A beautiful mosque in Meherpur

in blurt-176888 •  3 months ago 

The importance of travel in human life is immense. Sometimes we want to take a breath of relief in the busyness of life and go out to visit some place of our choice. Take pictures as different types of pictures while traveling or traveling to different places. And I share those pictures as memories on social media.

মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততা মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেড়িয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। ভিন্ন জায়গায় ঘুরাঘুরি বা ভ্রমনের সময় ভিন্ন ধরনের সৃতি হিসাবে পিকচার তুলে রাখি। আর সেই পিকচার গুলো মেমোরি হিসাবে শেয়ার করি সোস্যাল মিডিয়াতে।

Similarly, a few days ago I went for a walk on the bank of Meherpur Garh Pond. The place is absolutely amazing.

IMG_1358.jpeg

As far as is known, the mosque was built in 1864 by Haji Dashrat Biswas of Karamdi village in Gangni upazila of Meherpur district. After the construction of the mosque for worship after coming on foot for Hajj, settlements were built around the mosque. After his death there was no one to take care of the mosque. যতদূর জানা যায়, ১৮৬৪ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি গ্রামের হাজি দশরাত বিশ্বাস মসজিদটি নির্মাণ করেন। পায়ে হেঁটে হজ করে আসার পর ইবাদত-বন্দেগির জন্য মসজিদটি নির্মাণের পর মসজিদটির আশে পাশে গড়ে ওঠে বসতি। তার মৃত্যুর পর মসজিদটি দেখভাল করার কেউ ছিল না।

The newly constructed two storey building of Meherpur Gad Mosque has been inaugurated. The newly constructed two-storey building of the mosque was inaugurated on Friday before Friday prayers. State Minister for Public Administration and Meherpur Garh Mosque President Farhad Hossain inaugurated the newly constructed two-storey building of the mosque. At this time, prayers are offered there. Chairman of Pirojpur Union Parishad Abdus Samad Bablu Biswas was present at the inauguration ceremony among others.

মেহেরপুর গড় মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর গড় মসজিদের সভাপতি ফরহাদ হোসেন মসজিদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!