Moments watching movies with friends

in blurt-131416 •  2 months ago 

IMG_20241220_185327_526.jpg

Everyone loves to make their own hobby, and I am no exception. So today I started waiting with great interest to make my own hobby because I sent my mom to the market. In fact, today I will be making papan. I had seen many ways on YouTube, but I couldn't find it anywhere as easy as my mom explained it to me. Some of my friends are coming to our house, so they requested me to make pavan today with Maggi masala.

You all know that popcorn is a very favorite thing that everyone likes a lot and it's fun to eat it while watching a movie, but today my friends are coming over. We saw a new horror movie. We haven't seen it yet. We saw the lyrics at 11. The only thing left to see is the movie. So everyone decided that everyone would stay at our house tonight. So without delay, I

Everyone will be at our house, watching movies, having fun, cooking, but before that, I roasted popcorn in the evening and kept it in a box so that it would stay hot. I will definitely take some photographs of how I roasted it. I will share them with you. I will also share with you the fun I had with my friends.

In the first situation, I had a lot of fun with my friends because they came to our house in the afternoon. Then I made tea for them. Mom had already made pitha. Then, when they came, I gave them pitha and tea and breakfast. They ate tea and breakfast and we talked for a long time. After talking, I prayed and made popcorn with Mom.

To be honest, the popcorn was so much fun because of the spices. What else can I do? It was so good to eat. We had dinner and rested for a while. Then we all woke up around 12:30 at night because we all decided to watch a movie at night so that we would feel a little scared. Many people get scared when they hear a movie or a horror story, so we decided that we would all watch a movie at night so that we would get a little scared.

Because my friends thought they were bad, they weren't afraid, so today I did this to scare them. First of all, what I did was close all the doors and windows in our room, then we started watching a movie on our TV, thinking that we would all have fun together. In fact, I was eating while watching the movie, which made it even more fun.

The joy of watching a movie together is truly different, and if there is a little more joy in the midst of joy, then there is nothing wrong with that. I took cold cola drinks with me, which I like very much. I like them a lot, and besides eating them, we all enjoyed watching the movie together. What more can I say, we were so scared after watching the movie.

Everyone started hiding their faces under the blankets while watching the movie. I said, "You guys won't be scared, then why are you so scared?" They said, "The movie is really scary. How can you watch such a scary movie? I don't understand. The two of them were in a state of crying with fear. Then what else should I do? I turned off the TV. If I get too scared, there's a chance that something else will happen later."

IMG_20241220_185327_784.jpg

This is how I enjoyed last night with everyone and we all had a lot of fun together. Friends, this is the first time I have shared these things in my life. May everyone be well, may Allah protect us.

শখের জিনিস তৈরি করতে সবাই পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তাইতো আজকে নিজের শখের জিনিস তৈরি করার জন্য অনেকটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম কেননা আম্মুকে বাজারে পাঠিয়েছিলাম আসলে আজকে আমি পাপন তৈরি করব অনেকভাবেই আমি ইউটিউবে দেখেছিলাম তবে আম্মু যতটা সহজ ভাবে আমাকে বুঝিয়েছিল ততটা সহজ আমি আসলে কোথাও দেখতে পাইনি আমার কিছু ফ্রেন্ড আমাদের বাসায় আসবে তাই ওরা অনুরোধ করলো আমি যেন ম্যাগি মাসালা দিয়ে আজকে পবন তৈরি করি।

আপনারা সবাই জানেন পপকন খুবই ফেভারিট একটা জিনিস যেটা সবাই অনেক বেশি পছন্দ করে আর মুভি দেখতে দেখতে কখন খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আজকে আমার ফ্রেন্ডরা আসবে আমরা একটা নতুন হরর মুভি দেখেছি এখনো দেখা হয়নি বললেই চলে এগারোটার লিরিক্স দেখেছিলাম শুধুমাত্র মুভিটা দেখা বাকি তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে সবাই আমাদের বাসায় থাকবে তাই দেরি না করে আমি

