Benefits of eating papaya.পেঁপে খাওয়ার যত উপকারিতা।

in blurt-176888 •  3 months ago 

FunPic_20241004_085351867.jpg

Papaya is a very famous fruit of rural Bengal. As the nutritional value of this fruit is abundant, the fruit is very effective in keeping the body healthy. Papaya has many physical benefits, including keeping the heart healthy, improving immunity, and eliminating digestive problems. Let's know what are the merits and demerits of papaya - As many benefits of papaya as it is delicious to eat, this fruit has 39 calories in 100 grams. Papaya contains protein, carbohydrates, fiber, vitamins A, B, C, D. Apart from this, papaya contains potassium, phosphorus, iron, calcium, sodium and albumin enzymes. Papaya has been recognized for centuries for its healing properties. This fruit is very beneficial for digestion. Applying papaya juice is beneficial in many cases of insect bites, minor burns.
The famous fruit is papaya. Eaten raw as a vegetable, it becomes a fruit when ripe. It is nutritious as well as delicious to eat. But most people do not know much about the benefits of papaya. That's why many people don't even understand the importance of eating it. According to nutritionists, ripe papaya is a storehouse of nutrients.

Papaya contains beneficial elements like folate, vitamin A, magnesium, copper, fiber and pantothenic acid. If you eat ripe papaya regularly, you will get vitamin A, vitamin B, vitamin K, calcium and some beneficial antioxidants. This fruit helps to eliminate nutritional deficiency in our body.

গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা করে পেঁপে। পেঁপের গুণ ও দোষগুলো কী, সেগুলো জানি চলুন- পেঁপের যতো উপকারিতা খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের ১০০ গ্রামে ৩৯ ক্যালরি থাকে। প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ,বি,সি,ডি আছে পেঁপেতে। এছাড়া পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম ও অ্যালবুমিন এনজাইম থাকে পেঁপেতে। পেঁপে অনেক রোগ সারাতে কার্যকর, এটা শত শত বছর ধরেই স্বীকৃত। হজমের জন্য এই ফল খুবই উপকারি। অনেক ক্ষেত্রে পোকা মাকড়ের কামড়, অল্প পোড়ায় পরিত্রাণ পেতে পেঁপের জুস লাগালে উপকার পাওয়া যায়।
পরিচিত ফল পেঁপে। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হলেও পাকলে এটি হয়ে যায় ফল। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকরও। তবে বেশিরভাগ মানুষই পেঁপের উপকারিতা সম্পর্কে খুব বেশি জানেন না। যে কারণে অনেকে এটি খাওয়ার গুরুত্ব সম্পর্কেও বুঝতে পারেন না। পুষ্টিবিদদের মতে, পাকা পেঁপে পুষ্টির ভাণ্ডার।

পেঁপেতে থাকে ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, কপার, ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান। আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালশিয়াম ও কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও মিলবে। আমাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এই ফল।

IMG_20241002_095957_213.jpg

Asthma problem will reduce

Many suffer from asthma. In order to stay away from such problems, one should make a habit of eating ripe papaya from childhood. It contains beta carotene which will help in curing asthma problems. People with asthma can also eat this ripe papaya regularly. This will reduce the problem a lot.

Keeps cancer away

Ripe papaya works to keep cancer away. Ripe papaya will help you alone. Antioxidants in it are effective in preventing cancer. It especially works to protect men from prostate cancer.

Keeps bones healthy

Ripe papaya works to keep away any bone problems. Vitamin K in it works to keep bones healthy. Vitamin K present in ripe papaya helps in the absorption of calcium in the body. Because of which the bones become strong. If you suffer from bone problems like osteoporosis, make it a habit to eat ripe papaya regularly.

অ্যাজমার সমস্যা কমবে

অনেকেই অ্যাজমার সমস্যায় ভুগে থাকেন। এ ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য ছোটবেলা থেকেই পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে হবে। এতে থাকে বিটা ক্যারোটিন যা অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে। যাদের অ্যাজমা আছে তারাও নিয়মিত এই পাকা পেঁপে খাবেন। এতে সমস্যা অনেকটাই কমে আসবে।

ক্যান্সার দূরে রাখে

ক্যান্সার নামক মরণব্যাধি থেকে দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। একাজে আপনাকে সাহায্য করবে পাকা পেঁপে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার থেকে পুরুষদের রক্ষা করতে কাজ করে এটি।

হাড় ভালো রাখে

হাড়ের যেকোনো সমস্যা দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। এতে থাকা ভিটামিন কে হাড় ভালো রাখতে কাজ করে। পাকা পেঁপেতে উপস্থিত ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম শোষণের কাজে সাহায্য করে। যে কারণে হাড় মজবুত হয়। অস্টিওপোরেসিসের মতো হাড়ের সমস্যায় ভুগলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

IMG_20241002_095958_900.jpg

Papaya is a natural source of vitamins, minerals, beta carotene, vitamin C, antioxidants, vitamin E, carotenoids, fiber, potassium, etc. Regular consumption of papaya has several health benefits. But eating ripe papaya on an empty stomach gives more benefits.

