One of the most important future plan.

in beingsocial •  2 years ago 

pexels-ali-arapoğlu-2112049.jpg

pexels-monstera-5996980.jpg

People should adapt themselves to all kinds of situations. No one can tell what is in the destiny of man. A person's condition can change suddenly at any time. But if you can't prepare yourself in advance to go with the changed situation, then you will never be able to overcome the adverse situation that you have to go through this time. You are bound to break down. However, there may be exceptions in the case of two individuals. But you can't explain an exception as an example.

মানুষের উচিৎ সব ধরণের পরিস্থির সাথে খাপ খাইয়ে চলার মত করে নিজেকে তৈরি করা। মানুষের ভাগ্যে কখন কি আছে তা কেউ বলতে পারে না । একজন মানুষের অবস্থা যেকোন সময় হুট করে পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি যদি আগে থেকেই পরিবর্তিত অবস্থার সাথে চলার মত করে নিজেকে তৈরি করতে না পারেন তবে এই সময় আপনাকে যে বিরুপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আপনি কখনোই পাড়ি দিতে পারবেন না। আপনি অবশ্যই ভেঙ্গে পড়তে বাধ্য হবেন। অবশ্য দুই একজনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিতে পারে। কিন্তু ব্যতিক্রম কোন কিছুকে তো আর আপনি উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে পারবেন না।

pexels-stein-egil-liland-3408744.jpg

pexels-roberto-nickson-2559941.jpg

Almighty Allah Subhana Ta'ala said in the Holy Qur'an, I can make a king a fakir whenever I want and I can make a fakir a king. In reality we see thousands of such cases. From this we can understand that no moment of human life is unchangeable. If Allah wills, He can turn everything upside down in the blink of an eye. So just as you should not be proud or arrogant about your current situation, it is also not appropriate to have any regrets. You should rather thank Allah for any situation.

মহান আল্লাহ সুবহানা তা’য়ালা পবিত্র আল কোরআনে বলেছেন, আমি যখন খুশি কোন বাদশাহকে ফকির বানাতে পারি আর কোন ফকির কে বাদশাহ বানাতে পারি। বাস্তবে ও আমরা এই রকম হাজারটা ঘটনা দেখতে পাই। এ থেকে আমরা এটা বুঝতে পারি যে, মানুষের জীবনের কোন মুহূর্তই অপরিবর্তনীয় নই। আল্লাহ ইচ্ছা করলে চোখের পলকে সব কিছ উলোট পালোট করে দিতে পারে। সুতরাং আপনার বর্তমান অবস্থা নিয়ে আপনার গর্ব আর অহংকার করা যেমন উচিৎ না, তেমনি কোন রকম আক্ষেপ করাও সমীচীন না। আপনার বরং যেকোন অবস্থার জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ।

In addition to being thankful, you should prepare yourself for any changing situation. If our situation is bad, we should pray to Allah with patience so that we can pass those difficult times easily. Again, if our situation is relatively good, we should have the effort and goodwill to become more modest without being arrogant. Thanks everyone.

শুকরিয়া আদায় করার পাশাপাশি যেকোন পরিবর্তিত অবস্থার জন্যই আপনার নিজেকে তৈরি রাখা উচিৎ। আমাদের অবস্থা খারাপ হলে সবরের সাথে আল্লাহর কাছে পার্থনা করা উচিৎ যেন ওই কঠিন সময় গুলোকে আমরা সহজে পার করতে পারি। আবার আমাদের অবস্থা তুলনামূলক ভাল হলে যেন আমরা অহংকারী না হয়ে আরো বিনয়ী হয়ে উঠতে পারি সেই চেষ্টা এবং সদিচ্ছা আমাদের থাকা উচিৎ। ধন্যবাদ সবাইকে।

All images from Pexels

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!