হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।
গতকাল ১০ ই সেপ্টেম্বর, প্রতিদিনের মতোই সকাল বেলা কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। নিয়মিত কলেজ যাওয়া আমার একটা ভালো স্বভাবের মধ্যে পড়ে। ক্লাসে মনোযোগী হওয়া এটাও আমার জন্য অত্যাবশ্যকীয়, তাই এটা কখনো আমি অবহেলা করি না। আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় একটু ভালো ফলাফলের জন্য। আলহামদুলিল্লাহ! আমি অনেকটাই সফল একজন শিক্ষার্থীর মধ্যে পরি। অনেকেই এমন শেখার আগ্রহকে হাসিতে রূপান্তরিত করে। দিনশেষে আমিও একটু খুশি হই, কারন আমি হতে পারি তাদের বিনোদনের কেন্দ্র। ক্লাসে ঢোকার পর আমরা কেউ অন্যদের দিকে তাকানোর সুযোগ পায় না। সবাই নিজ নিজ কার্যক্রমে সর্বদা ব্যস্ত হয়ে পড়ি। এমন ব্যস্ততা, শেষ করতে পারলে দ্রুততার সাথে অন্য জায়গায় যাওয়া সম্ভব। ব্যস্ততার মূল কারণ এটাই হতে পারে। এর বাইরেও অনেক ব্যস্ততা লক্ষ্য করা যায়। ওয়েট প্রসেসিং আমার স্পেশাল সাবজেক্ট হওয়ার কারণে; সর্বদা সেটা নিয়েই লেখার মনোভাব পোষণ করি। ওয়েট প্রসেসিং ল্যাব এর যাবতীয় কার্যক্রম আমি দেখিয়ে থাকি। ওয়েট প্রসেসিং নিয়েই যত চিন্তাধারা আমার। অনেকে জিজ্ঞেস করতে পারেন; ওয়েট প্রসেসিংটা আসলে কি? এবার বলি, টেক্সটাইল সেক্টরে এটা মূলত রংয়ের কাজ এবং ফিনিশিং প্রিন্টিং ওয়াশিং ইত্যাদি। টেক্সটাইল সেক্টরে এটার প্রচুর চাহিদা রয়েছে, তবে পরিবেশ দূষণের জন্য স্পেশালি এ সেক্টর টা অনেক ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে নিজেকে রক্ষা করতে হলে এই ডিপার্টমেন্ট তার জন্য নয়। কারণ এই ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় ১০০%।
ল্যাবে দাঁড়িয়ে লেখা অত্যন্ত কষ্টকর তাই বিরক্ত লাগতে পারে বটে। কিন্তু একাডেমিক নিয়ম কানুন এমন হওয়ায় এটা মেনে চলা বাধ্যতামূলক। পূর্বের ছবিতে যেমনটা টেবিলে দাঁড়িয়ে লেখার চিত্র দেখানো হয়েছে, ঠিক একই ভাবে আমাদের বিনোদন টাও চলে। এটা এক ধরনের আনন্দ করতে করতে শেখার মূহুর্ত। গত দিনে আমাদের দুইটা মেশিন চালিয়ে দেখানো হয়েছে। প্রথম মেশিনের নাম ”হাইড্রো এক্সট্রাক্টর” মেশিন এবং দ্বিতীয় মেশিনের নাম টাম্বেল ড্রায়ার। দুঃখের বিষয় হল মেশিনের কাছে আমি যাইনি কারণ পূর্বের দিনগুলোতেই সেগুলো আমি শিখে নিয়েছি। মেশিনের কাছে না গেলেও খাতায় কিন্তু ছবি আঁকতে হয়েছিল। ছবি আঁকার সেই পৃষ্ঠাটা আমি এখানে দিতে পারি। চিত্র দেখানোর মেশিনটির নাম “টাম্বেল ড্রাইং” এটা মূলত কাপড় শুকানোর কাজে লাগে। অনেকটা ওয়াশিং মেশিন সম্পর্কে কমবেশি আপনাদের সকলেরই জানা আছে। এটা বলতে পারেন ডিজিটাল ওয়াশিং মেশিন এর মত তবে এই মেশিনে ধৌত করা নয় বরং শুকানোর কাজে ব্যবহার করা হয়।
একাডেমিক এর পর বাড়িতে এসে নিজের পার্সোনাল সময় পার করি। এই সময়গুলোতে বিভিন্ন কাজ করা হয়, যেগুলো আসলে শেয়ার করলে আপনিও হাসতে বাধ্য হবেন।ফল আমার অনেক প্রিয়; তবে টক জাতীয় ফলগুলো আমি একটু বেশি পছন্দ করি। আমড়া এই ফলটা বর্তমান সিজনে চলছে। এই ফলে থাকে ভিটামিন 'সি'। আমি বাড়িতে আসার পর সেই ফলগুলো মসলা দিয়ে খেতে শুরু করলাম। অনেক সুস্বাদু ছিল মুখে নেওয়ার সময় ছবি তুলেছি। 😆 দয়া করে কেউ এসব বিষয়কে নেগেটিভ বা কারো ব্যক্তিত্ব ভেবে নেবেন না। এই ছবিটা মূলত আমার সহকর্মীদের বিনোদন দেওয়ার জন্য তুলেছি। আমি পজেটিভ মানুষ, তবে বিনোদন প্রিয় তাই বিনোদন করতে ভালোবাসি। আশা করব আপনারাও আমার মত বিনোদন প্রিয় হবেন।
দৈনিক সুস্থ থাকতে সর্বদা আপনারাও চেষ্টা করবেন কিছু ফল খাওয়ার জন্য। যেহেতু আমি একজন ছাত্র, তাই আমার লেখাগুলো সাধারণত আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সহ একাডেমিক বিষয়ে হতে পারে। নতুন নতুন এক্সপেরিমেন্ট এবং নতুন দিন সবকিছু মিলিয়ে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি সর্বদা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ও দোয়া রইল।
আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন নতুন দৈনিক কার্যক্রমের লেখা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।
সবাইকে অনেক ধন্যবাদ |
---|
Device | Name |
---|---|
Android | Redmi 10C |
Camera | 5 MP f/2.2, Primary Camera 📸 |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sheikhtuhin |