Assalamu Alaikum how are you all I hope you all are very well I am also very well with your prayers I am here again with a new post today. Today's topic is about salat of cucumber, green pepper and vegetable leaves. Let's start. Cucumber, Green Chilli and Vegetable Salad is a healthy and refreshing dish that is quick and easy to prepare. This salad combines the freshness of cucumber, the tangy taste of green chillies and the nutrients of various leafy vegetables. Usually coriander leaves, spinach or lettuce leaves are used in the salad. First cut the cucumber thinly, then add chopped green chillies and chopped vegetable leaves and mix with a little salt, lemon juice and olive oil. It can be eaten with lunch or dinner, which balances nutrition and taste.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকের বিষয়টি হল খিরা,কাঁচামরিচ ও সবজি পাতার সালাত সম্পর্কে।চলুন শুরু করা যাক। খিরা, কাঁচা মরিচ এবং সবজি পাতার সালাদ এক ধরনের স্বাস্থ্যকর এবং সতেজ খাবার, যা দ্রুত ও সহজে তৈরি করা যায়। এই সালাদে খিরার সতেজতা, কাঁচা মরিচের ঝাঁঝালো স্বাদ এবং বিভিন্ন সবজি পাতার পুষ্টি একসঙ্গে মিশে যায়। সাধারণত ধনিয়া পাতা, পালং শাক বা লেটুস পাতা সালাদে ব্যবহার করা হয়।প্রথমে খিরা পাতলা করে কেটে নিতে হবে, তারপর কাঁচা মরিচ কুচি করে কাটা সবজি পাতা যোগ করে সামান্য লবণ, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। এটি দুপুর বা রাতের খাবারের সাথে খাওয়া যেতে পারে, যা পুষ্টি ও স্বাদের ভারসাম্য রক্ষা করে।