My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , October 23/2024
Assalamu Alaikum. How are you all? Hope everyone is well. Inshallah I am also very well. Today I am here with you again with a new post. Today's topic is about the neem tree, the true friend of the environment. The neem tree is considered one of the most valuable and useful trees in Bangladesh. It is not just a tree, but a blessing from nature, which plays a tremendous role in our environment, health and agriculture. This tree which is closely related to the environment has various benefits and ecological importance. Let's start without further delay about the neem tree, a true friend of the environment.
আসসালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকের বিষয়টি হল পরিবেশের অকৃত্তিম বন্ধু নিম গাছকে ঘিরে।নিম গাছ বাংলাদেশের অন্যতম মূল্যবান ও উপকারী গাছ হিসেবে বিবেচিত। এটি শুধু একটি গাছ নয়, বরং প্রকৃতির কাছ থেকে পাওয়া এক আশীর্বাদ, যা আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং কৃষিতে অসাধারণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা এই গাছটির রয়েছে বিভিন্ন উপকারিতা ও পরিবেশগত গুরুত্ব।চলুন আর দেরি না করে শুরু করা যাক পরিবেশের অকৃত্তিম বন্ধু নিম গাছ সম্পর্কে।
Is there a more suitable example than this tree that is bitter in the mouth and sweet in the heart? I have never seen him alone. You know who I'm talking about. Yes, friends must have understood from the title that I was talking about the neem tree. There may be many trees in our surroundings from which we derive many benefits. Which gives fruit, which gives fragrance of flowers, from which we make curries, and from wood we make furniture from some trees as fuel, there are always some trees nearby. But apad mastak is all the things whose work is easily grown in nature and which you will get the benefit of at no cost, an example is the neem tree.
মুখে তিতা অন্তরে মিঠা এমন উদাহরণ কি এর চেয়ে বেশী মানানসই কি আছে এই গাছটি ছাড়া । আমি ত কখনো দেখিনি একমাত্র তাকে ছাড়া । বুঝছেন তো কার কথা বলছি । হ্যাঁ বন্ধুরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি বলছিলাম নিম গাছের কথা । আমাদের চারিপাশের পরিবেশে হয়তো এমন অনেক গাছ আছে যার থেকে আমরা অনেক রকম উপকার পায় । কোনটা দেয় ফল, কোনটা ফুলের সুবাস, কোনটা থেকে তরকারী, আবার কাঠ থেকে আসবাব পত্র বানিয়ে ফেলি কোন কোন বৃক্ষ থেকে জ্বালানি হিসেবে তো সব সময় পাশে আছেই কিছু বৃক্ষ । কিন্তু আপদ মস্তক সব কিছুই যার কাজের জিনিস প্রকৃতিতে সহজে জন্মে এবং বিনা খরচায় যার উপকার পেয়ে যাবেন তেমনি এক উদাহরণ হলো নিম গাছ ।
I have seen many people planting many trees in my short life. Be it fruit, forest, or medicine. But I have never seen anyone planting this tree. Rather, I saw it breaking out from the middle of a healthy strong neem tree and starting to meswak. The day before yesterday I did something that would be a little exaggeration to say I saw. Well then think about its abundance for what?
আমি আমার এই ছোট জীবনে অনেককে অনেক বৃক্ষ রোপন করতে দেখেছি । হোক সেইটা ফলজ, বনজ, অথবা ঔষধি । কিন্তু এই বৃক্ষ কখনও দেখিনি কেউ রোপন করছে । বরং এটা দেখেছি একটা সুস্থ সবল নিমগাছের মাঝ থেকে ভেঙ্গে মেসওয়াক করতে শুরু করতে । দেখেছি বলা একটু অতুক্তি হবে এমন কাজ আমিই গত পরশুদিন করেছি । আচ্ছা তাহলে ভাবুন তো এর প্রাচুর্যতা কি জন্য ?
Role of neem tree in environment protection
The biggest role of neem tree is that it helps in protecting the environment. Special chemicals released from neem leaves, pods, and bark help clean the air around the plant. Neem tree increases oxygen levels by absorbing carbon-dioxide, which plays an important role in maintaining the balance of our environment. Neem tree leaves and branches are important in reducing air pollution. Various harmful gases and dust particles are removed from the atmosphere through this plant. Neem trees along the road or around houses in rural areas keep the air clean and the environment alive.
