সময় চুরি(মঝার ব্লগ)

in blurt-132097 •  11 days ago 

সময় চুরি(মঝার ব্লগ)

20230822_163847.jpg

সবার সুস্থতা কামনা করে আজকে আমি একদমই ভিন্ন একটি পোস্ট নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আমি শিওর এরকম পোস্ট হয়তো কেউ আর করেনি এবং এরকম চিন্তা ভাবনা নিয়ে কেউ পোস্ট হয়তো করবেও না। আর আমার বাংলা ব্লগ যেহেতু ভিন্নতা প্রকাশের জায়গা। তাই চিন্তা করলাম সবার চাইতে একদমই আলাদা একটি বিষয়বস্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে চলুন শুরু করি।তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি গল্পটি আপনাকে পুরো পড়তে হবে,তা না হলে বুঝতে পারবেন না আসলে সময় চুরি নামটি কেন দেয়া হয়েছে।
Wishing everyone good health, today I am going to come with a completely different post. I am sure that no one has ever done such a post and no one will ever post with such thoughts. And since my Bengali blog is a place to express differences, I thought I would share a completely different content with you. So friends, let's start without going into too much detail. But before we start, let me tell you one thing: you have to read the story in its entirety, otherwise you will not understand why the name Time Stealing has been given.

একদিন বাড়ি থেকে রাগারাগি করে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পরে প্রথমে একটি দোকানে গেলাম। সেখানে গিয়ে রং চা অর্ডার করলাম।যেহেতু রং চা অনেক বেশি পছন্দ করি। তখন লোকটি আমাকে রং চা দিলো কিন্তু চা টি ঠান্ডা ছিল। মেজাজটা হয়ে গেল আরো গরম। একদিক থেকে বাড়িতে ঝগড়াঝাটি করে এলাম।
One day, I woke up from home in a rage and went to the market. After going to the market, I first went to a shop. I went there and ordered Rong Cha. Since I like Rong Cha a lot. Then the man gave me Rong Cha but the tea was cold. My mood became even hotter. I came home from a fight.
20230822_162503.jpg

আর এখন চা দোকানদার যে চা দিয়েছে সেটা ঠান্ডা হওয়াতে, মনে হল আগুনের মধ্যে আরো কেরোসিন ঢেলে দিল।চায়ের কাপ সহ ঠান্ডা চা টা বাইরে ছিটকে ফেলে দিলাম। লোকটাকে বললাম এরকম ঠান্ডা চা মানুষ খায়?তখন লোকটি আমার সাথে তর্ক করে বলল যে মানুষ খায়না তো কে খায়?আমিও তাকে বলতে শুরু করলাম যে টাকা দিয়ে মানুষ চা খাবে ঠান্ডা কেন খাবে।
And now that the tea that the tea seller had given me was cold, it felt like he had poured more kerosene into the fire. I threw the cold tea out along with the tea cup. I asked the man, "Do people drink such cold tea?" Then the man argued with me and said, "If people don't drink it, then who does?" I also started telling him that if people pay for tea, why should they drink it cold?

যাক এইভাবে অনেকক্ষণ তার সাথে ঝগড়াঝাটি হল। তারপর ঝগড়াঝাটি করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম চায়ের টাকাও রাগ করে দেয়া হয়নি।এরপর গেলাম অন্য একটি জায়গায় চা খাওয়ার জন্য। সেখানে পুরনো দিনের বন্ধুর সাথে দেখা।সে বলে ভাই তোকে অনেকদিন পরে পেয়েছি কিছু খাওয়া।আসলে এমনিতেই তাকে খাওয়াতে আমার কোন সমস্যা নেই, কিন্তু সে এটা কেন বলল তাই রাগটা আরো বেড়ে গেল।
Let's argue with him like this for a long time. Then I came out of there after arguing and didn't even give him the money for the tea. Then I went to another place to have tea. There I met an old friend. He said, "Brother, I got something to eat after a long time." Actually, I have no problem feeding him, but why did he say this made my anger increase even more.

আমার কথা হলো তুই আমার সাথে নাস্তা কর, বিলটা আমিই দিবো। তবে অনেকদিন পর দেখা হয়েছে আমাকে খাওয়াতে হবে এটা কোন ধরনের কথা।আর এই কারণেই মেজাজটা খারাপ হয়ে গেল। তখন তাকে দুটো কথা শুনিয়ে দিলাম গরম হয়ে। বলতে লাগলাম যে আমারও তো তোর সাথে অনেকদিন পর দেখা তাহলে তো তুইও খাওয়াতে পারিস। যাই হোক এগুলা বলে সেখান থেকে উঠে চলে গেলাম।
I said you should have breakfast with me, I will pay the bill. But what kind of thing is this, we have met after a long time, I have to feed you. And that's why my mood got bad. Then I said two things to him in a heated tone. I started saying that it's been a long time since I met you, so you can feed me too. Anyway, after saying these things, I got up and left.

20230822_163751.jpg
এরপর চলে গেলাম আমাদের বাজারের জিরো পয়েন্টে। সেখানে গিয়ে একটি ফল দোকানের সামনে দাঁড়ালাম। সেখানে দাঁড়ানোর সাথে সাথে ফল দোকানদার বলতেছে ভাই এইখানে দাড়ানো যাবে না অন্যদিকে গিয়ে সরে দাঁড়ান। কি আর করার তার কথা মত সেখান থেকে সরে দাঁড়াতে হল। ফল দোকানের পাশেই এক পরিচিত কাপড় দোকান ছিল। সেখানে তাদের চেয়ারে বসলাম।এরই মাঝে দোকানের একটি লোক বলে উঠলো ভাই কি লাগবে।
Then I went to the zero point of our market. There I stood in front of a fruit shop. As soon as I stood there, the fruit shop owner said, "Brother, you can't stand here, go to the other side and stand." What else could I do, I had to stand there. There was a familiar cloth shop next to the fruit shop. I sat on their chair there. In the meantime, a man from the shop asked, "Brother, what do you need?"
আমি বললাম কিছু লাগবে না একটু বসলাম। সে বলে এমনিতে বসে লাভ নেই কিছু কিনলে কিনেন না হলে জান কাস্টমার বসবে।মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল বললাম তুমি আমাকে চেনো। এখানে যিনি মালিক তিনি আমার নানা হয়। তুমি এরকম ব্যবহার করতেছ কেন? এ কথা বলে বললাম যে আমি তোমার নামে বিচার দেবো নানার কাছে। যাক সেখান থেকেও চলে আসতে হল।
I said I don't need anything and sat down. He said there's no point in sitting like this, if you buy something, buy it, otherwise you know the customer will sit down. My mood got even worse and I said you know me. The owner here is my grandfather. Why are you treating me like this? Saying this, I said I will take your name to my grandfather. Let's go from there too.
।।।।।।।।

20230822_162909.jpg
এরপর গেলাম স্কুল মার্কেটে। সেখানে গিয়ে দেখতে পাই বোরকা পরা একটি মেয়ে আমায় চোখ দিয়ে যেন ইশারা দিচ্ছিল।মেজাজ যতটুকু গরম ছিল সাথে সাথে অর্ধেক মনে হয় কমে গিয়েছে। তখন কিছুক্ষণ পর দেখতে পাই মেয়েটি আমাকে হাতের ইশারা দিয়ে আবার ডাকছে। তখন রাগ একদমই কমে গেল। চিন্তা করলাম হয়তো সে আমাকে চেনে। আর সুন্দরী মেয়ে বলে কথা।
Then I went to the school market. When I got there, I saw a girl wearing a burqa beckoning me with her eyes. The heat I had felt had subsided by half. Then after a while, I saw the girl beckoning me again. Then my anger subsided completely. I thought maybe she knew me. And she was a beautiful girl.

রীতিমতো তার দিকে এগোতে লাগলাম। যখন মেয়েটির সামনে গিয়ে পৌঁছালাম, তখন একটি লোক এসে দিল ধাক্কা। জিজ্ঞাসা করলাম এই যে ভাই ধাক্কা কেন দিলেন। সে বলে আপনি আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন কেন।হায় হায় এ কথা শুনে তো মেজাজ ১০০% দুইয়ের সাথে গুন করে দ্বিগুণ হয়ে গেল। তখন আমি বললাম আপনার স্ত্রী মানে সে তো আমাকে ইশারা দিয়ে ডাকল।

I started moving towards her. When I reached in front of the girl, a man came and pushed me. I asked why this brother pushed me. He said why are you standing in front of my wife. Oh my, after hearing this, my mood doubled from 100% to 2. Then I said, "Your wife, she called me by pointing."

মেয়েটি তখন বলে উঠলো আমি আপনাকে কই ডাকলাম আমি আমার হাজব্যান্ড কে ডেকেছি,সে আপনার পিছনেই ছিলো। কি আর করার ইজ্জত বাঁচাতে সেখান থেকে কুচি মুচি করে পালিয়ে গেলাম। হঠাৎ করেই রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি বাস মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গেছে। মোটরসাইকেলে যে লোকটি ছিল সেটি একটু নেতা প্রকৃতির ছিল।সাথে সাথে শুরু হয়ে গেল নগদে অ্যাকশন।
The girl then said, "Where did I call you? I called my husband, he was behind you." What else could I do, I ran away from there, trying to save my honor? Suddenly, I looked at the road and saw that a bus had collided with a motorcycle. The man on the motorcycle was a bit of a leader. Immediately, the action started in cash.

