Finge king bird photography.

in blurt-176888 •  3 months ago 

IMG_2024080311.jpeg

This is finge king bird photography. Finge king bird is not afraid of people but prefers to stay close to people. Finge king birds especially prefer to be close to farmers in the fields. Finge Raja bird is black in color but the structure of the bird is very beautiful. Finge king bird is very beneficial for humans. Because, they are able to catch and eat harmful insects of crops very efficiently. Known as the 'Finge Rajar', a small but very brave bird. It is usually black in color and has a somewhat scissor-like tail, which makes it easily recognizable. Phinge birds are found in almost all areas of rural Bengal, especially in open fields, gardens, and rural areas. Phinge's character and intelligence.
Finge is famous for his bravery. It is small in size but does not shy away from fighting larger birds or animals. Even birds of prey, crows or other predatory animals are not spared from the attack of Fing. Another special quality of Finge bird is its cleverness. It mimics the calls of various animals to confuse the prey and take advantage of it. Finge bird is also known as a friend of farmers as it protects crops by eating harmful insects. It also plays an important role in maintaining the balance of the environment. Fing's keen eyesight and fast flight make him a successful hunter. The finge king's boldness, intelligence and important role in the environment make it a special bird. It is a familiar and beloved bird in the rural environment of Bangladesh.

এটা হচ্ছে ফিঙ্গে রাজা পাখির ফটোগ্রাফি। ফিঙ্গে রাজা পাখি মানুষদের দেখলে ভয় করে না বরং মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। বিশেষ করে মাঠের কৃষকদের কাছাকাছি থাকতে ফিঙ্গে রাজা পাখি সবথেকে বেশি পছন্দ করে। ফিঙ্গে রাজা পাখিটি কালো বর্ণের হলেও পাখিটির গঠন অত্যন্ত সুন্দর। ফিঙ্গে রাজা পাখিটি মানুষের জন্য অত্যন্ত উপকারী। কেননা, এরা ফসলের ক্ষতিকারক পোকাগুলো অত্যন্ত দক্ষতার সাথে ধরে খেতে সক্ষম। ‘ফিঙ্গে রাজার’ নামে পরিচিত, একটি ছোট কিন্তু অত্যন্ত সাহসী পাখি। এটি সাধারণত কালো রঙের হয় এবং এর লেজ কিছুটা কাঁচির মতো দুই দিকে বিভক্ত, যা তাকে সহজেই চেনা যায়। ফিঙ্গে পাখি গ্রামবাংলার প্রায় সব এলাকায় দেখা যায়, বিশেষ করে খোলা মাঠ, বাগান, এবং গ্রামীণ প্রান্তে।ফিঙ্গের চরিত্র ও বুদ্ধিমত্তা।
ফিঙ্গে তার সাহসিকতার জন্য বিখ্যাত। এটি আকারে ছোট হলেও বড় পাখি বা প্রাণীদের সাথে লড়াই করতেও পিছপা হয় না। এমনকি শিকারি পাখি, কাক বা অন্য শিকারী প্রাণীরাও ফিঙ্গের আক্রমণ থেকে রেহাই পায় না। ফিঙ্গে পাখির আরেকটি বিশেষ গুণ হলো এর চতুরতা। এটি বিভিন্ন প্রাণীর ডাক নকল করে শিকারকে বিভ্রান্ত করতে পারে এবং নিজের সুবিধা আদায় করে নেয়।ফিঙ্গে পাখি কৃষকদের বন্ধু হিসেবেও পরিচিত, কারণ এটি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। এছাড়া এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিঙ্গের তীক্ষ্ণ দৃষ্টি এবং দ্রুতগতির উড়াল তাকে সফল শিকারী করে তুলেছে। ফিঙ্গে রাজার সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং পরিবেশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা একে বিশেষ একটি পাখি হিসেবে পরিচিত করে তুলেছে। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে এটি একটি পরিচিত এবং প্রিয় পাখি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!