According to a report by the Indian media Times of India, NDTV and Hindustan Times, there are many benefits of eating papaya on an empty stomach. For example-

Rich in antioxidants: Rich in vitamin C and antioxidants, ripe papaya prevents chronic diseases like cancer. Also the carotenoids, vitamins C and E in papaya are very important for the skin.

Aids in digestion: Ripe papaya restores the taste in the mouth. It also increases appetite and keeps the stomach clean. Gas problems are also controlled if the stomach is clean. Not only this, doctors advise people who have problems with piles to consume papaya.

Increases immunity: Vitamin C and antioxidants present in papaya increase the immunity of the body. So if there is any infection in the body, doctors suggest eating ripe papaya to reduce it.

Removes stomach problems

Ripe papaya works to eliminate stomach problems. An enzyme called papain helps in this process. Papaya contains high levels of fiber and adequate water. So this fruit is very beneficial for constipation and piles patients. Eat this fruit regularly if you suffer from stomach problems.

Keeps the heart healthy

Ripe papaya is rich in potassium, fiber and vitamins. These elements do not allow plaque or dirt to accumulate in the blood vessels of the heart. Due to which problems like heart attack can be easily avoided. Reduced risk of stroke. So if you want to stay healthy, make a habit of eating ripe papaya regularly.

There is no food more beneficial for the body than fruits. As a result, various diseases are cured. Various diseases can be cured without medicine just from the fruit. Even cancer.

Papaya has many beneficial properties. You will be surprised to know that by eating papaya, the body can be protected from all serious diseases. Experts consider this fruit to be 'Mahoushadha'.

Ripe papaya acts as a preventive against many diseases. Doctors say that ripe papaya is rich in vitamin C and anti-oxidants and prevents chronic diseases like cancer. Apart from this, papaya contains carotenoids, vitamins C and E, which are very important for the skin.

পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজের প্রাকৃতিক উৎস, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই, ক্যারোটিনয়েড, ফাইবার, পটাশিয়াম ইত্যাদি। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাসে রয়েছে বেশকিছু স্বাস্থ্য উপকারিতা। তবে খালিপেটে পাকা পেঁপে খেলে আরও বেশি উপকার মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, খালি পেটে পেঁপে খাওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন-

অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর: ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করে। এছাড়াও পেঁপেতে থাকা ক্যারোটিনয়েড, ভিটামিন সি এবং ই ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজমে সহায়ক: পাকা পেঁপে মুখের রুচি ফেরায়। সেই সঙ্গে ক্ষুধাও বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। পেট পরিষ্কার থাকলে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, যাদের পাইলসের সমস্যা রয়েছে, চিকিৎসকরা তাদের পেঁপে খাওয়ার পরামর্শ দেন।

প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: পেঁপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই শরীরে কোনও সংক্রমণ হলে, তা কমাতে চিকিৎসকরা পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন।

পেটের সমস্যা দূর করে

পেটের সমস্যা দূর করতে কাজ করে পাকা পেঁপে। এতে থাকা প্যাপাইন নামক এক ধরনের এনজাইম এই কাজে সাহায্য করে। পেঁপেতে থাকে উচ্চ মাত্রার ফাইবার ও পর্যাপ্ত পানি। তাই কোষ্ঠকাঠিন্য এবং পাইলস রোগীর জন্য এই ফল বিশেষ উপকারী। পেটের সমস্যায় ভুগলে নিয়মিত এই ফল খাবেন।

হার্ট ভালো রাখে

পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিনে ভরপুর থাকে পাকা পেঁপে। এসব উপাদান হার্টের রক্তনালীতে প্লাক বা ময়লা জমতে দেয় না। যে কারণে সহজেই দূরে রাখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাকেও। কমে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

শরীরের জন্য ফলের চেয়ে বেশি উপকারী আর কোনো খাবার নেই। ফলেই সারে বিভিন্ন অসুখ। ওষুধ ছাড়াই বিভিন্ন রোগ সেরে যায় শুধু ফল থেকেই। এমনকি ক্যানসারও।

পেঁপেতে অনেক উপকারী উপাদান রয়েছে। জানলে অবাক হবেন পেঁপে খেলে শরীরের মারাত্মক সব রোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। এই ফলকে ‘মহৌষধ’ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পাকা পেঁপে অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। চিকিৎসকরা বলছেন, ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর পাকা পেঁপে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যধির প্রতিরোধক। এ ছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিনয়েড, ভিটামিন সি এবং ই, যা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

IMG_20241002_095958_377.jpg

Ripe papaya is a natural source of potassium. Potassium is very important for maintaining good heart health. Because this compound controls all the problems related to high blood pressure and heart disease. Apart from this, many women suffer from irregular menstrual cycles. If this is the case, you can keep ripe papaya in the diet. The problem will be solved.