সবাই আমাদের বাড়িতে থাকবে মুভি দেখবে আনন্দ করবে রান্না বান্না করবো কিন্তু সেটা করে আগে আমি সন্ধ্যার সময় পপকন ভেজে নিয়েছিলাম এবং সেটা একটা বক্সে রেখে দিয়েছি যেন গরম থাকে তো আমি যেভাবে ভেজেছিলাম তার কিছু ফটোগ্রাফি অবশ্যই তুলেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার বন্ধুদের সাথে কি কি আনন্দ করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।

প্রথম অবস্থায় আমি যেটা করেছি বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দ করেছি কেননা ওরা বিকেলবেলা আমাদের বাসায় চলে এসেছে এরপর আমি ওদের জন্য চা বানিয়েছিলাম আম্মু আগে থেকেই পিঠা তৈরি করে রেখেছে এরপর ওরা আসার পরে ওদেরকে পিঠা দিয়েছি এবং চা নাস্তা দিয়েছে ওরা চা-নাস্তা খেয়ে অনেকক্ষণ আমরা গল্প করলাম গল্প করার পর নামাজ পড়ে নিয়ে আম্মুর সহ পপকন তৈরি করলাম।

সত্যি কথা বলতে মশলা দেওয়ার কারণে পপকন এত পরিমাণে মজা হয়েছে কি আর করব খেতে এত ভালো লেগেছে আমরা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর রাত সাড়ে বারোটার দিকে সবাই ঘুম থেকে উঠে পড়লাম কেননা সবাই ডিসাইড করেছিলাম যে রাতে মুভি দেখব যাতে করে কিছুটা ভয় ভয় আমাদের মধ্যে কাজ করে। অনেকেই মুভি বা হরার কোন গল্প শুনলে ভয় লাগে তো আমরাও তার জন্যই সিদ্ধান্ত নিয়েছি সবাই অনেক রাতে মুভি দেখব তাহলে কি হবে একটু ভয় আমরা পাব।

IMG_20241220_185327_463.jpg

IMG_20241220_185327_171.jpg

কারন আমার ফ্রেন্ডরা বাজে ধরে ছিল তারা নাকি ভয় পায় না তাই আজকে তাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত এই কাজ তো প্রথমত আমি যেটা করেছি আমাদের ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়েছি তারপর সবাই মিলে আনন্দ করবো বলে আমাদের টিভির মধ্যে একটা মুভি আমরা দেখা শুরু করে দিয়েছি আসলে মুভিটা দেখতে দেখতে কখন খাচ্ছিলাম যার কারণে আরো বেশি মজা লাগছিল।

সবাই মিলে মুভি দেখার আনন্দটা আসলেই অন্যরকম আর আনন্দের মাঝে যদি আরো একটু আনন্দ হয় তাহলে তার কোন কথাই নেই আমার সাথে ঠাণ্ডা কোল ড্রিংস নিয়েছিলাম যেটা আমার খুবই পছন্দের মজ আমি অনেক বেশি পছন্দ করি আর এটা খাওয়ার পাশাপাশি সবাই মিলে আনন্দ করেছি মুভি দেখেছি মুভি দেখে আমরা এত পরিমাণে ভয় পেয়েছি কি আর বলবো।

মুভি দেখতে দেখতে সবাই কম্বলের নিচে মুখ লুকাতে লাগলো আমি বললাম তোরা অনেকে ভয় পাবে না তাহলে এত ভয় পাচ্ছিস কেন তারা বলল মুভিটা অনেক বেশি ভয়ংকর তোমরা আসলে এত ভয়ঙ্কর মুভি কিভাবে দেখো আমি তো বুঝতেই পারছি না দুজন তো ভয়ে একেবারে কান্না করার অবস্থা। তারপর আমি আর কি করবো আমি টিভি বন্ধ করে দিয়েছি ক্যামেরা অতিরিক্ত ভয় পেলে পরে আবার অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকবে।

এভাবেই আমি গতকালকের রাতটা সবাই মিলে উপভোগ করেছি এবং সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি তো বন্ধুরা আমি আমার জীবনের প্রথম এই বিষয়গুলো শেয়ার করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Watching movie with friends and having popcorn made the moment more enjoyable but when it's a horror movie, maybe I wouldn't be able to enjoy because I felt scared. Just like your friends, I would surely just hide my face in the blanket.