Assalamualaikum.
Good morning to everyone and to present today's regular photography post. Hopefully, everyone is well with the infinite mercy of Allah Almighty. Alhamdulillah, I am also well with everyone's prayers and the immense mercy of Allah Almighty.
An OMS Center
Hili Charmatha, Hakimpur, Dinajpur. This is a special part of a food security project of the Bangladesh government. Except on government holidays, five kg of rice is distributed against each ID card at a price of 30 taka per kg every day. Today is no exception. Although the rice distribution time is at nine in the morning, the beneficiaries have been standing in line since early morning. I captured the pictures on my mobile phone camera at around eight thirty in the morning.
At that time, I often walk on this path. Half an hour after taking the picture, as usual, when the rice is brought from the godown, the rice distribution starts. I was present at this center until 12:15 PM and saw that rice sales and distribution were going on as usual.
Thank you to the government of Bangladesh.
আচ্ছালামোআলাইকুম।
সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে, মহান আল্লাহর অপার করুণায় ভাল আছি।
একটি ওএমএস কেন্দ্র
হিলি চারমাথা ,হাকিমপুর, দিনাজপুর । এটি বাংলাদেশ সরকারের খাদ্য নিরাপত্তার একটি প্রকল্পের অংশ বিশেষ। সরকারি ছুটির দিন ছাড়া, প্রতিদিনই ৩০ টাকা কেজি দরে,প্রতি আইডি কার্ডের বিপরীতে পাঁচ কেজি চাউল বিতরণ করা হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। সকাল নয়টায় চাউল বিতরণের সময় থাকলেও, উপকারভোগীরা অনেক সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। ছবি গুলো সকাল সাড়ে আটটার দিকে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেছিলাম ।
এসময় আমি প্রায়ই এই পথে হাঁটাহাঁটি করি। ছবি ধারণের আধা ঘন্টা পরে, যথারীতি গোডাউন থেকে চাউল আনা হলে , চাউল বিতরণ শুরু করা হয়। দুপুর পৌনে বারোটা পর্যন্ত আমি এ কেন্দ্রে উপস্থিত হয়ে দেখতে পাই , যথারীতি চাউল বিক্রয় শৃঙ্খলার সাথে বিতরন চলছিল।
ধন্যবাদ বাংলাদেশ সরকার কে।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | #News |