Importance of neem tree in protecting health
Neem tree is called a natural healer. Its leaves, bark, fruit and seeds have anti-bacterial, anti-fungal, anti-viral and anti-oxidant properties, which are very beneficial for the human body.
★Skin Diseases: Juice made from neem leaves is effective in various skin problems. Neem is used to treat acne, allergies, itching, and other skin ailments. Boiling neem leaves and bathing with that water keeps the skin fresh.
★Dental care: The tradition of brushing teeth with neem dal is very old. It destroys dental germs and helps to eliminate bad breath. Neem toothpaste or toothpaste made from neem leaves is still used by many people.
★Blood Purification: Chewing neem leaves purifies the blood and increases the immunity of the body. Besides, neem leaf juice is helpful in controlling fever, diabetes, and high blood pressure.
Uses of neem in agriculture
Neem tree has a special role not only in protecting environment and health, but also in agriculture. The use of neem as a natural pesticide is very popular in agriculture. Various chemicals present in neem seeds and leaves are effective in controlling harmful insects.
★Neem Oil: Neem oil produced from neem seeds is a natural insecticide. When used in gardens or crop fields, it repels insects, but does not harm the environment.
★Neem powder: Powdered leaves or bark of neem and applied to the soil increases soil fertility and destroys harmful bacteria and fungi.
★Organic Fertilizers: Neem bark and leaves can be decomposed to produce organic fertilizers, which help increase crop yields and improve soil health.
Role of neem in conservation of biodiversity
Neem trees are also important for biodiversity. The shade, fruits, and leaves of these trees serve as food sources for various animals and birds. Birds nest in the neem tree and collect food from its leaves, flowers and fruits. A biosphere is formed around the neem tree, where many kinds of animals and insects live. As a result, the biodiversity of the environment is protected.
Importance of neem tree in cities and villages
Neem trees should be planted in both rural and urban areas. Neem trees can be planted in backyards, roadsides, playgrounds or vacant lots in rural areas. In cities, neem trees can be planted along parks, schools or roadsides. Neem trees can play a special role in controlling air pollution in cities. Neem plants around the house keep the air clean and reduce pathogens.
পরিবেশ রক্ষায় নিম গাছের ভূমিকা
নিম গাছের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এটি পরিবেশ রক্ষায় সহায়ক। নিমের পাতা, গুঁড়ি, এবং ছাল থেকে নির্গত বিশেষ রাসায়নিক পদার্থ গাছটির চারপাশের বায়ুকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিম গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেনের মাত্রা বাড়ায়, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বায়ু দূষণ কমাতে নিম গাছের পাতা এবং শাখাগুলো গুরুত্বপূর্ণ। এ গাছের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও ধূলিকণা দূর হয়। গ্রামাঞ্চলে রাস্তার ধারে বা বাড়ির চারপাশে নিম গাছ থাকলে বায়ু বিশুদ্ধ থাকে এবং পরিবেশের সজীবতা বজায় থাকে।
স্বাস্থ্য রক্ষায় নিম গাছের গুরুত্ব
নিম গাছকে বলা হয় প্রাকৃতিক চিকিৎসক। এর পাতায়, ছালে, ফল এবং বীজে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলি, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
★ত্বকের রোগ: নিমের পাতা থেকে তৈরি রস ত্বকের বিভিন্ন সমস্যায় কার্যকরী। ত্বকের ব্রণ, এলার্জি, চুলকানি, এবং অন্যান্য রোগ দূর করতে নিম ব্যবহার করা হয়। নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে ত্বক সতেজ থাকে।
