at a low level will never make these things because if you want to make these things, then your patience will run out and you will not be able to make them. Do not waste things unnecessarily because wasting things is wasting, so refrain from wasting them and only if you can do that work with patience, you will fall. If not, then don't do it because this work is not that easy. I have already told you that we, 12 people, made these things for about 11 and a half hours.

But we are very happy that we have been able to achieve this thing after a lot of hard work. However, on YouTube you will see that someone is creating something in 10 minutes, someone in 5 minutes. It is actually not that easy. Maybe they have become a habit while doing it. It has become their habit. But if you want, you cannot do it. In the beginning, you have to be patient and do it little by little. When you get the speed of your work, maybe you can do it a little faster. You can complete it a little faster. But try and put effort into something. If there is no effort in it, then it is never possible.

So, I enjoyed the moment spent with my friends and the excitement I had in creating something with them and I completed that task very beautifully, which is what I shared with you. We know that various things can be made with fruits, but making these things is a very critical matter. So if you want to make it, you can definitely make it, but take enough time. I am saying goodbye here like today. Be well.

IMG_20241226_152919_221.jpg

IMG_20241226_152919_516.jpg

IMG_20241226_152919_547.jpg

ফল দিয়ে অনেকেই অনেক কিছু বানিয়ে থাকে বেশ কিছুদিন ধরেই দেখে আসছি এই বিষয়গুলো ফেসবুক এবং ইউটিউবে কিন্তু নিজে কিভাবে বানাবো তার চিন্তা নিয়ে অনেকদিন ধরেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাই গত কয়েকদিন আগে কলেজে গিয়ে বন্ধুদের সাথে বিষয়টা আলোচনা করলাম এরপর তারা বলল তারা আমাদের বাড়িতে আসবে এবং সবাই মিলে এই বিষয়টাকে একটু রিসার্চ করব এবং কিভাবে বানাতে হয় কি করলে সুন্দর হবে সব বিষয় নিয়ে একটু আলোচনা করে তারপর ফল কিনে সবাই একসাথে বানানোর চেষ্টা করব।

তবে এই জিনিসগুলা একটা ঘন্টা কিংবা দুই ঘণ্টায় বানানো সম্ভব না কেননা অনেকটা সময় দিয়ে এটা বানাতে হবে তাই আমি তাদেরকে বলেছিলাম যেন আমাদের বাড়িতে এসে তারা একটা দিন থাকে এতে করে যেটা হবে আমরা একটা রাত এবং একটা দিন পাব। অনেকটা সময় পেয়ে যাব বানাতে অনেক বেশি সুবিধা হবে তাই সিদ্ধান্ত করে একটা দিন আমরা যাচাই করেছিলাম তো গতকালকেই ছিল সেদিন টা আর সেদিনটাতে আমরা যেটা করেছি আগের দিন আমরা ফল কিনে নিয়ে বাসায় এনেছিলাম এবং কিছু সবজিও নিয়েছিলাম কেননা শুধুমাত্র ফল নয় আমরা সবজি দিয়েও তৈরি করব।

প্রথম অবস্থায় আমরা যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটা মুরগি যেটা আমরা শুধুমাত্র শসা দিয়ে তৈরি করেছি আসলে এত পরিমানে কষ্ট হয়েছে কি বলবো আমরা প্রথমত যেটা করলাম শসাটাকে স্লাইড করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এরপরে ইউটিউবে প্রায় দশ পনেরো বার একটা ভিডিও দেখলাম আসলে সবাই মিলে এই ভিডিওটা কে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করেছি এবং কোথায় কিভাবে তৈরি করেছে সব টা দেখে তারপরে প্রায় দুই ঘন্টা সময় দিয়ে আমরা একটা মুরগি তৈরি করেছি যেটার ফটোগ্রাফি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে বলবেন কেমন হয়েছে।

