মেয়েটা তার কিবরিয়া চাচ্চুর জন্য অনেক বেশি কান্না করেছিল কয়েকদিন আগে। যা আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। আমি যখনই তার কান্না দেখেছি ভীষণ খারাপ লেগেছে। যার কারনে আজকে এই পোস্টে আপনাদের মাঝে শেয়ার করলাম। কিছুদিন আগে আমি কুষ্টিয়া মেয়েরপুর জেলায় গিয়েছিলাম। সেখানে তার খুবই প্রিয় একটি চাচ্চু ছিল। তার নামটি ছিল কিবরিয়া। অল্প কয়েকদিনের মধ্যে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। কান্নার একটি ছবি এবং তাদের ঘরের কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।
The girl cried a lot for her uncle Kibria a few days ago. Which hurt me a lot. Whenever I saw her cry, I felt very bad. That's why I shared this post with you today. A few days ago, I went to Meyerpur district of Kushtia. There she had a very dear uncle. His name was Kibria. In a few days, she fell in love with him a lot. Which impressed me a lot. I have shared a picture of her crying and some pictures of their house with you.
You have shared some beautiful moments of photography. I like your photography very much. I like each of your photography very much. You have analyzed the subject of these photographs very nicely. Thank you for sharing such beautiful moments of photography with us.