Sometimes I am very surprised. Am I a large lump of flesh void of feelings? Sometimes I can't feel my feelings at once. Nothing could shake me a bit then. It seems that I am a speechless stone. Again, this is me sometimes floating on the way of the horizon soaked in countless beautiful feelings, emotions and love. Then again I can't remember the state of being like an inanimate object in any way. It would then become something hundreds of billions of light years away.
মাঝে মাঝে নিজেকে খুব অবাক লাগে আমার। আমি কি অনুভূতির অন্তঃসার শূণ্য কোন রক্ত মাংসের একটা বৃহৎ পিন্ড? কিছু কিছু মুহূর্তে আমি নিজের অনুভূতি গুলো একবারে অনুভব করতে পারিনা। কোন কিছুই তখন আমাকে একটু খানি নাড়া দিতে পারে না। মনে হয় নিশ্চল- বাকহীন একটা পাথর আমি। আবার এই আমিই মাঝে মাঝে কত শত অনিন্দ্য সুন্দর অনুভূতি, আবেগ আর ভালবাসায় সিক্ত হয়ে ভেসে চলি দিগন্তের পথে। তখন আবার অনুভূতি হীন জড় বস্তুর মত অবস্থা টাকে কোন ভাবেই মনে করতে পারিনা। সেটা তখন যেন হয়ে উঠে শত কোটি আলোক বর্ষ দুরের কোন কিছু।
As a result, when I sit down to review these two opposite situations from a neutral position, I am very strongly disturbed. Which situation is actually relevant to me? After thinking very carefully and deeply and when I got no answer, I became more and more depressed. When you don't learn to read yourself well, what will happen if you try to read something else or someone else?
ফলে কোন নিরপেক্ষ অবস্থাই থেকে যখন আমি এই দুই বিপরীত অবস্থার পর্যালোচনা করতে বসি, তখন খুব তীব্র ভাবে তব্দা খেয়ে যায় আমি। আসলে কোন অবস্থাটা আমার সাথে প্রাসঙ্গিক? খুব মনোযোগ দিয়ে গভীর ভাবে চিন্তা করে ও যখন আমি এর কোন সদুত্তর পাইনি, তখন আরো বেশি গভীর মন খারাপে আচ্ছন্ন হয়ে পড়ি আমি। নিজেকেই যখন ভাল মত পড়তে শিখলাম না, তখন অন্য কিছু বা অন্য কাউকে পড়ার চেষ্টা করে আর কি হবে?
It's the nights of deep depression when the loneliness grips me too much, a pile of pain hits me, so subconsciously I discover, always, every moment that I prefer the 2nd state, but I know why the first one keeps me going again and again. Swallow deeply.
তীব্র গভীর মন খারাপের রাত গুলোই যখন একাকিত্ব খুব বেশি করে চেপে ধরে আমায়, আমাকে আঘাত করে এক গাদা এবড়ো থেবড়ো যন্ত্রনা,তখন খুব বেশি অবচেতন ভাবেই আমি আবিষ্কার করি, সবসময়, প্রতিটা মুহূর্তে ২য় অবস্থাটাই আমার বেশি কাম্য, কিন্তু কেন জানি ওই প্রথমটাই আমাকে বারবার গ্রাস করে গভীর ভাবে।
Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord
Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord