Random Photography of a Very Old Clay Vessel(Kalas(Pitcher) or Sora)

in blog •  6 days ago 

Good Night 😴 🌉
Picsart_24-11-15_13-06-07-360~2.jpg

Assalamu Alaikum
Greetings to everyone and today I am writing to give you a regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends, today I have brought for you as a gift "
Random Photography of an Exceptional Earthen Pot". This is a pot that is about 100 years old. Do you understand what is done with it, what is its name?

আসসালামু আলাইকুম
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম. আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন. আলহামদুলিল্লাহ,আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি .
বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে তুলে এনেছি "একটি ব্যতিক্রমী মাটির পাত্রের
রেনডম ফটোগ্রাফি"। এটি প্রায় ১০০ বছরের পুরাতন একটি পাত্র। বুঝতে পারছেন এ দিয়ে কি করা হয় এর নামই বা কি?

20241112_171559.jpg

20241112_171628.jpg

20241112_171714.jpg

20241112_171734(0).jpg

20241112_171743.jpg

20241112_171756.jpg

20241112_171800(0).jpg

20241112_171821.jpg

20241112_171844.jpg

20241112_171905.jpg

20241112_171907.jpg

20241112_171912.jpg

20241112_171928(0).jpg

20241112_171931.jpg

20241112_171932.jpg

20241112_171844.jpg

20241112_171802(0).jpg

This is an earthen pot. But not an ordinary earthen pot. This is an earthen pot made over a hundred years ago. In the past, these earthen pots, used by the king, landlords and farmers with more land, were used to maintain their tradition. This is more traditional and more valuable than the chemical and metal utensils used today. Whether it is for use or for collection. However, even though it is an earthen pot, not many people had the ability to collect it at that time. Whether you call it a kadi or a pai or a paisa, its value was a lot at that time. At the time it was used, a paisa is now about five thousand taka. So only people with money collected these to maintain their tradition. And nowadays, metal utensils and chemical utensils can never be compared to this. The craftsman who made this is no longer there. Although there are many descendants of the craftsman, they can no longer make it like this. And what can be done with making it, it has lost out to chemical and metal utensils. That's why no one wants to use these clay utensils these days. Even if a few people use them, others frown upon them. So even if there are a few users, they may also use them secretly.

এটি একটি মাটির পাত্র. তবে সাধারণ মাটির পাত্র নয়। এটি একশো বছরের উপরে বানানো একটি মাটির পাত্র। আগেকার দিনে এসব মাটির পাত্র, রাজা গজা, জমিদার ও বেশি বেশি জমি ওয়ালা কৃষকগণ, এসব তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যবহার করে থাকতো। আজকের যত প্রকার কেমিক্যাল তৈজসপত্র ও মেটাল তৈজসপত্র ব্যবহার হয়ে থাকে, এটি তার চেয়ে বেশি ঐতিহ্যবাহী এবং বেশি মূল্যমানের। তা ব্যবহার করতেই হোক আর সংগ্রহ করে রাখার জন্যই হোক। তবে এটি মাটির পাত্র হলেও সে সময় অনেকের এটিই সংগ্রহ করার মত ক্ষমতা অনেকের ছিল না। এক কড়ি বা একপাই বা এক পয়সা যাই বলুন না কেন, তার মূল্য সে সময় অনেক ছিল। এটা যে সময় ব্যবহার করা হয়েছিল, সে সময়কার এক পয়সা এখন প্রায় পাঁচ হাজার টাকার মত। তাই এগুলোকে শুধুমাত্র পয়সাওয়ালা ব্যক্তিরাই তাদের ঐতিহ্য বজায় রাখার জন্য সংগ্রহ করত। আর আজকালকার দিনে মেটাল বলেন আর কেমিক্যাল তৈজসপত্র বলেন এর সাথে কখনোই তুলনা করা যাবে না। এটাকে যে কারিগর তৈরি করেছেন, সে কারিগর আজ আর নাই। কারিগরের বংশধরেরা অনেকে থাকলেও, এভাবে আর তৈরি করতে পারে না। আর তৈরি করেই বা কি করবে, কেমিক্যাল এবং মেটাল তৈজসপত্রের কাছে এ হার মেনেছে। তাই এসব মাটির তৈজসপত্র আজকাল আর কেহ ব্যবহার করতে চায় না। দু চার জন ব্যবহার করলেও, তা দেখে অন্যেরা নাক সিটকায়। তাই দু চার জন ব্যবহারকারী থাকলেও তারাও হয়তো গোপনে গোপনে ব্যবহার করে থাকে।

