Exam is knocking at the door.

in beingsocial •  2 years ago 

maxresdefault.jpg

Image Source

Promotion-Exams-1.jpg

Image Source

My honors second year final exam is coming up in the last week of November or the first week of December. I didn't study anything all year. Seeing the exam date ahead, my eyes are about to rise. Actually, the situation of education after marriage is like this. I didn't understand that before but now I do. One has to travel with thousands of thoughts in the life after marriage. So much thought, I forgot in the work that I am a student. I also have to take the exam.

সামনে নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরিক্ষা। সারাবছর আমি কোনো কিছুই পড়াশোনা করিনি। সামনে পরিক্ষার তারিখ দেখে আমার চোখ কপালে উঠার উপক্রম। আসলে বিয়ের পর পড়াশোনার অবস্থা এরকমই হয়। সেটা আগে বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি। হাজারো চিন্তা মাথায় নিয়ে বেড়াতে হয় বিয়ের পরবর্তী জীবনে। এত চিন্তা, কাজের মধ্যে ভুলেই গিয়েছিলাম আমি একজন শিক্ষার্থী। আমাকেও পরিক্ষা দিতে হবে।

Knock-knock-Exam-WhatsApp-Dp-Image.jpg

Image Source

exam-ians.jpg

Image Source

Sometimes it just doesn't work in my head. I don't know what to do. If I walk on any road, I will find the way to the horizon. If you walk on any road, you will see happiness, peace and prosperity. If I walk on any road, I can leave myself as a shining example. I don't like this hectic life anymore. Sometimes I want to skip my studies. What happens if you study so much? Not educated enough to give primary education to their children. But my husband's final words must be studied. Study should continue. At least this honors life must end.

মাঝে মাঝে আসলে আমার মাথায় কাজ করেনা। আমি কি করবো ভেবে পায়না। কোন রাস্তা দিয়ে হাটলে দিগন্তের পথ খুঁজে পাবো। কোন রাস্তা দিয়ে হাঁটলে সুখ, শান্তি, সমৃদ্ধির দেখা পাবো। কোন রাস্তায় হাঁটলে নিজেকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রেখে যেতে পারবো। এই ঝঞ্ঝাটপূর্ন জীবন আর ভালো লাগেনা। মাঝে মাঝে ইচ্ছা করে পড়াশোনা বাদ দিয়ে দিই। কি হবে আর এত পড়াশোনা করে? নিজের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার মতো যথেষ্ট পড়াশোনা হয়েছে আর না। কিন্তু আমার স্বামীর চূড়ান্ত কথা পড়াশোনা করতেই হবে। পড়াশোনা চালিয়ে যেতে হবে। অন্তত এই অনার্স জীবনটা শেষ করতেই হবে।

2014-06-20.jpg

Image Source

exam_stress-EducaAcademy.jpg

Image Source

ok I will wear it too. I am also tired of saying that I don't want to study. So I have decided to finish only Honors or Master's at once. Once you get away from studies, you can no longer study. So after completing honors, I will also complete Masters.

ঠিক আছে। আমিও পরবো। আমিও বলতে বলতে ক্লান্ত যে পড়াশোনা করতে চায়না আমি। তাই সিদ্ধান্ত নিয়েছি শুধু অনার্স না মাস্টার্সও শেষ করবো একবারে। পড়াশোনা থেকে একবার দূরে গেলে আর পড়াশোনা করা যায়না। তাই অনার্স শেষ করে মাস্টার্সও শেষ করবো।

exam_pressure_bodyimage.jpg

Image Source

manage-exam-stress-2019-12-25.jpg

Image Source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!