Bougainvillea or garden luxury will give flowers in the summer!

in beblurt •  10 days ago 

FunPic_20240909_074712488.jpg

A flower we are very familiar with is the garden bougainvillea, a group of flowering plants that look like bushes. This tree can be seen almost everywhere in our country, especially at the front gate of the house or in the park. The flowers of this tree are of different colors such as red, orange, yellow, white, pink etc. The scientific name of garden luxuries is Bougainvillea Spectabilis. This multi-colored flowering plant comes from South America. This flower plant of South America seems to be a foreign plant now... We know this flower as garden luxury flower, paper flower, paper flower Prabhiti.
Bougainvillea becomes colorful when the flower blooms. Some also fondly call it garden luxuries or paper flowers. However, many people complain that their bougainvillea plants are not blooming. Trees are full of leaves, good growth but lack of flowers. But if you follow the tips below, you will get flowers full of trees this summer too. See what to do..
The best way to get paper flowers to flower is to create a water deficit. Don't be surprised. Wet soil of garden luxury plants means that you will not see flowers like that. So wait until the soil of the plant is completely dry and the leaves are drooping. And even then the water you give should not be too much. This means that you only water as much as the plant needs to survive. If you do this for a few days, you will see that the tree is full of flowers. Paper flowers need adequate sun heat. It will not happen when the light comes, this tree likes the sun. The plant should be kept in direct sunlight for at least 4-5 hours a day. The more sun the plant gets, the better it will flower. Because this plant needs a lot of energy. In summer, it is often seen that the color of the flowers has become a little lighter. But there is nothing to fear. This is because of the sun. Don't get scared and forget the tree and move it to the shade.Also remember that bougainvillea plants are very picky eaters. You have to feed this tree once a month. For a 12-inch tub, mix a handful of cow dung or vermicompost, 1 tablespoon of bone powder, singh kuchi, neem shell and mustard shell and apply to the plant. Potash is needed to bring flowers. You can get potash naturally in banana peels. Dry and powder the banana peel and add 1 spoon per day with the above mentioned food.

The colorful flower 'Bagan Bilas' is native to South America. Bougainvillea is named after the French discoverer Louis Ottoin de Bougainville. He first saw this plant in the forest of Brazil. But Rabindranath Tagore gave the name of this flower as 'Bagan Bilas'.

Rabindranath Tagore has a special reason behind the indigenous name of this interesting exotic flower plant. When this flower was first brought to our country, it was only used to adorn the homes of the elite class of the country. It was then known by the English name bougainvillea among the elite.

World poet Rabindranath Tagore first saw this flower in the house of a luxurious and aristocratic person. The poet was fascinated by the shape of the flower but did not remember its English name at all. Then he mixed the sweetness of his poetic mind and named it 'Bagan Bilas'. As this flower was seen only in the homes of elite and luxurious people then. So he named this. It is also called paper flower because of the different colored flowers like colored paper. It is also known as Gateful due to its placement at the gate of the house.

ফুল ফুটলে যেন রঙিন হয়ে ওঠে বুগেনভিলিয়া। কেউ কেউ ভালোবেসে এটিকে বাগান বিলাস বা কাগজ ফুল নামেও ডেকে থাকেন। তবে অনেকেরই অভিযোগ থাকে যে তাঁদের বুগেনভিলিয়া গাছে ফুল আসছে না। পাতায় ভরে যাচ্ছে গাছ, ভালো গ্রোথ থাকলেও ফুলের অভাব। তবে আপনি নীচের টিপসগুলো ফলো করলে এই গরমেও গাছ ভরে ফুল পাবেন। দেখে নিন কী করবেন-

কাগজ ফুলের গাছে ফুল আনার সবচেয়ে ভালো উপায় হল জলের অভাব তৈরি করা। শুনে অবাক হবেন না। বাগান বিলাস গাছের মাটি ভেজা ভেজা থাকা মানেই এতে সেভাবে ফুলের দেখা পাবেন না আপনি। তাই গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া অবধি অপেক্ষা করুন। এবং তারপরও যে জল দেবেন তা খুব যেন বেশি না হয়। মানে সেইটুকুই জল দেবেন যতটা গাছটির বেঁচে থাকার জন্য প্রয়োজন। কদিন এরকম করলেই দেখবেন গাছ ভরে ফুল এসেছে। কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ। আলো এলেই হবে না, রোদ পছন্দ করে এই গাছ। সরাসরি রোদে গাছকে রাখতে হবে দিনে অন্তত ৪-৫ ঘণ্টা। গাছ যত রোদ পাবে তত ভালো ফুল দেবে। কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয়। গরমে অনেক সময়ই দেখা যায় ফুলের রং একটু হালকা হয়ে গিয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। রোদের কারণেই এমন হচ্ছে। ভয় পেয়ে গাছকে ভুলেও ছাওয়ায় সরিয়ে নেবেন না।সঙ্গে মনে রাখবেন বুগেনভিলিয়া গাছ খুব পেটুক। মাসে একবার করে আপনাকে এই গাছে খাবার দিতেই হবে। একটা ১২ ইঞ্চির টবের জন্য এক মুঠো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, ১ টেবিল চামচ করে হাড় গুঁড়ো, সিং কুচি, নিম খোল আর সরষের খোল মিশিয়ে নিয়ে গাছে দিন। সঙ্গে ফুল আনার জন্য দরকার পড়ে পটাশের। প্রাকৃতিক ভাবে পটাশ পাবেন আপনি কলার খোসায়। কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে তা ১ চামচ করে দিয়ে দিন ওপরে বলা খাবারের সঙ্গে।

