হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?আলহামদুলিল্লাহ!আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।
১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল বেলা ঘুম থেকে ওঠার পর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে সকালবেলা কোথাও বের হওয়ার সুযোগ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করেছিলাম কিভাবে কলেজে যাওয়া যায়। গত সপ্তাহের এই দিনে কলেজে যেতে না পারার কারণে প্রাকটিক্যাল ক্লাস মিস হয়েছিল।
আজ কোন ভাবে মিস করা চলবে না এমন চিন্তা ভাবনা থেকে সকাল থেকে খুব বেশি টেনশনে ছিলাম। কিন্তু বৃষ্টিকে হার মানিয়ে যেকোনো ভাবে কলেজে যেতেই হবে সেটা নিশ্চিত। করেছি ও তাই কোন ভাবে থেমে থাকার সুযোগ নেই যে কোন মূল্যে কলেজে যেতেই হবে। সকাল বেলা খাওয়া-দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হব রাস্তায় বৃষ্টির কারণে ভিজে যাওয়ার উপক্রম। দেখলাম একটু পর বৃষ্টি মোটামুটি থেমে গিয়েছে তাই কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
কলেজে যাওয়ার পর, দেখলাম পরিবেশ বিদ্যা নামক ক্লাসটি ইতিমধ্যে প্রায় শেষের দিকে। আমি ক্লাসে গিয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে গিয়ে নিজের উপস্থিতিটা দিয়েছি। স্যারের কাছে উপস্থিতি দেওয়ার পর ভাবলাম হয়তো এরপরেও ক্লাসগুলো হবে। ল্যাবে যাবো এমন সময়, সকলে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেল তখন বৃষ্টি অনেকটা নেই বললেই চলে।
এর আগে অনেকদিন ধরে ক্যাম্পাসের ছাদে যাওয়া হয় না, তাই একাডেমীকে ছাদে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। নিজেদের দুর্দান্ত সময় তখন পার করেছি আমরা। অনেক ভালো সময় এবং দীর্ঘদিন পর ছাদে গিয়ে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি হাসি তামাশা ইত্যাদি করেছি।
ইনস্টিটিউটের ছাদে যাওয়ার পূর্বে আমরা সকলে মিলে বসে ছিলাম, আমার সাথে একজন আমার মোবাইলের হটস্পট দিয়ে ফেসবুক চালাচ্ছিল। এরপর আমরা দুজন মিলেই ছাদে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম সবাই রয়েছে।
বন্ধুরা মজা করছিল, বিভিন্ন স্টাইলে ছবি উঠছিলাম এবং ছবি তুলছিলাম। ওদের বিভিন্ন স্টাইলের ছবি রয়েছে আমার কাছে এবং আমাকে কিছু ছবি তুলে দিতে বলেছিলাম ওদের সেটাও করেছে ওরা। সবকিছু মিলিয়ে সময়টা ভালোই কাটছিল। একটু পর দেখতে পেলাম ছাদের টাংকি দিয়ে পানি পড়ছে। পানির প্রচুর অপচয় হচ্ছে এই বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম।
ইতিপূর্বেও যতবার আমরা ছাদে গিয়েছি প্রতিবারই দেখেছি পানি পড়ছে। বিষয়টা প্রিন্সিপাল স্যার কে অবগত করেছিলাম এ বিষয়ে তিনি একটা সুন্দর কথা আমাদের বুঝিয়ে বলেছেন। আসলে আমাদের ইনস্টিটিউটের পাম্প অপারেটর টা রিজাইন দিয়ে চলে গিয়েছে এই কারণে মূলত এমন সমস্যা হচ্ছে।
আকাশের দিকে তাকিয়ে, আকাশ পানে চেয়ে ছবি উঠেছি। সবকিছু মিলিয়ে ১৫ই সেপ্টেম্বর বৃষ্টি ছাড়ার সাথে সাথে ইনস্টিটিউটে গিয়ে দুর্দান্ত সময় পার করেছি।
আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন নতুন দৈনিক কার্যক্রমের লেখা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।
সবাইকে অনেক ধন্যবাদ |
---|
Device | Name |
---|---|
Android | Redmi 10C |
Camera | 5 MP f/2.2, Primary Camera 📸 |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sheikhtuhin |