My Prescription photo

in blurt-131416 •  last month 

আসসালামুয়ালাইকুম।
বন্ধুরা,
আমি আজকে আমার নিজের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আমার মাজার সমস্যা নিয়ে বলতে যাচ্ছি। তিন চার বছর যাবৎ আমার মাজার সমস্যা দেখা দিয়েছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কম হয় নি,, আমি গতকাল যশোর নতুন করে ডাক্তার দেখাতে গিয়ে ছিলাম,,এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি তাতে কোনো কাজ হয়নি আমার,,
Assalamualaikum
friends,
Today I will share with you some information about myself. I am going to talk about my temple problem. I have had a problem with my temple for three or four years, I have seen many doctors but it has not subsided, yesterday I went to see a new doctor in Jessore, I have seen many doctors before but it did not work for me.
IMG20241118114157.jpg

IMG20241118114221.jpg
আমি 2023 সালে ডাক্তার চিত্ত রঞ্জন রায়কে দেখিয়েছি। তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে রোগীর দেখে। রোগী দেখার সময় বিকাল সাড়ে তিনটা থেকে। আমি ওনার কাছে থেকে ঔষধ খাওয়ার পরও কোনো প্রকার পরিবর্তন পায় নি। পরে তিনি আমাকে এমন আর আই করতে বলে।এম আর আই রিপোর্ট দেখে ঔষধ খায় আমি,তাতেও কোনো ফলাফল পেলাম না।

I showed Doctor Chitta Ranjan Roy in 2023. He saw the patient at Jessore Ibn Sina Hospital. Patient visiting time is from 3:30 pm. I did not get any change even after taking medicine from him. Later he asked me to do such an MRI. I took medicine after seeing the MRI report, but I did not get any results.
IMG20241118114228.jpg

IMG20241118114238.jpg

IMG20241118114924.jpg
আবার আমি সেই 2023 সালে ডাক্তার শেখ মোহাম্মদ আলী স্যার দেখিয়ে ছিলাম। ডাক্তার শেখ মোহাম্মদ আলী স্যার ল্যাবএইড বসে।ল্যাবএইড ইবনে সিনার পাশে অবস্থিত। ডাক্তার শেখ মোহাম্মদ আলী স্যার বললো ঔষধ খাও আর তুমি নিয়মিত ব্যায়াম করো। তাতেও কোনো ফলাফল পেলাম না। তাই এবার অন্য ডাক্তার দেখিয়েছি দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যায়।

(((ইনশাআল্লাহ))
Again I was showing Doctor Sheikh Muhammad Ali Sir in that year 2023. Doctor Sheikh Mohammad Ali Sir LabAid sits. LabAid is located next to Ibn Sina. Doctor Sheikh Muhammad Ali sir said take medicine and exercise regularly. I did not get any result. So now I have seen another doctor, please pray for me to recover by the grace of God.

(((Inshallah))
IMG20241118114937.jpg
আমি 2022 সালে কালীগঞ্জে ডাক্তার শাহাবুল করিম কে আমার এই রোগের চিকিৎসা করতে গিয়েছিলাম তার কাছ থেকে কোনো প্রকার সমাধান পেলাম না। কালীগঞ্জে ডাক্তার দেখাতে আমি মোট চারবার গিয়েছিলাম কিন্তু কোনো উপকার পায় নি বলে আর যায় নি আমি,,
আমার মাজার সমস্যা জন্য কাজ করতে খুব কষ্ট হয়।
এমনকি পরীক্ষার খাতায় চার ঘণ্টা এক টানা লেখা আমার পক্ষে খুবই কষ্ট হয়।
I went to doctor Shahabul Karim in Kaliganj in 2022 to treat my disease but did not get any solution. I went to see a doctor in Kaliganj four times but I did not go again because I did not get any benefit.
My temple problem makes it very difficult to work.
Even writing in the exam book for four hours straight is very difficult for me.
IMG20241118115005.jpg

এখন আমি যেটা বলবো সেটা হলো ডাক্তার দের বদনাম করবো।
আমাদের বাংলাদেশের ডাক্তার গুলো মানুষের বাচ্চা না। কারণ রোগীর কি রোগ হয়েছে জানোয়ারের বাচ্চারা ভালো করে শোনে না। এক রোগীর পেছনে খুব জোর হলে দুই তিন মিনিটের সময় ব্যয় করে না।আমরা জানি বাংলাদেশের ঔষধের গুনাগুণ ভালো কিন্তু ডাক্তার ভালো না। ডাক্তাররা ব্যবসা করে রোগী নিয়ে। একজন রোগী দেখতে টাকা নেন সাতশো। কিন্তু ডাক্তার রোগীর পেছনে সাত মিনিটও ব্যবহার করে না। সরকার পরিবর্তন হয়েছে ঠিক আছে আমি চায় ডাক্তার গুলার ব্যবস্থা করা হোক।
Now what I will say is that I will defame the doctors.
Our doctors in Bangladesh are not human children. Because baby animals do not listen well to what disease the patient has. If a patient is too strong, he does not spend two or three minutes. We know that the quality of medicine in Bangladesh is good, but the doctor is not good. Doctors do business with patients. He took seven hundred to see a patient. But the doctor does not use even seven minutes behind the patient. The government has changed ok I want doctors to be arranged.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!