IMG_20240801_105413.jpeg

The name of the plant that comes to mind to beautify the yard, balcony or roof is garden luxuries. Flowers of different colors make the surroundings colorful. The name of the flower in English is Bougainvillea. The tree is named after the French discoverer Louis Ottoin de Bougainvillea. Some also fondly call it as paper flower or paper flower.Rabindranath Tagore named Bagan Vilas in accordance with the scientific name. The flower adorns the garden throughout the year. Garden furniture is the best gift for garden lovers. Also, this tree is seen almost everywhere in our country. Especially at the front gate or park. The flowers of this tree are of different colors. Red, orange, yellow, white, pink, many more colors!
Many people complain that their bougainvillea plants are not blooming. Trees are full of leaves, good growth but lack of flowers.

One of the best ways to get flowering plants in the garden is to create a water deficit. Wet soil of garden luxuries means that it will not be able to see flowers. So you have to wait until the soil of the plant is completely dry and the leaves are drooping. And even then the water you give should be very little. This means that water should be given only as much as the plant needs to survive. If you do this for a few days, you will see that the tree is full of flowers.

Plants will not only get enough sunlight or heat. This tree likes the sun. The plant should be kept in direct sunlight for at least 4-5 hours a day. The more sun the plant gets, the more flowers it will bloom. Because this plant needs a lot of energy. In summer, it is often seen that the color of the flowers has become a little lighter. Sometimes this can happen due to the intensity of the sun. Don't forget to keep the tree in the shade out of fear.

বাড়ির আঙ্গিনায়, বারান্দায় অথবা ছাদের শোভা বাড়াতে যে গাছের নামটি মনে আসে সেটি হল বাগানবিলাস। ভিন্ন ভিন্ন রঙের ফুলে যেন রঙিন হয়ে তোলে চারিদিক। ইংরেজিতে ফুলটির নাম বুগেনভিলিয়া। ফরাসী আবিষ্কারক লুই অটোইন ডি বোগেইনভিলিয়া'র নাম অনুসারে এ গাছের নামকরণ করা হয়েছে। কেউ কেউ ভালোবেসে এটিকে কাগজ ফুল বা কাগজি ফুল নামেও ডেকে থাকেন।রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক নামের সঙ্গে সঙ্গতি রেখে নামকরণ করেছেন বাগানবিলাস। সারা বছর বাগানের শোভা বাড়ায় ফুলটি । বাগান প্রেমীদের কাছে বাগানবিলাস একটি সেরা উপহার। এছাড়াও, আমদের দেশের প্রায় সব জায়গায় এই গাছ চোখে পরে। বিশেষ করে বাড়ির সামনের গেট অথবা পার্কে। বিভিন্ন রঙের হয়ে থাকে এই গাছের ফুল । লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি, আরো কত রং!

অনেকেরই অভিযোগ থাকে যে তাদের বুগেনভিলিয়া গাছে ফুল আসছে না। পাতায় ভরে যাচ্ছে গাছ, ভালো গ্রোথ থাকলেও ফুলের অভাব।

বাগানবিলাস গাছে ফুল আনার সবচেয়ে ভালো উপায় হল পানির অভাব তৈরি করা। বাগান বিলাস গাছের মাটি ভেজা থাকা মানেই এতে সেভাবে ফুলের দেখা পাওয়া যাবে না। তাই গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া অবধি অপেক্ষা করতে হবে। এবং তারপরও যে পানি দেবেন সেটাও খুব সামান্য হতে হবে। মানে সেইটুকুই পানি দিতে হবে যতটা গাছটির বেঁচে থাকার জন্য প্রয়োজন। কয়েকদিন এরকম করলেই দেখবেন গাছ ভরে ফুল এসেছে।

গাছে শুধু পর্যাপ্ত সূর্যের তাপ বা আলো পেলেই হবে না। রোদ পছন্দ করে এই গাছ । গাছটি সরাসরি রোদে রাখতে হবে দিনে অন্তত ৪-৫ ঘণ্টার জন্য। গাছ যত রোদ পাবে তত বেশি ফুল ফুটবে। কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয়। গরমে অনেক সময়ই দেখা যায় ফুলের রং একটু হালকা হয়ে গিয়েছে। অনেক সময় রোদের তীব্রতার কারণেই এমনটা হতে পারে। ভয় পেয়ে গাছকে ভুলেও ছায়ায় রাখবেন না।

IMG_20240801_105414.jpeg

Most of them are cultivated in hot climates all over the world to create shady paths and to enhance balconies. Again, this tree can be produced through greenhouse process in winter environment. It is known as a vine, shrub or small tree in tropical regions.

