This morning I woke up to see my father-in-law present with two cows and two other people along with him. My father-in-law and the other two were cow sellers. I father in law asked me to choose two cows that how it happened I saw both cows are good looking and healthy mashallah. The skin color of the cow is also very good.
আজ সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমার শ্বশুর দেখি দুইটা গরু নিয়ে উপস্থিত এবং তারসাথে আরও দুইজন মানুষ। আমার শ্বশুরের সাথে বাকি দুইজনই ছিলেন গরু বিক্রেতা। আমি শ্বশুর আমাকে গরু দুইটা পছন্দ করতে বলেন যে কেমন হয়েছে আমি দেখলাম দুইটা গরুই দেখতে ভালো এবং মাশাল্লাহ সুস্থ। গরুর গায়ের রংটাও বেশ ভালো।
The cow seller asked for one hundred and twenty five thousand rupees, in view of which my father-in-law said ninety five thousand rupees. But they said that they will not give anything at that price, so later we increased it by two thousand rupees and both we and the cow seller agreed. But because we don't have cash, we have to face a little problem, but everyone in the area agreed to take the money in advance. However, we paid five hundred rupees as earnest money.
গরু বিক্রেতা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চায় যারই পরিপ্রেক্ষিতে আমার শ্বশুর পঁচানব্বই হাজার টাকা দাম বলেন। কিন্তু উনারা কিছুতেই সেই দামে দিবেন না বলেন তাই পরবর্তীতে দুই হাজার টাকা বাড়িয়ে আমরা এবং গরু বিক্রেতা উভয়ই সম্মত হয়। কিন্তু আমাদের কাছে নগদ টাকা নেই বলে একটু সমস্যায় পড়তে হয় তবে এলাকার সবাই মিলে বলে আগামিকল টাকা নিতে রাজি হন। তবে পাঁচশত টাকা দিয়েছি আমরা বায়না হিসেবে।
About half a hundred people have come to see the cows since morning, no one said that we are cheated, everyone says Masha Allah it is good, after a few days it will be sold for a lot of money, Insha Allah. I feel happiest because my dream of farming is coming true.
সকাল থেকে প্রায় অর্ধশত মানুষ গরুগুলোকে দেখতে এসেছে কেউই বলেনি যে আমরা ঠকেছি, সবাই বলছে মাশাআল্লাহ ভালো হয়েছে কিছুদিন পরেই অনেক টাকা দিয়েই বিক্রি করা যাবে ইনশা আল্লাহ। সবথেকে বেশি খুশি মনে হয় আমি হয়েছি কারণ আমার যে খামার করার স্বপ্ন তা পূরণের দিকে।
This is how the initial work of farming may have started. Alhamdulillah we are going through a very blessed time and everyone pray that such time will always be there forever. My house now has ducks, goats and cows. In a few days, my mother may give me chickens, so I will own four types of animals.
খামার করার প্রাথমিক কাজ হয়তো এভাবেই শুরু হয়ে গেলো। আলহামদুলিল্লাহ আমরা অনেক বরকতময় সময় পার করছি আর আজীবন যেন এমন সময় সবসময় থাকে সবাই দোয়া করবেন। আমার বাড়িতে এখন হাঁস, ছাগল এবং গরু রয়েছে। আমার মা অল্প কিছুদিনের মধ্যে হয়তো মুরগীও দিয়ে যাবে তাহলে চার প্রকারের পশুপাখির মালিক হবো আমি।
Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord
Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord