ঝড়ের রাতের গল্প পার্ট ১

in blurt-172446 •  10 months ago 

হ্যালো বন্ধুরা,,
আমি বাংলাদেশ থেকে
@labib02


Today :Wednesday

Date: -06-03-2024



আমাদের দেশে প্রায় অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেখে হঠাৎ আমার জীবনের একটা ঘটে জাওয়া বৃষ্টির দিনের কথা মনে পড়ে গেল তাই আমি আপনাদের মাঝে এটি তুলে ধরলাম। আপনাদের ও যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবস্যই কমেন্টে জানাবেন।




একটি ঝড়ের দিন ও রাতের গল্প


thunderstorm-1768742_1280.jpg

Pixabay


আমাদের জীবনের মধ্য দিয়ে অনেক ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এ সকল অভিজ্ঞতার মধ্যে কোন টি আনন্দদায়ক আবার কোন টি রোমাঞ্চকর আবার কোনো টি হচ্ছে প্রচন্ড আতঙ্ক এবং ভয়ের। এবং অনেকগুলো আমাদের জীবনে ঘটনা ঘটে সেগুলো আমাদের মনকে বিশেষভাবে নাড়া দেয়। এজন্য একটি ঝড়ের রাত আমাদের জীবনে একটি অতি স্মরণীয় হয়ে থাকবে। যখন এই ওই রাতের কথা ভাবি তখন এই শরীরটা কেমন জানি ভয়ে কেঁপে ওঠে। অন্ধকার রাত জোরা বাতাসের গর্জন এবং প্রচন্ড বৃষ্টি আকাশের হুর মুড়ে শব্দ এগুলো সবকিছুই আমাদের মনকে নাড়া দেয়।
একদিন সকাল বেলা বসে ছিলাম তখন দেখি আকাশে মেঘে মেঘে কেমন জানি উড়াউড়ি করছে। চারপাশেই মেঘ জমে কালো হয়ে আছে। মেঘগুলো জমার কারণে চারপাশ কেমন জানি অন্ধকারের নেমে এলো কোন আলো আর দেখা যাচ্ছে না শুধু অন্ধকার ছাড়া কিছুই নেই। তো এই মেঘের কালো ছায়া যখন পরলো তখন কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি হলো। এই বৃষ্টি যেন কোন কারণেই থামছেই না। এই বৃষ্টি জোরে হলে তো মানুষের অনেক সমস্যা হবে অনেক ঝড় তুফানে মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে ভেঙ্গে ভেঙ্গে যাবে।

clouds-194840_1280.jpg

Pixabay

সেজন্য সবাই তখন চিন্তায় পড়ে গেল কি করা যায়। কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের নিরাপদ কেন্দ্র বা আশ্রয় কেন্দ্র রয়েছে। সেগুলোতে নিরাপদ স্থানে অনেকজনে চলে যায়। এই নিরাপদ স্থানে চলে না গেলে অনেক সময় অনেক জনের অনেক ধরনের ক্ষতি হয়। ঘরবাড়ি ভেঙে যদি কারো মাথার উপর পড়ে তাহলে তো তার দুর্ঘটনা ঘটে যাবে। অনেক জনের পাকা দেওয়াল টিনের বাড়ি এবং চালার বাড়ি ভেঙ্গে ভেঙ্গে যায়। ঝড় তুফানে এই চাটির বাড়ি উড়ে উড়ে চলে যায় ভেঙ্গে যায়। অনেক মানুষ অসহায় হয়ে পড়ে এই ঝড় তুফান বৃষ্টির কারণে। যাদের পাকার বাড়ি মজবুত না টিনের বাড়ি এবং চালার বাড়ি তারা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যায়।তা না হলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক বড় তার ক্ষতি হতে পারে।


তবে সকাল বেলা টা ভালো যাচ্ছে না এই মেঘের গুড় মুড়ি শব্দ। যেন মেঘ মনে হয় মাথায় এসে পড়ে এগুলো ভয় কাজ করতেছে। জোরে জোরে আওয়াজ এবং শব্দ হচ্ছে সবাই ভয়ে ভয়ে নিশ্চুপ হয়ে আছে । সবার ঐ একটাই চিন্তা মনের ভেতর কাজ করতেছে কখন এই বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশটি ঠিক হয়ে আবার আগের মত হয়ে যায়।

thunderstorm-4234254_1280.jpg

Pixabay


আজকের মতো পার্ট (১) এখানেই শেষ করলাম, দ্বিতীয় পার্ট এর জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।



আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ব্লক টি। আপনাদের সবারই সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমার ব্লগটি এখানেই সমাপ্তি করলাম। আবার অন্যদিন নতুন একটি বিষয় এবং ব্লক নিয়ে আপনাদের মাঝে সুন্দরভাবে হাজির হতে পারি সেই প্রার্থনা করবেন, ধন্যবাদ সবাইকে।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  10 months ago  ·  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. Read my last posts to make sure that BLURT burning is profitable for you. Before using this bot please make sure your account has at least 100 BP. Get more BLURT:

@ mariuszkarowski/how-to-get-automatic-upvote-from-my-accounts

@ blurtbooster/blurt-booster-introduction-rules-and-guidelines-1699999662965

@ nalexadre/blurt-nexus-creating-an-affiliate-account-1700008765859

@ kryptodenno - win BLURT POWER delegation

Note: This bot will not vote on AI-generated content