Gardenia is an evergreen creeping plant. Grows very quickly and flowers very easily. They can be found roaming all over the world. Looks great hanging on the main gate of the house or duplex villa or urban balcony. Gardenias are mainly plants of summer main zone. It is native to Brazil, Peru and Argentina in South America.

Ideal temperature for this is 30 degrees Celsius. Although a warm climate plant, garden luxuries bloom when daylight hours are short and nights are dark. Although its flowers can be seen throughout the year, the flowering season is from winter to spring. Leaves are not visible on the trees at this time. Only flowers and flowers. As if one tree makes a whole garden over the whole place.

এর অধিকাংশই বিশ্বের সর্বত্র গরম আবহাওয়ায় ছায়াচ্ছন্ন পথ তৈরি ও বারান্দার শোভা বর্ধনে চাষ করা হয়। আবার শীতকালীন পরিবেশে গ্রিনহাউজ প্রক্রিয়ার মাধ্যমে এ গাছ উৎপ্ন্ন করা যায়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে লতা, গুল্ম অথবা ছোট আকারের গাছ হিসেবে এটি পরিচিত।

বাগানবিলাস একটি চির সবুজ কাষ্ঠল লতান উদ্ভিদ। খুব দ্রুত বেড়ে ওঠে আর ফুলও আসে খুব সহজেই। সমগ্র পৃথিবী জুড়েই এদের বিচরণ দেখা যায়। বাড়ির প্রধান ফটকে অথবা ডুপ্লেক্স ভিলা বা শহুরে বারান্দায় ঝুলে থাকতে দেখতে বেশ লাগে। বাগানবিলাস মূলত গ্রীষ্ম প্রধান অঞ্চলের উদ্ভিদ। এর আদি নিবাস হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু ও আজের্ন্টিনায়।

এর জন্য আদর্শ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ম আবহাওয়ার উদ্ভিদ হলেও দিনের আলো কম থাকা অবস্থায় এবং রাতের অন্ধকার বাড়লে বাগান বিলাসের ফুল আসে। সারাবছর এর ফুল দেখা গেলেও শীত থেকে বসন্ত পর্যন্ত ফুল ফোটার মৌসুম। এ সময় গাছে পাতা দেখা যায় না। শুধু ফুল আর ফুল। যেন একটি গাছই পুরোটুকু জায়গা জুড়ে একটি গোটা বাগান তৈরি করে রাখে।

IMG_20240801_105416.jpeg

Garden luxuriant creepers. But if the tree is not shaken, you will get less flowers. In that case, the bougainvillea tree should be pinched after buying it from the nursery. Pinching of the tree means cutting off two or three young leaves at the head of the branch. The tree will be filled with new branches.

This flower has many benefits, it can be boiled in water and consumed or its juice can be consumed. Also, you can also take advantage of its tea preparation, which is very effective on cholesterol. Many a times due to changing weather conditions everyone in the house is suffering from cold and cough. In such situations, bougainvillea flowers are the perfect remedy. Boiling this flower in water and drinking it will cure cough completely.

বাগান বিলাস লতানো গাছ। তবে গাছ ঝাঁকড়া না হলে ফুলও কম পাবেন । সেক্ষেত্রে বুগেনভিলিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর তাতে পিঞ্চিং করতে হবে। গাছের পিঞ্চিং অর্থাৎ ডালের মাথার দিকের কচি দুটো কিংবা তিনটে পাতা খুটে দেওয়া। এতে গাছ ভরে নতুন নতুন শাখার জন্ম নিবে ।

এই ফুলের অনেক উপকারিতা রয়েছে, এটি জলে ফুটিয়ে সেবন করা যায় অথবা এর রস বানিয়ে খাওয়া যায়। এছাড়াও, আপনি এর চা তৈরির সুবিধাও নিতে পারেন, যা কোলেস্টেরলের উপর খুব কার্যকর। অনেক সময় পরিবর্তিত আবহাওয়ার কারণে বাড়িতে সবারই সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে, বোগেনভিলিয়া ফুলই পারফেক্ট প্রতিকার। এই ফুল জলে ফুটিয়ে পান করলে কাশি পুরোপুরি সেরে যাবে।

IMG_20240801_105415.jpeg

Many species are spiny. The only woody creeper garden luxury has gained worldwide popularity attracting attention. This flower is found in almost all areas of Bangladesh. Its variegated colored foliage surrounds the flower. The flowers are white in color, bell-shaped and small in the center of the three sepals.

