Afternoon is a beautiful time but we must accept that it is a beautiful time for everyone.

in blurt-176888 •  23 days ago 

The best time for me is the afternoon when we all have a bit of free time. Afternoon is a time that we all love and enjoy. Everyone can be together and enjoy the beauty of the river and take a walk along the river for some time, that's why I like it in the afternoon. Afternoon is a beautiful time but we must accept that it is a beautiful time for everyone. ![1000037281.jpg]()

1000037280.jpg

The best part was that we all went out together in the afternoon. We all love afternoon time. Late afternoon is very nice and afternoon is an important time for me. But if we make good use of the afternoon by walking around and spending it in various activities, then it will be very good for us. Sometimes it is seen that we want to spend the afternoon in a different way by calling the phone, once it is seen resting at home, now it is seen spending it in various activities. is done
1000037279.jpg

1000037278.jpg
Afternoon is the most beautiful time for me so I use this time to roam around and enjoy different kinds of pleasures. The fun of traveling together is different. Earlier I shared many travel articles with you. Today's article is written about the same travel but in a slightly different way. In fact afternoon is an important time for us. Afternoon is the most beautiful time.

It is very beautiful and very enjoyable for young children to wander along the river banks and enjoy the afternoon in a different way. The children caught this fish in the river with a spear. I was there when the kids caught the fish and was in awe of the fish. I thought what a beautiful fish. Then the children bring the fish beautifully out of the water. After that, it is removed from Barashi beautifully. Due to the small size of the fish, they were able to pick up the fish beautifully.

আমার কাছে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা আমরা সবাই একটু ফ্রি থাকি। বিকেল বেলাটা আমাদের সবার কাছে এ সময়টা খুবই ভালো লাগে এবং উপভোগ করার মত একটি সময় বিকেল বেলা। সবাই মিলে একসাথে থাকা যায় এবং নদীর পারে সুন্দর সুন্দর উপভোগ করা যায় এবং নদীর পাশ দিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করা যায় আমি বিকেল বেলা এজন্যই ভালো লাগে আমার কাছে। সুন্দর একটি সময় বিকেল বেলা তবে এটা সবার জন্য সুন্দর সময় এটা আমাদের অবশ্যই মানতে হবে।

সব চাইতে ভালো বিষয় হচ্ছে আমরা সকলেই একসাথে বিকেল বেলা ঘুরতে বেরিয়ে ছিলাম। বিকেল বেলার সময় আমাদের কাছে সবারই ভালো লাগে। কাছে বিকেল বেলাটা খুবই ভালো লাগে এবং বিকেল বেলা হচ্ছে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। তবে বিকেলবেলাটাকে আমরা যদি সুন্দরভাবে কাজে লাগিয়ে ঘোরাফেরা এবং বিভিন্ন প্রকার কাজে ব্যয় করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে।কিছু সময় দেখা যায় আমরা বিকেল বেলাটাকে অন্যরকম ভাবে কাটাতে চাই এমন ফোন চালিয়ে, একবার দেখা যায় বাড়িতে বিশ্রাম করে, এবার দেখা যায় বিভিন্ন প্রকার কাজে ব্যয় করা হয়।

আমার কাছে বিকেল বেলাটা সবচাইতে সুন্দর একটি সময় তাই এই সময়টাকে আমি কাজে লাগিয়ে ঘোরাফেরা এবং বিভিন্ন প্রকার আনন্দে বিকেল বেলা থেকে কাটিয়ে দিই। সকলে মিলে ভ্রমণ করার মজাই অন্যরকম। এর আগে আমি আপনাদের সাথে ভ্রমণের অনেক গুলো লেখা শেয়ার করে ছিলাম। আজকের লেখাটা ঠিক সেই রকমই ভ্রমণ সম্পর্কে লিখেছি তবে একটু অন্যরকম ভাবে লিখেছি। আসলে আমাদের কাছে বিকেল বেলাটা একটি গুরুত্বপূর্ণ সময়।সবচাইতে সুন্দর সময় হচ্ছে বিকেল বেলা।

ছোট ছেলেমেয়েরা আরে নদীর পাড়ে ঘুরে বেড়ায় এবং বিকেল বেলাটা একটু অন্যরকম ভাবে উপভোগ করে তাদের জন্য এই বিষয়টা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার একটি বিষয়। বাচ্চারা বরশি নিয়ে নদীতে দিয়ে এই মাছটি ধরেছে। যখন বাচ্চারা মাছটি ধরে তখন আমি সেখানে ছিলাম এবং মাছটা দেখে খুবই আশ্চর্য হয়ে ছিলাম। ভাবলাম কত সুন্দর মাছ। এরপর বাচ্চারা মাছটি সুন্দর ভাবে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপর বড়শি থেকে সুন্দর ভাবে ছাড়িয়ে নেয়। মাছটির ছোট আকৃতির হওয়ায় তারা মাছটি সুন্দর ভাবে তুলতে পেরেছিল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  23 days ago  ·  

Your picture is very beautiful. I enjoyed reading this post.