A sunset means the end of a day

in blurt-131416 •  2 months ago 

A sunset means losing another day from life. Every day is lost from our lives. Even after that we try to live. Some people neglect and some people constantly get people's love. But you will get everyone's love. Never expect it because the world is The person who is interested in you is the person who will save the interest but can be well at the end of the day he doesn't have time to see how well you are.

So I think every day of life should be utilized in such a way that we can enjoy life properly. Use every moment of life. Never waste your time carelessly because once a time is gone from our life it never comes back. And at that time we will get it back even if we want it a thousand times. If we want to get our childhood back now, I put the question to you.

IMG_20241128_195122_610.jpg

Yesterday afternoon I went out for a walk in the morning in the winter days it is very difficult to go out and in the afternoon it feels pretty good so I was very happy to go to a place why I have not been there so many of my friends and my friends went there together I didn't go because of that I contacted some friends near my house and made a plan to go to that place about two days before today.

I shared with us that I could not go due to various problems, so I made a plan to go there tomorrow and we all made a preparation to go there, then called them to come to our house, then after seeing them come to our house, I got ready with breakfast. After eating breakfast, I finished this and then went out to go to that place.

First of all, the beauty of the village is so beautiful that it cannot be described and to enjoy every beauty you must experience it closely but you can enjoy it in a very beautiful way. We don't have time. Compare this with your life to some extent and you will find similarities.

After that we took a rickshaw straight to the place after visiting the place which actually looked so much more beautiful than I had ever imagined. It is almost completely quiet around and nothing can be heard except the call of birds and enjoying this beautiful moment is another joy of life. Actually during winter guest birds come to our country and they stay in our country but there are some bad people who accept these birds. When we got there, we saw several people come to acknowledge the birds.

IMG_20241128_195116_424.jpg

IMG_20241128_195117_794.jpg

IMG_20241128_195120_262.jpg

Actually they come to our house as guests I don't know how much it is nice for us to admit them but I think this is totally unfair then I talked to them they got more angry with me actually I just told them don't admit them they are here Beauty has come to increase for us and why are you ruining their joy.

However, I didn't say anything because they were angry, we all got busy watching the sunset. In fact, when the sun was sinking in the western sky, the trees were illuminated by its light, which you can understand by looking at my photography. I loved it so much I have never enjoyed a sunset moment so close.

But I would like to thank my friend very much who informed me about this place and took me to this place otherwise I would have never been able to enjoy this beauty of nature and being close to nature calms my mind as well as my mind. All the problems that exist are also largely eliminated so if you ever need to protect nature then definitely use it.

And one request to all, please refrain from hunting guest birds, they come here to protect our environment, they come here as guests, arrange for them to return as guests, try to take legal action against those who admit it, hope our environment and each of us is beautiful again. will become

IMG_20241128_195110_045.jpg

IMG_20241128_195112_003.jpg

IMG_20241128_195114_358.jpg

একটা সূর্যাস্ত যাওয়া মানে হচ্ছে জীবন থেকে আরো একটা দিন হারিয়ে ফেলা প্রতিটা দিন এভাবেই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তার পরেও আমরা বেঁচে থাকার চেষ্টা করছি কিছু মানুষ অবহেলিতভাবে আবার কিছু মানুষ প্রতিনিয়ত মানুষের ভালোবাসা পেয়ে আসলে আপনি সবার ভালোবাসা পাবেন এটা কখনো আশা করবেন না কারণ দুনিয়াটা হচ্ছে স্বার্থের আপনার কাছে যে মানুষ স্বার্থ উদ্ধার করবে সে মানুষটাই কিন্তু ভালো থাকতে পারবে দিন শেষে আপনি কতটা ভালো আছেন এটা দেখার মত সময় তার নেই।

তাইতো আমার মনে হয় জীবনের প্রতিটা দিন প্রতিটা সময় এমনভাবে কাজে লাগানো উচিত যেন জীবনটাকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারি জীবনের প্রতিটা সময়কে আপনি কাজে লাগান আপনার সময়টাকে কখনো অবহেলায় হারিয়ে ফেলবেন না কারণ একটা সময় যখন আমাদের জীবন থেকে একবার চলে যায় সে সময়টা কিন্তু আর ফিরে আসে না আর সেই সময় আমরা হাজার বার চাইলেও ফিরে পাবো আমরা যদি এখন চাই আমাদের ছোটবেলাটা ফিরে পেতে তাহলে কি পাব প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম।

গতকাল বিকেলে ঘুরতে বের হয়েছিলাম শীতের দিনে সকালবেলা বের হওয়াটা একেবারেই কষ্টকর হয়ে যায় আর বিকেলবেলা বের হলে মোটামুটি বেশ ভালই লাগে তাই একটা জায়গায় যাওয়ার জন্য অনেকটা আনন্দ হচ্ছিল কেন জায়গাটা আমার এ পর্যন্ত যাওয়া হয়নি আমার অনেক ফ্রেন্ড এবং আমার বন্ধুরা মিলে ওখানে গিয়েছিল আমি যাইনি যার কারণে আমার বাড়ির পাশের কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে যোগাযোগ করে ওই জায়গায় যাওয়ার জন্য একটা প্ল্যান করি আজ থেকে প্রায় দুই দিন আগে।

