আপনারা কমবেশি সকলেই জানেন, আমি কিপ্টো মার্কেটের সাথে ভালোভাবে সম্পৃক্ত আছি। এতদিন থাকার ফলে অনেক কিছু শিখেছি, জেনেছি কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত ভয়ানকের এক অভিজ্ঞতা হলো যে অভিজ্ঞতা আমাকে আরো অনেক কিছু শিখিয়ে দিল। সত্যি কথা বলতে এই মার্কেট কারো কথা মত চলে না, মার্কেট মার্কেটের মতই চলে। যদিও টেকনিক্যাল এনালাইস বলে একটা কথা আছে, সেটাও জানো কাজ করে না ।
![]() |
---|
আমরা সকলেই একটা জিনিস জানি কিপ্টো মার্কেট অনেক বেশি ঘোলাটে মার্কেট কিন্তু এত বেশি ঘোলাটে এটা আমার কখনো জানা ছিল না। বেশ কয়েকদিন হয় মার্কেট বেশ ডাউনে কিন্তু গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এতটা ভয়াবহ পরিস্থিতি হবে সেটা মনে হয় কারো জানা ছিল না।। মার্কেট এমনভাবে ক্রাশ করেছে যেটা কিনা মানুষের টনক নুড়িয়ে দিয়েছে। আপনারা উপরে একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন সবকিছু লাল হয়ে গেছে আর কত পাচ্ছেন করে ডাউন।।
![]() |
---|
আপনারা জানেন আমার বেশ কিছু টাকা এই মার্কেটে ইনভেস্ট করা আছে ।। এক রাতের মধ্যে যেন আমার অর্থ সব তোলানিতে এসে ঠেকেছে।। শুধু আমার না হাজারো মানুষের অবস্থা একই রকম, সবাই অনেক হতাশার মধ্যে পড়ে গেছে কি হবে এই মার্কেটে?? যদিও এরকম ক্রাশ এর আগে একবার হয়েছিল পর মার্কেট আবারও ঘুরে দাঁড়িয়েছে এবার কি হয় এটাই দেখার অপেক্ষা।
![]() |
---|
আপনারা অনেকেই জানেন এখানে অনেক মানুষ ফিউচার ট্রেড করে থাকে। আর গত ২৪ ঘন্টার মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষের অর্থ একদম নিঃস্ব করে দিয়েছে মানে তাদের অর্থ একদম জিরো করে দিয়েছে। তাহলে একবার ভাবুন কত মানুষ এক রাতে নিঃস্ব হয়ে গেছে।
![]() |
---|
আমাদের স্টিম প্রাইজ $0.13 চলে এসেছে মুহুর্তের মধ্যে।। যদিও এখন কিছুটা রিকভার করেছে।। এরকম কিছু কিছু কয়েন রয়েছে সেগুলো ৫০% নিচে চলে এসেছে। আমার কিছু পরিচিত ভাই আছে তাদের অনেক টাকা ইনভেস্ট এই মানুষগুলো এখন হাই হতাশ শুরু করে দিয়েছে।। একটা জিনিস আমি বুঝি মার্কেট যত নিচেই যাক না যেন আমরা যদি আমাদের অর্থ Hold করতে পারি তাহলে আমাদের অর্থগুলো আবারও রিকভার হবে কিন্তু সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে।
সাময়িকের জন্য আমাদের সবাইকে অনেক বেশি ভাবনার মধ্যে ফেলে দিয়েছে কিপ্টো মার্কেট।। অনেকের প্রশ্ন কিপ্টো মার্কেটের কি হবে?? আসলে কি একদম নিঃস্ব হয়ে যাবে?? এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে ঢুকে গেছে। আবার দেখলাম বেশ কিছু ভাই তারা এত বেশি ভয় পাচ্ছে যার জন্য তাদের অর্থ যেটুকু আছে ওইটুকুই নিয়ে বেরিয়ে পড়ছে।
সত্যি অনেক ভয়াবহ অভিজ্ঞতা হল।। এই কিপ্টো মার্কেটে অসম্ভব বলে কিছু নেই।। আপনি যেরকমটা ভাববেন ঠিক তার উল্টোটাই হবে যেটা আপনার কল্পনাতেও নেই। ঠিক সেরকমই হল এক রাতের মধ্যে।।
যাইহোক যেহেতু অনলাইনে আছি ইনশাআল্লাহ থাকবো এবং এর শেষ দেখে ছাড়বো। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
গুগল থেকে স্ক্রিনশট নেওয়া