এরপর দেখলাম আমরা অনেক বেশি শশা কেটে ফেলেছি যেটা নষ্ট হয়ে যাবে তাই আমরা যেটা করলাম আবারও ইউটিউবে শসা দিয়ে তৈরি করা যায় এমন একটা জিনিস সার্চ করলাম অনেক জিনিসই দেখেছি কিন্তু আমাদের কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে ছোট বিড়ালের বাচ্চা তাই আমরা অনেক সময় ব্যয় করে সেটাও তৈরি করে নিলাম আসলে এগুলো তৈরি করতে যতটা সহজ আপনাদের কাছে মনে হয় আসলে বিষয়টা ততটা সহজ না। বিষয়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আপনারা বুঝতে পারবেন কতটা সময় ব্যয় হয় একটা জিনিস তৈরি করতে। কিন্তু ইউটিউবে দেখায় তিন মিনিট চার মিনিট করে তারা তৈরি করছে আসলে এটা করা কখনোই সম্ভব না যারা তৈরি করবেন বলে ভাবছেন তাদেরকে বলে রাখি অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে করার চেষ্টা করবেন।

IMG_20241226_152919_682.jpg

IMG_20241226_152919_239.jpg

IMG_20241226_152919_170.jpg

এইবার হচ্ছে আমাদের কলা দিয়ে তৈরি করার একটা সময় আমরা কলা ফ্লাইট করে গোল গোল করে কেটে নিয়েছিলাম যেটা আমার খুবই ফেভারিট একটা জিনিস কলা খেতে আমি অনেক বেশি পছন্দ করি তাই কলার জিনিস তৈরি করার জন্য আমার মনের ভেতরে অনেক বেশি আনন্দ ছিল আসলে আপনারা যদি এটা তৈরি করেন তাহলে অবশ্যই অনেক জন মিলে তৈরি করার চেষ্টা করবেন এতে করে যেটা হবে আপনার সময়টা কম লাগবে এবং আপনি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন যেকোন জিনিস আপনার মাথায় ক্যাপচার করতে অনেকটা সময় লাগবে কিন্তু যদি অনেক জন মিলে তৈরি করেন তাহলে এক একজন একটা জিনিস পর্যবেক্ষণ করলে এতে করে সময়টা বেঁচে যায় তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হয়।

কলা দিয়ে আমরা একটা নয় প্রায় চারটা জিনিস তৈরি করেছি চারটা জিনিস আমরা মোট 12 জন ফ্রেন্ড মিলে তৈরি করেছি আসলে এত তাড়াতাড়ি করা দিয়ে তৈরি করতে পারব সেটা আমরা কল্পনা করতে পারিনি কেননা আগে যেটা হয়েছে শসা দিয়ে তৈরি করতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগেছে কিন্তু এখন যখন আমরা সবাই মিলে ট্রাই করলাম তখন দেখলাম অল্প সময়ের মধ্যেই আমাদের এটা তৈরি হয়ে গেছে। আপনার ফটোগ্রাফি দেখে বলবেন কেমন হয়েছে যদিও অতটা সুন্দর হয়নি তবে চেষ্টা করেছি আমরা আমাদের মত করে অনেকটা সময় নিয়ে।

এরপর আমরা যেটা করলাম টমেটো দিয়ে এবং শসা দিয়ে আরেকটা জিনিস বানালাম আসলে এটাও খুবই সুন্দর তার সাথে দেখলাম সমস্যা আর একটু বেঁচে গিয়েছে তাই আমি একটা গাছ তৈরি করে নিলাম যেটা অনেকটা সুন্দর দেখাচ্ছে আসলে এটা আমি নিজে থেকেই তৈরি করেছি কেন না আমি একা একি করতে পছন্দ করি যার কারণে এটা একা একাই তৈরি করে ফেলেছে আমার ফ্রেন্ডরা দেখে অনেক বেশি খুশি হয়েছি আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি এমন একটা জিনিস তৈরি করতে পেরেছি।