20241112_171905.jpg

Picsart_24-11-15_12-57-32-177~2.jpg

20241112_171728.jpg

20241112_171734.jpg

20241112_171755(0).jpg

20241112_171803(0).jpg

20241112_171820(0).jpg

20241112_171842.jpg

20241112_171755(0).jpg

20241112_171806(0).jpg

20241112_171826(0).jpg

20241112_171931(0).jpg

20241112_171934.jpg

20241112_171947(1).jpg

20241112_171912.jpg

It is called Sara in our regional language. It is a container for storing water or drinking water. In the past, kings and landlords used to store or drink water in this "Sara". Many people used to decorate it beautifully in their houses. It is a spectacular earthenware pot. It is known from the domestic house that this Sara also had a beautiful lid, which has not been found since about 50 years ago.
The picture of the Sara was taken yesterday. It was found in a very old domestic house. The domestic wife of this house is still preserving the memory of her father-in-law. It is kept on the roof of their house. When it was taken down to the ground while cleaning the roof, it came to my attention at one point. At that time, I captured the pictures with my mobile phone camera. I captured many pictures. Because it was sometimes placed on the ground, sometimes in the hand, sometimes turned around, sometimes carried on the shoulder, sometimes in the lap. The purpose is that the next generation of thousands of years can know what this earthenware pot, which is over 100 years old, was like.

এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সরা বলে থাকে। এটা একটি পানি রাখার বা পানি পান করার পাত্র। আগেকার দিনে রাজা ও জমিদারগণ এ "সরা"য় পানি রাখতো বা পান করত। অনেকে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়েও রাখত। এটি দর্শনীয় একটি মাটির পাত্র। গার্হস্থ বাড়ি থেকে জানা যায়, এ সরাটির একটি সুন্দর ঢাকনাও ছিল তা প্রায় ৫০ বছর আগে থেকে আর পাওয়া যায় না।
সরাটির ছবি গতকাল তোলা হয়েছে। একজন অতি পুরাতন গার্হস্থ্য বাড়ি থেকে এটি পাওয়া গেছে। এ বাড়ির গার্হস্থ্য বৌ তার শ্বশুরের বাবার স্মৃতি আজও সংরক্ষণ করছে। এটি তাদের ঘরের ছাদে রাখা হয়। ছাদ পরিষ্কার করতে গিয়ে মাটিতে নামানো হলে, এক সময় আমার নজরে আসে। সে সময় আমি মোবাইল ফোনের ক্যামেরায় ছবিগুলো ধারণ করি। অনেকগুলো ছবি ধারণ করি । কেননা এটি কি কখনো মাটিতে রেখে, কখনো হাতে রেখে, কখনো ঘুরিয়ে ফিরিয়ে কখনো, কাঁধে নিয়ে, কখনো কোলে নিয়ে ছবি ধারণ করা হয়েছে। উদ্দেশ্য ১০০ বছরের উপরের এই মাটির পাত্রটি কিরকম ছিল, কেমন ছিল, তা যেন হাজার হাজার বছর পরেরপ্রজন্ম জানতে পারে।

Picsart_24-11-15_13-00-30-149~2.jpg

20241112_171931.jpg

20241112_171937(0).jpg

20241112_171946(0).jpg

20241112_171904(0).jpg

20241112_171911(0).jpg

20241112_171931(0).jpg

20241112_171938(0).jpg

20241112_171814(0).jpg

20241112_171820(0).jpg

20241112_171903(0).jpg

20241112_171912.jpg

Friends, this was my talk about photography today and some random photography.
Hope everyone likes it.

বন্ধুরা, এই ছিল আমার আজকের ফটোগ্রাফি নিয়ে কিছু কথা ও রেনডম ফটোগ্রাফি।
আশা করি সবার ভালো লাগবে।
Picsart_24-11-15_13-06-07-360~2.jpg

Blogger and photographer@mrnazrul
Use camera 📸🤳 Handset
CetegoryPhotography blog
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!