★দাঁতের যত্ন: নিমের ডাল দিয়ে দাঁত মাজার ঐতিহ্য বহু পুরনো। এটি দাঁতের জীবাণু ধ্বংস করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক। নিমের দাঁতন বা নিম পাতা দিয়ে তৈরি টুথপেস্ট এখনও অনেকে ব্যবহার করে থাকেন।
★রক্ত পরিশোধন: নিম পাতা চিবিয়ে খেলে রক্ত পরিশোধিত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া, নিম পাতার রস জ্বর, ডায়াবেটিস, এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
কৃষিতে নিমের ব্যবহার
নিম গাছ শুধু পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় নয়, কৃষিতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। প্রাকৃতিক কীটনাশক হিসেবে নিমের ব্যবহার কৃষিতে অত্যন্ত জনপ্রিয়। নিমের বীজ ও পাতায় থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে কার্যকর।
★নিম তেল: নিম বীজ থেকে উৎপাদিত নিম তেল একটি প্রাকৃতিক কীটনাশক। এটি বাগান বা ফসলের মাঠে ব্যবহার করলে পোকামাকড় দূর হয়, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না।
★নিম পাউডার: নিমের শুকনো পাতা বা ছাল গুঁড়া করে জমিতে ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস হয়।
★জৈব সার: নিমের ছাল ও পাতা পচিয়ে জৈব সার তৈরি করা যায়, যা ফসলের ফলন বাড়াতে সাহায্য করে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে।
জীববৈচিত্র্য রক্ষায় নিমের ভূমিকা
নিম গাছ জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। এ গাছের ছায়া, ফল, এবং পাতা বিভিন্ন প্রাণী ও পাখির জন্য খাদ্যের উৎস হিসেবে কাজ করে। পাখিরা নিম গাছে বাসা বাঁধে এবং এ গাছের পাতা, ফুল ও ফল থেকে খাদ্য সংগ্রহ করে। নিম গাছকে কেন্দ্র করে একেকটি জীবমণ্ডল গড়ে ওঠে, যেখানে বহু ধরনের প্রাণী ও কীটপতঙ্গ বসবাস করে। এর ফলে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা হয়।
শহর ও গ্রামে নিম গাছের গুরুত্ব
গ্রাম ও শহর উভয় এলাকায় নিম গাছ রোপণ করা উচিত। গ্রামাঞ্চলে বাড়ির উঠোন, রাস্তার ধারে, খেলার মাঠের পাশে বা খালি জমিতে নিম গাছ লাগানো যায়। শহরে, নিম গাছ লাগানো যেতে পারে পার্ক, বিদ্যালয় বা রাস্তাঘাটের পাশে। শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে নিম গাছ বিশেষ ভূমিকা রাখতে পারে। বাড়ির আশেপাশে নিম গাছ থাকলে বায়ু বিশুদ্ধ থাকে এবং রোগজীবাণু কমে যায়।
I am trying to tell about this from the experience I have seen with my own eyes.
First of all, I have never seen other animals eat the result of this, its only eater is a bird. And if the seeds of the birds that eat the fruits are small, then it is 100% correct that its spread will be very far. And Neem is no exception. Neem plantations are shaded places and are very barren so it was very difficult to grow new trees due to its fruits falling under the trees. But the birds have solved this task.
Secondly, I have not seen any animal eating its leaves due to their excessive bitterness. However, the goat sometimes eats a little too much to keep its tradition of "what a goat eats". However, there is no scene that will be eaten.
A tree actually needed more of these two to grow properly in the environment it got.
Now coming to its benefits, neem root, bark, leaves and fruit. All of them have great medicinal properties. The leaves can be eaten as a curry or as tea leaves. I have also seen neem leaves boiled in hot water and bathed with that water. It acts as a natural antibiotic. The ripe fruit has a sweet taste that can be eaten. But as I said before, the main consumer of the fruit is the bird. The stem is used as an excellent quality timber. The furniture made of it looks beautiful as well as durable. Meswak can easily be made from fresh and tender dals which contribute to good oral health which is undeniable. The oxygen released by it is most beneficial. It is said that having a neem tree on the house can protect one from many diseases.
Two types of species are commonly found in the environment around us. I know one as Neem. Another is known as "Mahanim".
এ সম্পর্কে আমার নিজ চোখে বিভিন্ন সময়ে দেখা অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি ।
প্রথমত এর যে ফল হয় এটা অন্য প্রাণীকে কখনো খেতে দেখিনি এর মাত্র খাদক হচ্ছে পাখি । আর পাখি যে সব ফলের খাদক তার বীজ যদি ছোট হয়ে থাকে তবে এর বিসতৃতি যে খুব সুদুর প্রসারী হবে এটা ১০০ ভাগ ঠিক । আর নিম ও এর ব্যাতিক্রম নয় । নিম গাছতলা থাকে ছায়া যুক্ত স্থান এবং অনেকটা অনুর্বর তাই এর ফল গাছের নীচে পড়ে নতুন গাছ জন্মানো অনেকটা কঠিন ছিল । কিন্তু এই কাজটার সমাধান দিয়েছে পাখি গুলো ।
দ্বিতীয়ত এর পাতা অতিরিক্ত তিতা হওয়ার কারণে কোন প্রাণীকে খেতে দেখিনি । যদিও ছাগল তার ঐতিহ্য "ছাগলে কি না খায়" এটা ধরে রাখার জন্য মাঝে মাঝে অল্প বিস্তর খেয়ে থাকে । তবে মুড়িয়ে খেয়ে যাবে এমন দৃশ্য দেখা যায় না ।
একটা গাছ পরিবেশে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য প্রকৃতপক্ষে এই দুইটার ই বেশি প্রয়োজন ছিল যা সে পেয়ে গেছে ।
এখন আসি এর উপকারিতায়, নিমের শিকড়, বাকল, পাতা এবং ফল। সব গুলোর মাঝেই আছে দারুণ সব ঔষধি গুণ । পাতা খাবার হিসেবে খাওয়া যায় তরকারী কিংবা চা পাতার মত করে ।এছাড়াও নিম পাতা গরম পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে গোসল করতে ও দেখেছি । এটা প্রাকৃতিক এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। পাকা ফলে আছে মিষ্ট ভাব যা খাওয়া সম্ভব ।তবে আগেই বলেছি এর ফলের মুল খাদক হলো পাখি । কান্ড ব্যবহৃত হয় উতকৃষ্ট মানের কাঠ হিসেবে । এর তৈরি আসবাব পত্র যেমন সুন্দর দেখতে তেমনি টেকসইও । নতুন এবং চিকন ডাল্ গুলো থেকে সহজেই করা যায় মেসওয়াক মুখের স্বাস্থ্য ভাল রাখতে যার অবদান অনস্বীকার্য । সব চেয়ে বেশি উপকার করে এর ত্যাগ করা অক্সিজেন গুলো । কথিত আছে বাড়ির উপরে একটি নিম গাছ থাকলে অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায় ।
আমাদের চারপাশের পরিবেশে এর দুই রকমের প্রাজাতি সচারাচর দেখতে পাওয়া যায় । একটি কে নিম বলেই জানি । আরেকটি হলো "মহানিম" নামে পরিচিত ।
Currently our environment is facing extreme threats due to climate change, air pollution, soil erosion, and various natural calamities. Planting neem tree is very effective. It maintains soil fertility, prevents soil erosion due to excess rain and maintains environmental balance. Neem tree is not just an ordinary tree, it is a true friend of our environment. Its extraordinary nutritional value, role in protecting health, and environmental benefits are impacting every aspect of our lives. Be it village or city, neem trees should be cultivated and maintained everywhere. The importance of the neem tree in protecting the environment and improving the quality of life is undeniable.
Friends I have been thinking for a few days to write something about these natural born and raised friends around my house. Today I tried to make the idea a reality. Ending here today. I wish everyone to be well and healthy.
বর্তমানে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, মাটির ক্ষয়, এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের পরিবেশ চরম ঝুঁকির সম্মুখীন।নিম গাছ রোপণ অত্যন্ত কার্যকর। এটি মাটির উর্বরতা ধরে রাখে, অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমি ক্ষয় রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে।নিম গাছ শুধু একটি সাধারণ গাছ নয়, এটি আমাদের পরিবেশের অকৃত্রিম বন্ধু। এর অসাধারণ পুষ্টিগুণ, স্বাস্থ্য রক্ষায় ভূমিকা, এবং পরিবেশগত উপকারিতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। গ্রাম হোক বা শহর, সর্বত্রই নিম গাছের চাষ ও রক্ষণাবেক্ষণ করা উচিত। পরিবেশ রক্ষায় ও জীবনযাত্রার মান উন্নয়নে নিম গাছের গুরুত্ব অনস্বীকার্য।
বন্ধুরা আমার বাড়ির চারপাশে প্রাকৃতিক ভাবে জন্মানো এবং বেড়ে ওঠা এই অকৃত্তিম বন্ধুদের নিয়ে কয়েকদিন থেকেই ভাবছিলাম কিছু লিখবো । আজ ভাবনাটাকে বাস্তবতায় রুপ দেওয়ার চেষ্টা করলাম । আজকে এখানেই সমাপ্ত করছি । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.