আমরা এক এক করে মোট ১২ থেকে ১৩ টা জিনিস তৈরি করেছি আসলে প্রতিটা জিনিসের পেছনে আমাদের ভিডিও দেখা থেকে শুরু করে এবং ফলকাটা সবকিছু রেডি করা অনেকটা সময় ব্যয় হয়েছে আমরা দুপুর একটা থেকে শুরু করেছিলাম এর দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে শুরু করেছি আমাদের ব্যয় হয়েছে প্রায় দীর্ঘ ১১ ঘণ্টা অর্থাৎ রাত সাড়ে বারোটার সময় আমাদের প্রতিটা জিনিস তৈরি করা শেষ হয়েছে আমরা তৈরি করেছিলাম কমলা দিয়ে একটা কাঠবিড়ালির মত তারপরে স্ট্রবেরি দিয়ে তৈরি করেছি একটা এবং চেষ্টা করেছি প্রতিটা জিনিস একটু একটু করে ট্রাই করার জন্য তবে প্রতিটা জিনিসের ক্ষেত্রে আপনাকে যেমন সময় দিতে হবে ততটাই গুরুত্ব সহকারে বিষয়গুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে।

একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলো তৈরি করতে গেলে আপনাকে অতিরিক্ত ধৈর্য ধারণ করতে হবে যাদের ধৈর্য একেবারেই কম বা কম লেভেলে রেগে যান অল্প সময়ের মধ্যে তারা এই জিনিসগুলো কখনোই তৈরি করতে যাবেন না কেননা আপনি যদি এই জিনিসগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার ধৈর্য ফুরিয়ে যাবে আপনি তৈরি করতে পারবেন না অযথা জিনিস নষ্ট করবেন না কেননা জিনিস নষ্ট করলে অপচয় করা হয় তাই অপচয় করা থেকে বিরত থাকুন এবং ধৈর্য সহকারে আপনি যদি সে কাজটা করতে পারেন তাহলেই আপনি পড়বেন না হলে করবেন না কেননা এই কাজ করা এতটাও সহজ নয় আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা ১২ জন মিলে দীর্ঘ প্রায় সাড়ে 11 ঘণ্টা ধরে এই জিনিসগুলো তৈরি করেছি।

তবে আমরা অনেক বেশি হ্যাপি হয়েছি যে অনেক কষ্ট করার পরেও আমরা এই জিনিসটা অর্জন করতে পেরেছি তবে youtube এ আপনারা দেখবেন যে কেউ দশ মিনিট কেউ ৫ মিনিটে একটা জিনিস তৈরি করে ফেলছে এটা আসলে এতটা সহজ না হয়তোবা তারা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তাদের অভ্যাসের পরিণত হয়ে গেছে কিন্তু আপনি চাইলে পারবেন না প্রথম অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করে একটু একটু করে করতে হবে দেন আপনার কাজ করার যখন স্পিড হয়ে যাবে তখন হয়তোবা আপনি একটু তাড়াতাড়ি করতে পারবেন একটু তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন তবে চেষ্টা করুন চেষ্টা থাকতে হবে একটা জিনিসের মধ্যে যদি চেষ্টা না থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না।

তো আমার বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত এবং তাদেরকে নিয়ে একটা জিনিস তৈরি করার মধ্যে যে এক্সাইটমেন্ট আমার ছিল সেটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং খুব সুন্দরভাবেই সেই কাজটা সম্পন্ন করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় এটা আমরা জানি বাট এই জিনিসগুলো তৈরি করা খুবই ক্রিটিকাল একটা বিষয়।তাই যদি তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারেন তবে হাতে যথেষ্ট সময় নেবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  7 days ago  ·  

Wow, so cute!
Very creative!

  ·  7 days ago  ·  

Thank you so much for your comment

  ·  5 days ago  ·  

You are welcome!

  ·  5 days ago  ·  

It's AI.