Introduce myself. New join blurt committee

in blurt-131416 •  last month 

আসসালামু আলাইকুম ,, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি নতুন করে আপনাদের সহপাঠী হলাম। আমি একজন ছাত্র। পড়ালেখার পাশাপাশি আমি এই ব্লার্ট সাইটে কাজ করতে চাচ্ছি। আমার অনেক আগে স্টিমিট সাইটে কাজ করার অল্প অভিজ্ঞতা আছে। ২০১৮ সালে দিকে আমি স্টিমিটে কাজ করেছিলাম। পরে আমি ট্রেডিং করার কারণে স্টিমিটে কাজ করা বন্ধ করে দিয়। এখন আমি ব্লার্ট সাইটে নতুন করে কাজ করতে যাচ্ছি,,
IMG20240330163129.jpg

IMG20240330163051.jpg

আমার প্রিয় ভাই আব্দুস সামাদ এর কাছ থেকে পরামর্শ নিয়ে ব্লার্ট সাইটে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।
আব্দুস সামাদ ভাইয়ের আইডি নাম @samadbro08
সবাই আব্দুস সামাদ ভাইয়ের আইডি ফলো করবেন।
আমরা সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করবো।
এবং মিলে মিশে কাজ করে ব্লার্ট থেকে টাকা উপার্জন করতে পারি ।

IMG20241122102612.jpg
যশোর
IMG20241122112427.jpg
আমি ডাক্তার দেখাতে যশোর গিয়েছিলাম। সেখানে এই ছবি গুলো তুলা হয়েছিলো। আমি অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি নিয়মিত আপনাদের সাথে থাকা চেষ্টা করবো।
,,,ইনশাআল্লাহ,,,,
Thanks for Visiting my blog**
@imamulsm73

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/how-did-you-come-across-blurt-take-part-in-the-survey-and-get-strong-upvotes-1719947984376