Reading books, learning from books, is that all? Or something else that makes our life more beautiful? Books are our true friends. A friend who comes in handy at the wrong time is a true friend. Not everyone likes to read books. Even if you love it, it is not time to read your favorite book. Many people read many books beyond the exam syllabus.
বই পড়া, বই থেকে শিক্ষা লাভ করা, শুধু কি এতটুকুই? নাকি আরো এমন কোনো কিছু যা আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তোলে? বই আমদের প্রকৃত বন্ধু। যে বন্ধু সময়ে অসময়ে কাজে আসে সেই তো প্রকৃত বন্ধু। সবাই বই পড়তে ভালোবাসে না। ভালোবাসলেও সময় হয়ে হয়ে উঠে না প্রিয় বইটা পড়ার। আবার অনেকে পরিক্ষার সিলেবাসের বাইরে গিয়েও অনেক বই পড়ে।
I don't read many books outside my syllabus but today I went to the library. No books available in this library? All types of books are available here. Books were taken from this library since I was in Intermediate Second Year. All books are updated here and sold at affordable prices.
আমার সিলেবাসের বাইরে বেশি একটা বই পড়া হয়না তবে আজকে গিয়েছিলাম লাইব্রেরিতে। এই লাইব্রেরিটাতে কোন বই পাওয়া যায় না? সব ধরনের বই এখানে পাওয়া যায়। আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে এই লাইব্রেরি থেকে বই নিয়ে যায়। সব বই আপডেট পাবেন এখানে এবং সাশ্রয় মূল্যে বিক্রয় করে থাকেন।
A few days ago I went to this library and heard that all old books are taken back for half price and you can take the money or the book in return. So I deposited all my old Honors Fast Year books there and bought second year books with some extra money. It is a very useful system.
বেশ কিছুদিন আগে আমি এই লাইব্রেরিটাতে যায় এবং শুনি সকল পুরাতন বই অর্ধেক মূল্যে সেখানে ফেরত নেয় এবং এর বিনিময়ে আপনি চাইলে টাকাও নিতে পারেন আবার বইও নিতে পারেন। তাই আমি আমার অনার্স ফাস্ট ইয়ারের সব পুরাতন বইগুলো সেখানে জমা দিয়ে এবং সাথে আর কিছু টাকা দিয়ে সেকেন্ড ইয়ারের বই কিনে ফেলি। এটা খুবই উপকারি একটি সিস্টেম।
I've just upvoted your (@emilyben's) content.
Support Me Back 🙏