Examination is knocking at the door

in beingsocial •  2 years ago 

302474199_672407680976667_4301374093182946813_n.jpg

302485815_817972875870361_8421504933175387105_n.jpg

What happens when I'm not in studies, that's what happened to me. The handwriting is bad, even if you memorize something, you don't remember it. I understand that the storage capacity of the brain is decreasing. I sat down to read today after a long time. While reading, I see that the handwriting has deteriorated a lot. Typing late, spelling mistakes. But it won't matter if I don't because my annual exam is coming up.

302187682_610120803795990_10726471309885477_n.jpg

পড়াশোনার মধ্যে না থাকলে যা হয় আমারও তাই হয়েছে। হাতের লেখা খারাপ হয়ে গেছে, কোনো কিছু মুখস্থ করলেও মনে থাকছে না। মস্তিষ্কের ধারন ক্ষমতা যে কমে যাচ্ছে তা বুঝতেই পারছি। অনেক দিন পর আজ পড়তে বসেছিলাম। পড়তে বসেই দেখি হাতের লেখা খারাপ হয়ে গেছে অনেক। লিখতে দেরি হচ্ছে, বানান ভুল হচ্ছে। কিন্তু না পড়লেও হবেনা কারণ সামনে আমার বার্ষিক পরীক্ষা।

302443536_761334998481547_9079291308135031294_n.jpg

I am an honors second year student of Bheramara Government Women's College. I got CGPA 3.25 in first year and promoted to second year but my second year was not happy at all. Still I try to at least pass. I have Statistics and English in this second year. I'm pretty good at doing English and statistics.

301678715_385074987143340_3471153511218311336_n.jpg

আমি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের একজন কৃতী শিক্ষার্থী। আমি প্রথম বর্ষে সিজিপিএ ৩.২৫ পেয়ে দ্বিতীয় বর্ষে উন্নিত হয় কিন্তু আমার এই দ্বিতীয় বর্ষ মোটেও সুখকর ছিলনা। তারপরেও আমি চেষ্টা করে চলেছি যেন অন্তত পক্ষে পাস করতে পারি। আমার এই দ্বিতীয় বর্ষে পরিসংখ্যান এবং ইংরেজি রয়েছে। ইংরেজি এবং পরিসংখ্যানের অংক করতে আমার মোটামুটি আমার ভালোই লাগে।

305066924_1425641164584810_1628393233992208951_n.jpg

Today I did some statistics such as rectangles, polygons, life lines, these are probably the easiest subjects in statistics, but I am doing them at home as homework so that I don't forget. And tried to do some English grammar like punctuation, article, correction, changing sentence etc. These are also very simple things. I can read them at home

302300687_1115806066007303_1851466732623355865_n.jpg

আজ পরিসংখ্যানের অংক করেছি কিছু যেমন আয়তলেখ, বহুভূজ, অজীভরেখা এগুলো পরিসংখ্যানের অংকের মধ্যে হয়তো সব থেকে সহজ বিষয় তারপরেও বাড়িতে এগুলো বাড়ির কাজ হিসেবে করছি যেন ভুলে না যাই। আর ইংরেজির কিছু ব্যকরণ করার চেষ্টা করেছি যেমন পাংচুয়েশন, আরটিকেল, কারেকশন, চেন্জিং সেনটেন্স ইত্যাদি। এগুলোও অনেক সহজ বিষয়। আমি বাড়িতেই এগুলো পড়ে নিতে পারবো

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!