Better Life with Steem|| The Diary Game||11th September 2024

in blurt-174157 •  3 months ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।

InShot_20240912_173439771.jpg
Cover photo edit by inshot

১১ই সেপ্টেম্বর এর সারাদিন কি করলাম সেই বিষয়গুলো নিয়ে আজকে লিখব। ১১ সেপ্টেম্বর বুধবার সুন্দর একটা দিন কাটিয়েছি এবং অত্যন্ত মজার একটা ক্লাস করেছি। আশা করি এটা দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং কিছুটা হলেও শিখতে পারবেন। আমার সীমাবদ্ধতা শুধুমাত্র ক্যাম্পাস ক্লাস এবং প্র্যাকটিক্যাল নিয়েই। সেই সীমাবদ্ধতা কখনো আমার জন্য বিরক্তিকর হয় না।

আমার আজকের লেখাতে সুন্দরভাবে ফুটে উঠেছে পানির পরীক্ষণ প্রণালী। আমি ষষ্ঠ সেমিস্টারের অধ্যায়নরত, এই সেমিস্টারে আমাদের জার্মানভিত্তিক কোম্পানির একটা গবেষণামূলক “পরিবেশ বিদ্যা"নামক বই পড়তে হবে। এর আগেও জার্মান ভিত্তিক কোম্পানি GIZ এর দুইটা বই পড়তে হয়েছে। যেখানে sustenability এবং complaince সম্পর্কে উল্লেখিত ছিল। এই বিষয়গুলো নিয়ে ক্যাম্পাস ভিজিটে এসেছিলেন ভারতীয় স্পেশালিস্ট জনাবা শ্রেতা ম্যাম।

যাই হোক আজকের পরীক্ষাতে ছিল পানির গন্ধ পরীক্ষণ, থার্মোমিটারে তাপমাত্রা পরীক্ষণ এবং পানির স্বচ্ছতা পরীক্ষা। এখান থেকে দুইটা এক্সপেরিমেন্ট সফলভাবে শেষ করতে পেরেছি প্রথমটা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয় এবং দ্বিতীয় টা পানির গন্ধ পরীক্ষা।

IMG_20240911_092740.jpg
IMG_20240911_092010.jpgIMG_20240911_092056.jpg

প্রথমে ওয়েট প্রসেসিং তথা কেমেস্ট্রি ল্যাব থেকে কিছু বিকার এবং ফানেল সহ বেশ কিছু সরঞ্জাম সংগ্রহ করে নিয়ে আসতে হয়েছে। চলার পথেই পুকুর থেকে পানি সংগ্রহ করেছি যা গন্ধযুক্ত পানি ছিল। গন্ধযুক্ত পানি নিচে দেওয়া পুকুর থেকে সংগ্রহ করেছিলাম। পুকুরের পানি যদিও তেমন একটা গন্ধ যুক্ত ছিল না তবুও পরীক্ষণের জন্য এর চেয়ে নোংরা জল আমাদের পক্ষে সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়।

গ্লাসে পানি ভর্তি করে নিয়ে ক্লাস রুমের উদ্দেশ্যে রওনা এবং সেখানে যাওয়ার পর ফিল্টারিং করা স্বচ্ছ পানি সংগ্রহ করি। সংগ্রহ করা স্বচ্ছ পানি সুন্দরভাবে টেবিলে রেখে সেখানে আমাদের মধ্যে হতে দুইজন ছাত্র সেটার পরীক্ষণ শেষ করে। পরীক্ষণটা খুব সুন্দরভাবে শিক্ষক মহোদয় নিজ হাতে দেখিয়ে দিচ্ছিলেন। কারিগরি শিক্ষা হাতে কলমে এটা তারা সর্বদাই আমাদের বোঝানোর চেষ্টা করেন। সাথে কেমিস্ট্রি ল্যাব এসিস্ট্যান্ট ম্যাডাম সহযোগিতা করছিলেন।

IMG_20240911_095229.jpgIMG_20240911_095226.jpg
IMG_20240911_091658.jpgIMG_20240911_095314.jpg

পানির মধ্যে পারদ থার্মোমিটার ডুবিয়ে পানিসহ কক্ষ তাপমাত্রা ও পরীক্ষণ করা হয়। গরম পানিতে পারদ থার্মোমিটার রাখার ফলে থার্মোমিটারের লাল দাগ অঙ্কিত পারদ উপরের দিকে উঠছিল। এটা স্পষ্টভাবে আমরা দেখছিলাম। আমাদের বোঝানোর সুবিধার্থে শুধু সেলসিয়াস স্কেলে নয়, ফারেনহাইট স্কেলেও তাপমাত্রা সুন্দরভাবে পরীক্ষা করে দেখানো হয়েছিল।

আমাদের আজকের পরীক্ষনের জন্য ব্যবহৃত সরঞ্জাম গুলো ছিলঃ

  • গন্ধযুক্ত পানি।
  • ফানেল সহ ক্যামেস্ট্রি ল্যাবের যাবতীয় সরঞ্জামাদি
  • পারদ থার্মোমিটার
  • বৈদ্যুতিক হিটার বা কেটলি
  • খাতায় লিপিবদ্ধ করার জন্য খাতা কলম
IMG_20240911_095251.jpg

ক্লাস শেষ করে অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সাক্ষাতের জন্য আমরা তার রুমের বাইরে অপেক্ষা করছিলাম। এই সময় আমাদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কারণে অধ্যক্ষ মহোদয় আসতে পারেননি। পরবর্তীতে তিনি জিজ্ঞেস করলেন, আমরা কেন দেখা করতে চেয়েছি? এই সময় আমরা অতিথি কক্ষে কিছু সময় অপেক্ষা করেছিলাম।

অতিথি কক্ষে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে না আসেন। অবশেষে স্যার তার ব্যস্ততার কথা আমাদের জানালেন তাই আমরা সেখান থেকেই চলে গেলাম। ইনস্টিটিউট ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে তেমন কিছু আমি লিপিবদ্ধ করতে পারেনি এমনকি আজকের দিনের কার্যক্রম গুলো লিপিবদ্ধ করতে সক্ষম হয়নি। অডিটোরিয়াম ভবনে কি কি হয়েছে সে বিষয়গুলো জানা নেই। তবে অনেকের মুখে হাসি দেখে বুঝেছি সুন্দর একটা সময় পার করেছে সবাই।

IMG_20240911_105811.jpg
IMG_20240911_113235.jpgIMG_20240911_113227.jpg

আগামী মাসে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছি! ইনশাআল্লাহ সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর ভিতরে কি হয় সেই বিষয়গুলো স্বল্প জ্ঞানে জানানোর চেষ্টা করব। অবশ্যই যদি সেখানে মোবাইল ফোন নিয়ে ছবি উঠানোর সুযোগ থাকে তাহলে সেটাও করতে পারব। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ভিতরে যেন মালিকপক্ষের কোন ক্ষতি না হয় অর্থাৎ প্রোডাকশনের কোন ত্রুটি না হয় সেদিকেও আমরা নজর রাখব ইনশাআল্লাহ। ক্ষতি নয় বরং আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু দেখে আমরা সেখান থেকেই চলে আসবো আমি এই মুহূর্তে আপনাদের কাছে দোয়া চাই!
এবং আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো 🥰

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন নতুন দৈনিক কার্যক্রমের লেখা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।

সবাইকে অনেক ধন্যবাদ

DeviceName
AndroidRedmi 10C
Camera5 MP f/2.2, Primary Camera 📸
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sheikhtuhin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!