In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum
*Wishing everyone a happy Friday, I sat down to give you today's regular post,
I hope everyone is well. Alhamdulillah, we are all well too_
Friends, today I have brought you some random photography and videography from wandering around the area as a gift.
Need is the Driving Force or Driving Force of Man. It can be said that all living beings are the driving force. Need teaches us what to do, which path to follow. Our ingrained idea is that man is a slave to habit. But although this is somewhat correct, I do not think it is completely correct. I think that man is a slave to need. Need is determined to pull man behind it and that is the only way to solve it. Wherever need pulls us, we also keep following it. That is, need is the engine, and action is its compartment. As long as our need is not met, we continue to follow need. When one need is met, another need appears. Need goes on for the rest of our life. But the interesting thing is when need will come! It is difficult to say what else will be needed.
প্রয়োজন হলো মানুষের চালক গুরু বা চালিকা শক্তি। বলা যায়, সকল চলমান জীবেরই চালক গুরু। প্রয়োজন আমাদেরকে শিখিয়ে থাকে আমাদেরকে কি করতে হবে, কোন পথে চলতে হবে। আমাদের বদ্ধমূল ধারণা মানুষ অভ্যাসের দাস। কিন্তু কথাটি কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি না। আমি মনে করি মানুষ প্রয়োজনের দাস। প্রয়োজন মানুষকে তার পিছনে পিছনে টেনে নিতে বদ্ধপরিকর এবং যাতে রয়েছে সমাধানের একমাত্র উপায় । প্রয়োজন আমাদের কে যেদিকে টেনে নিয়ে যায় আমরাও তার পিছনে পিছনে চলতে থাকি। অর্থাৎ প্রয়োজন হল ইঞ্জিন, আর কর্ম হল তার বগি। আমাদের প্রয়োজন যতক্ষণ মিটেনি ততক্ষণ আমরা প্রয়োজনের পিছনে অবিরত চলতে থাকি। একটি প্রয়োজন মিটে গেলে, আরেকটি প্রয়োজন এসে হাজির হয়। প্রয়োজনে প্রয়োজনে চলে সারা জীবন। তবে মজার বিষয় হলো প্রয়োজন কখন আসবে! আর কি প্রয়োজন হবে তা কিন্তু বলা মুশকিল।
Need changes moment by moment. Which is limited to a certain time. From second to hour, hour to day, day to month, month to year, year to era, era to century. In this way, need pushes us to grave. Need is as multifaceted as time. It has been seen that even after death, sometimes a very big need appears to us. As a result, need calls us to it even from death. The controller of all needs is Allah Almighty.
One such need made us leave the house that day. The time was in the afternoon, a little before evening. The need was very great. So need had to beckon me, us to follow it. That is why we kept running after it. At some point, need takes us to its destination. Along with us. After quickly fulfilling the need there, we set off again towards home after need. At that very time, need picks us up in a van. This time, Necessity loaded his necessary belongings into the van and picked us up. At this time, Necessity began to urge us to be more necessary.
মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল প্রয়োজন। যাহা নির্ধারিত একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। সেকেন্ড থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস, মাস থেকে বছর, বছর থেকে যুগ, যুগ থেকে শতাব্দি। এভাবে কবর পর্যন্ত প্রয়োজন আমাদেরকে ঠেলে নিয়ে যায়। প্রয়োজন সময়ের মতোই বহুরূপী । দেখা গেছে, মৃত্যুর পরও কখনো কখনো অনেক বড় প্রয়োজন আমাদের কাছে হাজির হয়। এর ফলে প্রয়োজন মৃত্যু থেকেও ডেকে নিয়ে যায় তার দিকে। সকল প্রয়োজনের নিয়ন্ত্রক মহান আল্লাহ তা'আলা।
এমনই এক প্রয়োজনে সেদিন আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। সময়টা ছিল বিকাল বেলা, ছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে। প্রয়োজনটা ছিল অনেক বেশি। তাই প্রয়োজন আমাকে, আমাদেরকে হাতছানি দিতে ছিল তার পিছনে পিছনে যাওয়ার জন্য। এজন্যই আমরা তার পিছনে পিছনে ছুটতে থাকি। একসময় প্রয়োজন তার গন্তব্যে নিয়ে যায়। সাথে আমরা। সেখানকার প্রয়োজন তড়িঘড়ি মিটিয়ে আমরা আবার প্রয়োজনের পিছনে বাড়ির দিকে রওনা দেই। ঠিক সেই সময় আমাদেরকে প্রয়োজন একটি ভ্যান গাড়িতে উঠিয়ে দেয়। এবার প্রয়োজন তার প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যান গাড়িতে উঠিয়ে, আমাদেরকে উঠিয়ে নিল।। এ সময় প্রয়োজন আরও প্রয়োজনের তাগিদ দিতে লাগলো।
)
The van is moving. Seconds to minutes, minutes to minutes more. Now the need tells us, you should take videography and pictures of the surroundings from the van. What else to do. When the need says so, you have to take pictures. Now the need asks us to put our hand in our pocket and take out our mobile phone. We took out our mobile phone. We repeatedly urged the need to turn on the camera and take pictures. The van will take us home while we are taking pictures, this is also said to be necessary. We came home while we were taking pictures while we were sitting in the van. Now the need is urging us to publish the videography and random photography, so we have published it through this post as a gift to you. I hope you like it.
ভ্যান গাড়ি চলছে। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে মিনিটের অধিক। এবার প্রয়োজন আমাদেরকে বলে দেয়, আপনারা ভ্যান গাড়ি থেকে আশপাশের ভিডিওগ্রাফি এবং ছবি ধারণ করুন। কি আর করার। প্রয়োজন যখন বলেই দিয়েছে তখন তো ছবি ধারণ করতেই হবে। এবার প্রয়োজন পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করতে বলে। মোবাইল ফোনটা বের করা হলো। প্রয়োজনে বার বার তাগিদ দিল, ক্যামেরা অন করে ছবি তুলতে। ছবি তুলতে তুলতে ভ্যান গাড়ি আমাদেরকে বাড়ি নিয়ে যাবে, এটাও প্রয়োজন বলে দিল। ছবি তুলতে তুলতে ভ্যান গাড়িতে বসেই বাড়িতে আসলাম
এখন ভিডিওগ্রাফি এবং রেনডম ফটোগ্রাফি গুলো প্রকাশ করার জন্য প্রয়োজন তাগিদ দিচ্ছে তাই আপনাদেরকে উপহার দিতে এই পোষ্টের মাধ্যমে তা প্রকাশ করা হলো। আশা করি আপনাদের ভাল লাগবে।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera | 🤳 Handset |
Category | Photography Blog |