হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।
অনলাইন নিয়ে অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা, এখান থেকে ইনকাম করা সম্ভব নয়। এমন ধারণা আমার মনের মধ্যেও একটা সময় ছিল। সেই ধারণাগুলোকে পরিবর্তন করে দিয়ে ২০২১ সালে প্রথমবার অনলাইনে লেখালেখির কাজে আসি, তখন পর্যন্ত প্রচুর অবিশ্বাস ছিল আমার মনের মধ্যে। কিন্তু হঠাৎ করেই সেই ধারণা পরিবর্তন হয়ে যায়। তবে পড়ালেখার কারণে ধারণা পরিবর্তন হওয়া সত্ত্বেও; অনলাইনে কাজ করতে পারিনি। তাই আবারও নতুন করে, নিয়মিত হয়ে, সকলের সাথে মিলেমিশে সুন্দর একটা পরিবেশে কাজ করার আগ্রহ নিয়ে অনলাইনে আসলাম। আমার পরিচয় আগেও দিয়েছিলাম তবে নতুন করে আজ আবার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল।
বর্তমানে পড়ালেখা করছি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষে। আর মাত্র এক বছর আছে কোর্স শেষ হতে। ২০২১ সালে আমি এসএসসি পাস করি এবং তারপর ডিপ্লোমা ইন টেক্সটাইলে ভর্তি হই। আমি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার, কাজীপুর উপজেলার যমুনা নদীর অদূরে একটা ছোট্ট গ্রামে বেড়ে উঠি। আমার বয়স ২২ বছর। ব্যক্তিগত জীবনে আমি একটু গম্ভীর মনোভাবের তবে হাসিখুশি থাকতে প্রচুর ভালোবাসি। যখন বেশি চাপ নিয়ে কোন কাজ করতে যাই, তখন আমার মাথার রক্তচাপ উচ্চ হয়ে যায় এবং প্রচুর মাথা ব্যথা করে।
আমি বিবাহিত এবং দাম্পত্য জীবন মোটামুটি ভালোভাবেই চলছে। আমার অর্ধাঙ্গিনী তিনিও লেখাপড়া করছেন এবং আমিও লেখাপড়া করছি। ব্যক্তিগত জীবনে তাকে আমি অনলাইন থেকে দূরে রাখতেই বেশি ভালোবাসি; তবুও ফেসবুকে প্রতি তার একটা প্রবল ভালোবাসা। আমার অর্ধাঙ্গিনী একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং তিনি অত্যন্ত মিষ্টিভাষী এবং চঞ্চল স্বভাবের মানুষ। এখানে তার ছবি প্রকাশ করতে আগ্রহী নয় আমি, তাই দিতে পারলাম না। হাসিখুশি,খুনসুটি সবকিছুতেই তার সাথে একটু বেশি করার চেষ্টা করি। জীবনে প্রচুর স্বপ্ন রয়েছে যেগুলো পূরণ করার ইচ্ছা কখনোই শেষ হবে না। তবে আপাতত পড়াশোনা করাটাই সবচেয়ে বড় স্বপ্ন যা শেষ করতে প্রচুর পরিশ্রম এবং মেধা খাটানো প্রয়োজন।
আমি চেষ্টা করেছি আমার সবচেয়ে সেরা ছবিটা এখানে শেয়ার করার জন্য। আমি আমার প্রতিষ্ঠানের ছবি এখানে দিয়েছি সেই সাথে আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই লিখেছি আবার অনেক কিছুই লেখা হয়নি। বাবা মা এবং ভাতিজা সহ মোট চারজনের একটা পরিবার এখন। একটা বড় ভাই এবং একটা বড় বোন রয়েছে তবে তারা কাজের তাগিদে অনেক দূরে। আপনাদের মত ধৈর্যশীল ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ার জন্য। একই সাথে দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে আসা, পরিচিত সকল ব্যক্তিদের কাছে ক্ষমা প্রার্থী বিয়েতে দাওয়াত না দিতে পারার জন্য।
সবাইকে অনেক ধন্যবাদ |
---|
Device | Name |
---|---|
Android | oppoA15 |
Camera | multiple cameras 📸 |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sheikhtuhin |
আপনার পরিচয় মূলক পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
Thanks apu
Telegram and Whatsapp