Apart from this, eating ripe papaya will provide many other benefits. Nutritionists say that papaya increases the taste of the mouth. Also increases appetite and keeps the stomach clean. And if the stomach is clean, the problem of gas and heartburn is also under control. This fruit helps in digestion. Ripe papaya is rich in fiber which protects the intestinal health. Besides, it also increases the metabolic rate. Apart from this, ripe papaya is also good for those who follow a diet to lose weight. A natural source of various vitamins and minerals, ripe papaya is also beneficial for the eyes.

Improves digestion

Apart from increasing appetite, papaya cleanses the stomach.

It also reduces the problem of gas or acid. Papaya also works very well for those who have hemorrhoids. Papaya helps to flush out harmful substances from the body.
Eyes are good

Many are suffering from eye problems at a young age. Experts say that eating ripe papaya every day can get rid of eye problems.

Papaya contains vitamin A which is good for eyes.

Reduces harmful cholesterol

Papaya has no calories. Has a lot of fiber. So those who are suffering from cholesterol problems can eat one cup of ripe papaya every day. It keeps cholesterol under control and can reduce the risk of other diseases.

Reduces the risk of cancer

Papaya contains many nutrients including antioxidants, beta carotene, flavonoids which are very beneficial for the body. Carotene helps reduce the risk of lung and other cancers.

Increases the beauty of hair

Papaya is also very beneficial for hair. That's why papaya mixed shampoos are more popular. Papaya mixed with sour curd and applied to the hair strengthens the roots. Papaya also works well in treating head lice.

Useful in makeup

Papaya is rich in antioxidants. So, if you apply papaya on your face every day, the beauty of the skin is maintained. Also, if ripe papaya, honey, sour cream are mixed together and applied on the face, the blood circulation of the skin is good.

প্রাকৃতিকভাবে পটাশিয়ামের উৎস হলো পাকা পেঁপে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ। কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণ করে এই যৌগ। এ ছাড়া অনেক নারীই অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভোগেন। এমনটা হলে ডায়েটে পাকা পেঁপে রাখতে পারেন। সমস্যা দূর হবে।

এ ছাড়াও পাকা পেঁপে খেলে আরও অনেক উপকার মিলবে। পুষ্টিবিদরা বলছেন, পেঁপে মুখের রুচি বাড়ায়। সেইসঙ্গে ক্ষুধা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে। আর পেট পরিষ্কার থাকলে গ্যাস-অম্বলের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। হজমে সাহায্য করে এই ফল।পাকা পেঁপেতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় তা অন্ত্রের স্বাস্থ্যরক্ষা করে। পাশাপাশি, বিপাক হারও বাড়িয়ে তোলে। এ ছাড়াও যারা ওজন কমাতে ডায়েট মেনে খাবার খেয়ে থাকেন, তাদের জন্যও ভালো পাকা পেঁপে। বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পাকা পেঁপে চোখের জন্যও উপকারী।

​# হজম ক্ষমতা বাড়ায়

খিদে বাড়ানোর পাশাপাশি পেট পরিষ্কার করে পেঁপে।

সেই সঙ্গে গ্যাস বা এসিডের সমস্যা কমায় । যাদের অর্শ্ব রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পেঁপে। পেঁপে শরীর থেকে ক্ষতিকর পদার্থ ও বেরিয়ে যেতে সাহায্য করে।
চোখ ভালো রাখে​

অল্প বয়সেই চোখের সমস্যার শিকার হচ্ছে অনেকেই। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন পাকা পেঁপে খেলে চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

পেঁপের মধ্যে ভিটামিন এ থাকে যা চোখের জন্য উপকারী।

ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয়

পেঁপেতে কোনও ক্যালোরি নেই। আছে প্রচুর পরিমাণ ফাইবার। তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে পারেন। এতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য রোগের আশঙ্কাও কমে যেতে পারে।

ক্যানসারের ঝুঁকি কমে

পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েডসহ অনেক পুষ্টিকর উপাদান রয়েছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

চুলের সৌন্দর্য বাড়ায়

চুলের জন্যও পেঁপে খুব উপকারী। যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন বেশি। টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে চুলে মাখলে গোড়া শক্ত হয়। মাথায় উঁকুনের সমস্যা দুর করেতেও পেঁপে ভালো কাজ করে।

রূপচর্চায় কাজে আসে

পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। তাই তো প্রতিদিন মুখে পেঁপে লাগালে ত্বকের লাবণ্য বজায় থাকে। এছাড়াও পাকা পেঁপে, মধু, টকদই একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বকের রক্ত সঞ্চালন ঠিক থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!