Hello everyone,
This topic is very interesting because it's related to almost everyone we feel this in our everyday life. We all have that someone in our lives so it is very important to create our own personality. Today I will explain how important personality is in human life.
For example, there are some people close to us whom we help in all their work, but they do not care about us. They only use us for work. And when their work is done, they don't even remember your words.
They are usually very close people. Although you think that I will not give importance to their work after this but still you cannot stop yourself. This is because we feel bad saying no to them or we don't want to say no to them. Even though we know they don't care about us. Yet we are used by them. This creates a distance for them within their own mind. But it takes a long time to manifest. There are many that cannot be expressed.
And because of this, those people continue to use us to complete their work. They keep moving up in their lives but we can't. But still one cannot refrain from them because we lack confidence in ourselves. We can build both our personality and self-confidence if we give it a little attention.
To make ourselves self-reliant and increase our self-confidence, we must avoid being dependent on others or afraid of others because these hold us back. Which leaves a big part of our life. You cannot give priority to others over yourself. Our personality has gone down a lot. So it is very important to work on our individuals.
The only thing we can do here is to stay away from these people as much as we can. And another thing that can be done is that they should not give more importance to their work and give more importance to their personality. It will not only help you to stay away from these people but also to build yourself up. And it is a very necessary part of our life. Because if you don't have personality you can't express yourself anywhere it's very important.
Finally, it is impossible to stay away from them. But as much as we keep ourselves busy with work, it is not possible to give them time and they will automatically withdraw from you. Because they can't use you then they'll walk away.
Thanks so much for reading the blog till the end. Hope you like it. Please let me know your opinion.
Bangla
এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি তা হল ব্যক্তিত্ব মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি আজকে ব্যাখ্যা করব।
যেমন আমাদের কাছের কিছু মানুষ থাকে যাদের সকল কাজে আমরা সাহায্য করলেও তারা আমাদের বিষয়ে কোনো কেয়ার করে না। তারা শুধু আমাদেরকে ব্যবহার করে তো কাজের জন্য। এবং তাদের কাজ মিটে গেলে তারা আপনার কথাতে আর মনেও থাকে না।
তারা সাধারণত অনেক কাছের মানুষ হয়ে থাকে। আপনি যদিও মনে করেন এরপরে তাদের কাজে আমি গুরুত্ব দেব না কিন্তু তবুও আপনি নিজেকে বিরত রাখতে পারেন না। এর কারণ আমাদের তাদের না বলতে খারাপ লাগে বা আমরা তাদেরকে না বলতে চাই না। যদিও আমরা জানি যে তারা আমাদের বিষয়ে কেয়ার করে না। তবুও আমরা তাদের দ্বারা ব্যবহৃত হয়। এতে নিজের মনের ভিতরেই তাদের জন্য দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু সেটা প্রকাশ পেতে অনেক সময় লাগে। অনেকে আছে যা প্রকাশ করতে পারেনা ।
আর এই কারণে ওই সকল ব্যক্তি গুলো আমাদেরকে ব্যবহার করে তাদের কাজ পরিপূর্ণ করতে থাকে। তারা তাদের লাইফে উপরে উঠে যেতে থাকে কিন্তু আমরা উঠতে পারিনা। কিন্তু তবুও একটা তাদের থেকে বিরত থাকতে পারে না কারন আমরা নিজের ভেতর আত্মবিশ্বাস না থাকার কারণে হয়ে থাকে। এ বিষয়ে আমাদের একটু মনোযোগ দিলে আমরা নিজের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস দুটোই তৈরি করতে পারি।
নিজেকে স্বাবলম্বী তৈরি করতে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে আমাদের অন্যের ওপর নির্ভরশীল হওয়া বা অন্যের প্রতি ভীত হওয়া থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো আমাদের অনেক পেছনে টানে। যা আমাদের জীবনের একটা বড় অংশ বাকি রেখে যায়। নিজের চাইতে অন্যকে বেশি অগ্রধিকার দেয়া যাবে না। এতে আমাদের ব্যক্তিত্ব অনেক নিচে নেমে। তাই আমাদের ব্যক্তিদের উপর কাজ করা অনেক গুরুত্বপূর্ণ।
এখানে শুধু আমাদের একটাই করণীয় আমরা যত এসব মানুষদের থেকে বিরত থাকতে পারবো ততই আমাদের জন্য ভালো। আর অন্য একটা কাজ করা যায় যেমন তাদের কাজটাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের ব্যক্তিত্বের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এতে শুধু এসব মানুষদের থেকে বিরত থাকাই নয় নিজেকে গঠন করতে সাহায্য করবে। আর এটা খুবই প্রয়োজনীয় আমাদের জীবনের একটা অংশ। কারণ ব্যক্তিত্ব না থাকলে আপনি কোথাও নিজেকে প্রকাশ করতে পারবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
অবশেষে এটা বলতে চাই যে ওদের থেকে দূরে থাকা সম্ভব নয়। কিন্তু আমরা যতই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি তাহলে তাদেরকে সময় দেওয়া সম্ভব হবে না আর এতে তারা নিজের থেকেই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কারণ তারা তখন আপনাকে ব্যবহার করতে পারবে না এজন্য তারা দূরে সরে যাবে।
শেষ পর্যন্ত ব্লগ পড়ার জন্য অনেক ধন্যবাদ. আশা করি ভালো লাগবে। আমাকে আপনার মতামত জানান
Translate using- Google Translate