All we had to do was host the Inter Textile Cricket Tournament.

in blurt-131416 •  2 months ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?আলহামদুলিল্লাহ!আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।

InShot_20241012_202158650.jpg
Cover photo edit by inshot

গত মাসেই আমাদের ইনস্টিটিউটে আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় দেশের সাতটি টেক্সটাইল ইনস্টিটিউট অংশগ্রহণ করে। যদিও আমি খেলাধুলার অংশ না তবুও আয়োজক দের তালিকায় আমাকে কোনভাবেই অবহেলা করা হয়নি। শুরুর দিক থেকে শেষ পর্যন্ত আমি সঙ্গেই ছিলাম। এবং খুব সুন্দর ভাবে খেলাধুলার আয়োজন সম্পন্ন করা হয়েছিল। যেখানে প্রথম দিনে বেশি উত্তেজিত ছিল সবাই এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল আমাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে। যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় সাতটি টেক্সটাইল ইনস্টিটিউট এবং সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম এবং তারা আমাদের ক্যাম্পাসে আসার সাথে সাথে আমরা তাদেরকে সুন্দরভাবে বরণ করে নিয়েছিলাম।

IMG_20240918_122302.jpg

ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রথমে উপস্থিত হয় বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। যদিও তাদের ইনস্টিটিউট এর মূল নাম শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তাদেরকে আমরা আমাদের ইনস্টিটিউটে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেই এবং তারা আমাদের ইনস্টিটিউটে অতিথি হয়ে আসার কারণে আমরা অনেক খুশি ছিলাম। আমাদের প্রিন্সিপাল স্যার অত্যন্ত আনন্দিত হয়ে তাদেরকে খুব সহজে বরণ করে নিচ্ছিলেন। একে একে যারা অংশগ্রহণ করবে প্রায় প্রতিটা টেক্সটাইল আমাদের মাঝে উপস্থিত হয়। তবে খুব কাছে থাকা সত্ত্বেও নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এবং রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট দেরিতে আসে। জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট সেই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল।

IMG_20240918_122317.jpg
সুন্দরভাবে আয়োজন করে তাদেরকে আমরা আন্তরিকতার সাথে বরণ করে নিচ্ছিলাম আমাদের ইনস্টিটিউটে। সেই সাথে পরের দিন থেকে খেলা এই বিষয়টা মাথায় রেখে আমরা সবাই মাঠ পর্যায়ে কাজ করার চিন্তা ভাবনা শুরু করেছিলাম। যেহেতু আমাদের টেক্সটাইল ইনস্টিটিউট খেলার আয়োজক তাই আমাদের জন্য অনেক বড় সেক্রিফাইস করার একটা বিষয় ছিল। আমাদের ছেলেমেয়েরা অধিক ভদ্রতার সাথে সুন্দরভাবে তাদের স্বাগতম জানিয়েছিল যা ভুলে যাবার মত নয়। দিনটা সুন্দরভাবে পার হওয়ার পর খেলাটা শুরু হল এবং খেলা শুরু হওয়ার পূর্বে একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল যেগুলোকে মোকাবেলা করে আয়োজক কমিটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে সার্থক হয়েছিল। আমাদের প্রয়োজন ছিল একটা খেলার মাঠ যা আমরা ম্যানেজ করে নিয়েছিলাম এবং একই সাথে আমরা কাজের জন্য স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণ করেছিলাম।
IMG_20240918_132127.jpg
IMG_20240918_132130.jpgIMG_20240918_132133.jpg

অত্র ইনস্টিটিউটের জার্সি উন্মোচিত করে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় এবং খেলা আয়োজক কমিটির সভাপতি শাহ মোহাম্মদ নুরুল আহসান স্যার। তাদের তত্ত্বাবধায় কে সুন্দরভাবে খেলা সুসম্পন্ন হয় যদিও বৃষ্টির কারণে সর্বশেষ ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল এবং যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল শহীদ আব্দুর রব সেরেনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউট এবং বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png


আজকের মত এ পর্যন্তই তবে আগামী দিনগুলোতে নতুন লেখা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই নিজেদের স্বাস্থের যত্ন নেবেন এবং নিজের স্বজনদের খুশি রাখার চেষ্টা করবেন।

সবাইকে অনেক ধন্যবাদ

DeviceName
AndroidRedmi 10C
Camera5 MP f/2.2, Primary Camera 📸
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sheikhtuhin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!