বাজারে মধ্যে সবচাইতে বড় যে প্রভাবশালী বাড়ি, মোটরসাইকেল ড্রাইভারটি সেই বাড়ির লোক ছিল। তখন সে তার মামা খালু যতজন আছে সবাইকে ফোন করে নিয়ে আসলো রাস্তায়। শুরু হয়ে গেল হাঙ্গামা। আর বাসটিকে সেখানে লাঠি দিয়ে ভাঙচুর শুরু করল। এদিক থেকে রাস্তা জ্যাম হয়ে গেল এসব হাঙ্গামার কারণে। কেউ একজন পুলিশকে কল করলো পুলিশ জায়গায় এসে যখন ঘটনা নিয়ন্ত্রনে নিতে চায়।
The motorcycle driver belonged to the most influential house in the market. Then he called all his uncles and uncles and brought them to the street. A commotion started. And they started vandalizing the bus with sticks. The road from this side became jammed due to all this commotion. Someone called the police when the police arrived at the scene and tried to control the situation.

তখন ঐ প্রভাবশীল বাড়ির কিছু লোকজন ছোটখাটো বোমা নিক্ষেপ করতে শুরু করল।এতে করে মানুষ যতগুলো জড়ো হয়েছিল সবগুলো ছড়িয়ে ছিটিয়ে দৌড়াতে লাগলো। একটি বোমা ছিটকে পড়েছিল এক মুরুব্বির লুঙ্গির কিনারায়।সাথে সাথে তার লুঙ্গির এপাশ ওপাশ একদম ছিদ্র হয়ে গেল। তার পায়েও কিছুটা আঘাত পেল। যাক কোন রকমে সেই পরিস্থিতি কে সামনে রেখে পিছনের রাস্তা দিয়ে পালাতে লাগলাম।
Then some people from that influential house started throwing small bombs. As a result, all the people who had gathered scattered and started running. One bomb fell on the edge of an elder's lungi. Immediately, his lungi was completely torn on both sides. His leg was also slightly injured. Somehow, keeping that situation in front of me, I started running away through the back road.
20230822_163653.jpg
পালানোর সময় হঠাৎ করে পুলিশ আমাকে ধরে ফেলল। পুলিশ আমাকে বলে যে তুমি এখানে হাঙ্গামা কেন করেছ। আমি তো আসমান থেকে পড়লাম। কিরে বাবা আমি কিছুতেই ছিলাম না আমার নাম কেন আসতেছে এখানে। পুলিশকে অনেক করে বোঝালাম যে আমি এখানের আগা মাথায় কোথাও নেই। পুলিশ নাছোড় বাঁন্দা। সে আমাকেই দোষারোপ করছে এবং আমাকে বলছে থানায় নিয়ে যাবে চালান করে দিবে।

While I was running away, the police suddenly caught me. The police asked me why did you create a ruckus here. I fell from the sky. What the hell, I was not there at all, why is my name coming up here? I tried to convince the police many times that I am not in the wrong here. The police are relentless. They are blaming me and telling me that they will take me to the police station and charge me.

তখন ফোন দিতে লাগলাম আমার নিজের রিলেটেড কিছু প্রভাবশীল লোককে। তারা কেউই আমার ফোনটি উঠালো না। হয়তো ব্যস্ততার মাঝে আছে তাই। অবশেষে গাড়ি করে পুলিশ আমাকে নিয়ে গেল থানায়।যেইনা থানাতে লকাপে ঢুকাবে এরই মধ্যে হঠাৎ আম্মু চিৎকার দিয়ে বলে উঠলো, কিরে তোর এখনো ঘুম ভাঙ্গে নাই। এতক্ষন ঘুমালে বাজারে যাবি কবে। আজকে আবার বাজারও করতে হবে।
Then I started calling some influential people related to me. None of them picked up my phone. Maybe they were busy. Finally, the police took me to the police station in a car. No one was going to put me in the police station. Meanwhile, my mother suddenly shouted, "Why haven't you woken up yet? If you sleep this long, when will you go to the market? I have to go to the market again today."

এটা শুনে ঘুমটা ভেঙে গেল তারমানে এতক্ষণ যা আপনাদের মাঝে শেয়ার করেছি। সবটা আপনাদের সময় চুরি করার জন্যই এবং আপনাদেরকে মজা দেওয়ার জন্যই ব্লগটি তৈরি করেছি।আশা করছি আপনারা অনেক ইনজয় করেছেন। তবে হ্যাঁ এখানে বাস্তবতার কোন ছোঁয়া নেই বা বাস্তবতার সাথে কোন মিল নেই। কারণ এটি সম্পূর্ণ কাল্পনিক। যদি আপনাদের মজা লেগে থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন।
I woke up hearing this, that's all I have shared with you so far. I created this blog to steal your time and entertain you. I hope you enjoyed it a lot. But yes, there is no touch of reality here or any resemblance to reality. Because it is completely fictional. If you enjoyed it, then definitely let me know in the comments.





Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!