IMG_20241128_195105_009.jpg

IMG_20241128_195106_534.jpg

IMG_20241128_195108_464.jpg

আমাদের সাথে তো শেয়ার করলাম বিভিন্ন রকম সমস্যার কারণে আর যাওয়া হয়নি তাই কালকে যাওয়ার জন্য প্ল্যানটা করি এবং সবাই মিলে ওখানে যাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করি এরপর ওদেরকে ফোন দিয়ে বলে আমাদের বাসায় আসার জন্য তারপর আমাদের বাসায় আসে আসার পর দেখে নাস্তা দিয়ে আমি রেডি হতে থাকি ওটা নাস্তা খাওয়া শেষ আমার এই হওয়া শেষ তারপর বেরিয়ে পড়ি ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে।

প্রথমত বলব গ্রামের সৌন্দর্য এতটাই সৌন্দর যেটা বর্ণনা করার মত না আর প্রতিটা সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে কাছ থেকে উপভোগ করতে হবে তাহলেই কিন্তু আপনি খুব সুন্দর ভাবে সেটা উপভোগ করতে পারবেন আমরা অনেকেই সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র সৈকতে যাই কিন্তু নিজেদের কাছে যে সৌন্দর্যগুলো সেগুলো দেখার মত সময় আমাদের কাছে নাই। এই কথাটা আপনাদের জীবনের সাথে কিছুটা হলেও মিলিয়ে নেবেন দেখবেন মিল পাবেন।

এরপর আমরা সোজা একটা রিকশা নিয়ে চলে গেলাম ওই জায়গাতে জায়গায় যাওয়ার পর আসলে এত পরিমাণে সুন্দর লাগছিল যেটা আমি কখনো কল্পনাও করিনি। চারপাশে মোটামুটি একেবারেই নিরিবিলি শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কোন কিছুই শোনা যাচ্ছে না আর এই সুন্দর মুহূর্ত উপভোগ করা মানেই হচ্ছে জীবনের আরও একটা আনন্দ পাওয়া আসলে শীতের সময় অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে এবং তারা আমাদের দেশেই থাকে কিন্তু কিছু খারাপ লোক আছে যারা কিনা এই পাখিগুলোর স্বীকার করার জন্য পাগল হয়ে যায় আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন দেখলাম বেশ কিছু মানুষ পাখি স্বীকার করার জন্য এসেছে।

আসলে ওরা অতিথি হয়ে আমাদের বাড়িতে আসে ওদেরকে স্বীকার করা আমাদের জন্য কতটি ও শোভনীয় সেটা আমি জানিনা তবে আমার মনে হয় এই কাজটা একেবারেই অন্যায় এরপর আমি ওদের সাথে কথা বললাম ওনারা আমার উপর বেশি রেগে গেলেন আসলে আমি ওনাদেরকে শুধুমাত্র বললাম ওদেরকে স্বীকার করবেন না ওরা তো এখানে আমাদের জন্য সৌন্দর্য বাড়াতে এসেছে এবং ওদের এই আনন্দ আপনারা কেন মাটি করে দিচ্ছেন।

যাইহোক ওরা রেগে যাওয়ার কারণে আমি আর কোন কথা বলিনি আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখার আনন্দে ব্যস্ত হয়ে পড়েছি আসলে সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল তখন গাছের উপর তার আলোটা পড়ার কারণে চারপাশ এত পরিমাণে আলোকিত হয়ে পড়েছিল যেটা আপনার আমার ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে এত পরিমানে ভালো লাগছিল আমি খুব কাছ থেকে এভাবে সূর্যাস্ত ডুবে যাওয়ার মুহূর্ত উপভোগ করিনি।

তবে আমি আমার ওই ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে কিনা আমাকে এই জায়গা সম্পর্কে অবগত করেছে এবং এই জায়গাতে আমাকে নিয়ে গেছে তা না হলে প্রকৃতির এই সৌন্দর্য আমি কখনোই উপভোগ করতে পারতাম না আর প্রকৃতির কাছাকাছি গেলে যেমন নিজের মনটা শান্ত হয়ে যায় ঠিক তেমনি নিজের মনের যত সমস্যা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই দূর হয়ে যায় তাই প্রকৃতিকে রক্ষা করতে যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগাবেন।

আর সবার কাছেই একটা অনুরোধ করবো অতিথি পাখি শিকার করা থেকে বিরত থাকুন এরা আমাদের পরিবেশ রক্ষার জন্যই এখানে আসে অতিথি হয়ে আসে তাদেরকে অতিথি হয়ে আবার যাওয়ার ব্যবস্থা করে দিন যারা স্বীকার করে তাদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করুন আশা করি আমাদের পরিবেশ এবং আমাদের প্রতিটি আবার সুন্দর হয়ে উঠবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!