The Bougainvillea glabra species has brightly colored papery foliage that surrounds inconspicuous flowers. The trees of this species are 20 to 30 meters high. Blooms most of the year in warm climates. The flowers of this species are known as 'paper flowers'.

The petals are purple, bluish, yellow, white, pink or dark red in color. Leaves are an inch or more long. There is a type of garden luxuriant that climbs on supporting trees or poles and can sometimes grow up to a hundred feet tall. Bougainvillea spectabilis is a garden plant with many miniature flowers. Naturally its flowers are ephemeral.

January-March is the main flowering period, but some varieties show a small number of flowers almost throughout the year. The distance between the flowers is very small. As a result, when the flowers bloom, it seems that the whole tree is covered with flowers. But the real truth is that the colored paper that we think is a flower is not really a flower. The actual flower is quite small, the clove-like part right in the middle of the three paper-like petals is actually the flower.

Another name of this plant is paper flower or paper flower because the petals are thin like paper. The fruit is slender, 5-lobed and contains only one seed.

I don't know any herbal properties of it. Gardenia is known as a pest-free tree.
অনেকগুলো প্রজাতিই কণ্টকময়। একমাত্র কাঠজাতীয় লতা প্রকৃতির বাগানবিলাস সকলের মনোযোগ আকর্ষণসহ বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের প্রায় সব এলাকাতে এই ফুলের দেখা পাওয়া যায়। এর বৈচিত্র্যপূর্ণ রঙিন মঞ্জরিপত্র ফুলের চারপাশে বিদ্যমান। তিনটি মঞ্জরিপত্রের মাঝখানে ফুটন্ত ফুলগুলো সাদা রঙের, ঘণ্টাকৃতির ও ছোট প্রকৃতির হয়।

বুগেনভিলিয়া প্রজাতির বাগানবিলাসে উজ্জ্বল রঙের কাগজের মতো মঞ্জরিপত্র রয়েছে যা অস্পষ্ট ফুলের চারদিকে ঘিরে থাকে। এ প্রজাতির গাছগুলো ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উঁচু হয়। উষ্ণ আবহাওয়ায় বছরের অধিকাংশ সময় ফুলে সুশোভিত থাকে। এ প্রজাতির ফুলগুলো ‘কাগজের ফুল’ নামে পরিচিত।

মঞ্জরিপত্রগুলো বেগুনি, নীলচে, হলুদ, সাদা, গোলাপি অথবা গাঢ় লাল রঙের হয়ে থাকে। এক ইঞ্চি বা ততোধিক লম্বাকৃতির পাতা হয়। এক ধরনের বাগানবিলাস গাছ রয়েছে যারা সহায়ক গাছ কিংবা খুঁটিতে চড়ে কখনো কখনো এক শ ফুট লম্বাও হতে পারে। বুগেনভিলিয়া প্রজাতির বাগানবিলাসে অনেক ক্ষুদ্রাকৃতির মঞ্জরিপত্র থাকে। স্বাভাবিকভাবেই এর ফুলগুলো ক্ষণস্থায়ী হয়।জানুয়ারি-মার্চ ফুল ধরার প্রধান সময় কিন্তু কোনো কোনো জাতের গাছে প্রায় সারা বছরই অল্পসংখ্যক ফুল দেখা যায়। ফুলগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব থাকে খুব কম। ফলে ফুল ফুটলে মনে হয় পুরো গাছ যেন ফুলে ফুলে ছেয়ে রয়েছে। তবে আসল সত্য হচ্ছে কাগজের মত রঙ্গিন যেটিকে আমরা ফুল মনে করি সেটি আসলে ফুল নয়। আসল ফুলটি বেশ ছোট, ঐ কাগজের মত দেখতে তিনটি পত্রমঞ্জরীর ঠিক মাঝে লবঙ্গের মতো দেখতে যে অংশটি রয়েছে সেটিই মূলত ফুল।

মঞ্জরিপত্রগুলি কাগজের মত পাতলা হয় বলে এই গাছের অপর নাম কাগজ ফুল বা কাগজি ফুল। ফল সরু, ৫ লতি যুক্ত ও একটিমাত্র বীজ সম্বলিত।

এর তেমন কোন ভেষজ গুণের কথা আমার জানা নাই। কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  

What a beautiful flowers looking very lovely,I like it.

  ·  9 days ago  ·  

Thank you for complimenting the flowers in my garden.