ব্যবহারিক হাতে কলমে শিক্ষা, ক্যালেন্ডারিং মেশিন পর্যবেক্ষণ।

in blurt-174157 •  2 months ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?আলহামদুলিল্লাহ!আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।

InShot_20240919_202548034.jpg
Cover photo edit by inshot

প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে মিনি ক্যালেন্ডারিং মেশিন এর কার্যাবলী সুসম্পন্ন হয় সেই বিষয়ে। এটা আমার প্র্যাকটিক্যাল এর জব ছিল। সম্পূর্ণ পরীক্ষা প্রণালী বলিঃ-

পরীক্ষণ এর নামঃ

মিনি ক্যালেন্ডারিং মেশিন পর্যবেক্ষণ।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ক্যালেন্ডারিং মেশিন।
  • নমুনা কাপড়
  • খাতা, কলম, রাবার ইত্যাদি

কার্যপ্রণালীঃ

ক্যালেন্ডারিং মেশিন মূলত তিনটি মৌলিক বিষয়ের মাধ্যমে সুসম্পন্ন হয়। তাপ, চাপ, আর্দ্রতা সহকারে কাপড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান দূর করা এবং কাপড় শুকিয়ে মসৃণতা বৃদ্ধি করা। ক্যালেন্ডার মেশিনের প্রধান উপকরণ গুলোই হল তাপ, চাপ এবং আদ্রতা।

এই তিনটি বিষয়ের পাশাপাশি জানতে হবে প্রোগ্রামিং সম্পর্কে। এই মেশিনগুলোর বেশ কিছু জটিল প্রোগ্রাম রয়েছে। একজন ব্যক্তি অনায়াসেই সেই জটিল প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পারে।

IMG_20240917_100252.jpg
IMG_20240917_100359.jpg

জটিল প্রোগ্রাম গুলো কমপ্লিট করার জন্য দক্ষ এক্সপার্ট হওয়ার প্রয়োজন এটাই শর্ত। মেশিনের ভেতরে বেশ কিছু রোলার রয়েছে, টপ রোলার, প্রেসিং রোলার, টেম্পারেচার রোলার ইত্যাদি। এই রোলার গুলোর ভিতর দিয়ে কাপড়কে সুন্দরভাবে অতিক্রম করানো হয়।

প্রথমে মেশিনের স্টার্ট বাটন অন করে মেশিন কে রানিং করতে হবে। এই বাটন চালু করার সাথে সাথে মেশিনের ভেতরে যাবতীয় কার্যকলাপ গুলো শুরু হয়ে যাবে। এরপর মেইন ড্রাইভ নামের একটা বাটন রয়েছে যেখানে ক্লিক করে মেশিনকে আরো বেশি সচল করতে হবে অর্থাৎ রোলার গুলো ঘুরতে শুরু করবে। টেম্পারেচার এবং কুল ডাউন ২ টা বাটন রয়েছে প্রথমে টেম্পারেচার চালু করতে হবে।

IMG_20240917_103006.jpg
IMG_20240917_102655.jpg
IMG_20240917_102554.jpg

নিচে স্টিম এবং প্রেসার বাটন রয়েছে। প্রেশার বাটন পায়ের নিচেও রয়েছে দুটো যেটাতে চাপ দিয়ে রোলার গুলোতে প্রেসার দেওয়া সম্ভব। প্রেশার বাটন গুলোতে চাপ দিয়ে রোলারের মধ্যে কাপড়কে সেট করতে হবে। এরপর স্পিড নামক একটা বাটন রয়েছে, যেখানে চাপ দিয়ে মেশিনের স্পিড অর্থাৎ রোলারের স্পিড কমবেশি করতে হবে। যত ধীরে ধীরে রোলারের মধ্য দিয়ে অতিক্রম করবে কাপড়ের ফিনিশিং এবং মসৃণতা তত ভালো হবে।

যত দ্রুত কাপড়টি মেশিনের মধ্য দিয়ে অতিক্রম করবে তত এর কার্যক্ষমতা কম হবে।

কিছু কথাঃ

IMG_20240917_101112.jpg

মেশিনটি পরিচালনা করার জন্য ওয়েট প্রসেসিং ল্যাবের টেলার মাস্টার আমাদেরকে সহায়তা করেছে। এই বিষয়ের শিক্ষক জনাব সেলিম রেজা স্যার আমাদের সাথে যথাযথভাবে দীর্ঘ সময় দিয়েছে। তার মধ্যে প্রচুর পরিমাণ আগ্রহ রয়েছে শেখার তাই আমাদের কেউ শেখাতে সক্ষম তিনি।

সতর্কতাঃ

  • মেশিন চালু অবস্থায় হাত দেওয়া যাবে না।
  • নিরাপদ দূরত্ব থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
  • টেম্পারেচার রোলারে হাত দিলে, হাত পুড়ে যেতে পারে তাই যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে।
  • সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে।
  • রোলার এর মধ্যে যেন হাত না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • উক্ত ল্যাবের দায়িত্ব রত শিক্ষক ছাড়া কোনোভাবেই মেশিনে হাত দেওয়া যাবে না।

মন্তব্যঃ

IMG_20240917_101141.jpgIMG_20240917_103042.jpg
IMG_20240917_103013.jpgIMG_20240917_102559.jpg

উপরোক্ত কাজের মাধ্যমে আমরা ক্যালেন্ডারিং মেশিন এর বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আমরা সুন্দরভাবে জানতে পারলাম।

ধন্যবাদ সবাইকে, আমার প্রাকটিক্যাল ক্লাসের লেখাগুলো কিভাবে লিখতে হয় মূলত সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ একটা জব এখানে কমপ্লিট করার চেষ্টা করেছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png


আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন লেখা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।

সবাইকে অনেক ধন্যবাদ

DeviceName
AndroidRedmi 10C
Camera5 MP f/2.2, Primary Camera 📸
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sheikhtuhin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!