Islamic Sharia law

in beingsocial •  2 years ago 

sharia-law.jpg

Image Source

timthumb.jpg

Image Source

The intrinsic value of money is decreasing every year due to inflation. In such a situation, one should buy gold, silver, land or any asset whose value never decreases. That is, no matter how much the value of money decreases due to inflation, it will not have any effect on gold or land. So it is better to buy them or invest money in something where money will increase in a halal way.

মুদ্রাস্ফীতির কারনে প্রতি বছরেই টাকার অন্তর্নিহিত মূল্যমান কমে যাচ্ছে। এমতাবস্থায় স্বর্ন, রৌপ্য, জমি বা এমন কোনো সম্পদ কিনে রাখা উচিত যার মূল্য কখনোই কমেনা। অর্থাৎ ইনফ্ল্যাশনের কারনে যতই টাকার মান কমে যাক না কেন সোনা বা জমির ওপর এর কোনো প্রভাব পড়বে না। তাই এগুলো ক্রয় করে রাখা বা এমন কোনো কাজে টাকা ইনভেস্ট করে রাখাই ভালো যেখানে হালাল পথে টাকা বাড়বে।

Property-Distribution-According-to-Islam.jpg

Image Source

slide_1.jpg

Image Source

Now my question is if someone wants a long term loan from me for a large amount of money. Or if he wants to borrow money saying that he will give it the day he can, then can I not give him a loan in this way, calculating the amount of gold that can be bought with the amount of money that I lend him, and later buys me that amount of gold. Or if I lent him money to buy 2 loads of gold at the current price, he gave me the money needed to buy two loads of gold after two years or bought the gold itself. Then the money that I would have lost after two years due to inflation is no longer lost. Because with this money, I could have done something else to raise money in a halal way. So I thought so. This is very important. We do not want to go to the forbidden path. Wants to keep everyone's relationship clear in economic matters. I don't want to have any inertia, ambiguity, mental pollution in financial matters.

এখন আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি বেশি পরিমান অর্থ আমার থেকে দীর্ঘমেয়াদী ঋন চায়। বা যেদিন পারবে সেদিন দিবে এভাবে বলে টাকা ধার নিতে চায় তাহলে কি আমি এভাবে ঋন দিতে পারিনা যে, তাকে যে পরিমান অর্থ ধার দিচ্ছি তা দিয়ে যতটুকু পরিমা স্বর্ণ কেনা যায় তা হিসেব করে আমাকে পরবর্তিতে ওই পরিমান স্বর্ণ কিনে দিলো। বা যদি ধরি তাকে আমি এখনকার দামে ২ ভরি স্বর্ণ কেনার টাকা ধার দিলাম সে দুই বছর পর আমাকে দুই ভরি স্বর্ণ কিনতে যা টাকা লাগে দিয়ে দিলো বা স্বর্ণই কিনে দিলো। তাহলে মুদ্রাস্ফিতীর কারণে দুই বছর পরে আমার যে টাকাটা লস যেতো সেটা আর লস হলো না। কারণ এই টাকা দিয়ে আমি তো অন্যকিছু করে হালাল পথে টাকা বাড়াতে পারতাম। তাই আমি এমন চিন্তা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হারাম পথে যেতে চায়না। অর্থনৈতিক বিষয়ে সবার সাথে সবার সম্পর্ক সুস্পষ্ট রাখতে চায়। সম্পর্কে কোনো জড়তা,অস্পষ্টতা, অর্থনৈতিক বিষয়ে মনোমালিন্য রাখতে চায়না।

1472305268inheritance.jpg

Image Source

Property-Distribution-According-to-Islam-3.jpg

Image Source

I don't want interest or profit on my money but I don't want to lose even a penny of my original money. So what should I do? If anyone knows, please let me know.

আমি আমার টাকার সুদ বা লাভ চাইনা কিন্তু আসল টাকার এক পয়সা ক্ষতিও চায়না। এমতাবন্থায় আমার কি করা উচিৎ? কেউ জেনে থাকলে জানাবেন আশাকরি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!