Our psychology

in beingsocial •  2 years ago 

Canva-Girl-Looking-Afraid.png

Image Source

Stop_living_in_fear_says_Sadhguru.webp

Image Source

People change, change without reason, change from time to time. People will change. This is the eternal and eternal religion of man. But no matter how much people change, they always try hard to change. If you think a little deeper, you may see that all human actions, thoughts and consciousness are to maintain their classical state. People never want to change. People don't want to change for any reason, time and time again. And this is the reason why there is so much sadness, depression and sadness in people's lives.

মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়, সময়ে অসময়ে বদলায়। মানুষ বদলাবেই । এটাই মানুষের চিরন্তন ও শাশ্বত ধর্ম। কিন্তু মানুষ যতই বদলে যায় না কেন, না বদলে যাওয়ার আপ্রান চেষ্টা সে সব সময়ই করে। একটু গভীর ভাবে চিন্তা করলে হয়তো দেখা যাবে, মানুষের সকল কাজ কর্ম, চিন্তা চেতনা তার ধ্রুপদী অবস্থাকে ধরে রাখার জন্যই। মানুষ কখনোই বদলে যেতে চাইনা। কারণে অকারণে, সময়ে অসময়ে কোন অবস্থাতেই মানুষ বদলে যেতে চাইনা। আর ঠিক এই একটা কারণেই হয়তো মানুষের জীবনে এত দুঃখ কষ্ট, হতাশা আর গ্লানি।

203184.jpg

Image Source

child-psychology.jpg

Image Source

But how much better it would be if man could accept his change with a generous hand, if he could accept his classical state in a moment with a generous mind, and merge with his changing state. Man goes through so much pain to cling to his classical condition, yet he has such a pull on the classical condition that he wants to hold on to it. What desperate and mysterious aspirations of the human psyche!

অথচ কতইনা ভাল হতো যদি মানুষ নিজের পরিবর্তনটাকে উদার হস্তে গ্রহণ করে নিতে পারতো, নিজের ধ্রুপদী অবস্থাকে যদি সে মুহূর্তের মধ্যে উদার মনে গ্রহণ করতে পারতো, আর মিশে যেতে পারতো নিজের পরিবর্তনশীল অবস্থার সাথে। নিজের ধ্রুপদী অবস্থাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে মানুষ এত এত নিশ্চিত কষ্টের মধ্যে দিয়ে যায়, তবুও ধ্রুপদী অবস্থার উপরে তার এতই টান যে, সে সেটা ধরে রাখতে চাইবেই। মানুষের মনোজগতের কি নিদারুণ আর রহস্যময় আকাঙ্খা!

psychologyminorMH.webp

Image Source

Study psychology.jpg

Image Source

It is surprising to think that when I am writing these articles, I am also saddened by the thought of holding on to my traditional status. In the depths of my mind it could be nothing but a reflection of a mysterious direction from the Creator. It is surprising to think that the great creator has not only made my external appearance in a very perfect way, but also made all the instructions of my psyche very perfectly.

ভাবতেই অবাক লাগে, আমি নিজেই যখন এই লেখাগুলো লিখছি তখন ও আমি বুদ হয়ে আছি ওই আমার চিরাচরিত অবস্থাকে ধরে রাখার চিন্তাতেই। আমার মনের গহীনে এটা সৃষ্টিকর্তার এক রহস্যময় নির্দেশনার প্রতিফলন ছাড়া আর কিই বা হতে পারে। ভাবতেই অবাক লাগে মহান সৃষ্টিকর্তা কি নিদারুণ নিখুত ভাবে শুধু আমার বাহ্যিক অবয়বই বানান নি, আমার মনোজগতের সকল নির্দেশনাও অত্যন্ত নিখুত ভাবে বানিয়েছেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!