আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহ তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সমস্ত প্রশংসা ওই আল্লাহতালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সকলেই আল্লাহর রহমতে কেমন আছেন।
আশা রাখি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যা ইতিপূর্বে আমি করেছি কিন্তু এটা ও রকমই একটা নতুন বিষয় যা গতকালকে আমাদের সাথে হয়ে গেছে অর্থাৎ তেমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা গত কালকের একটি বিষয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
Blurt এটা প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদের সাথে যে বিষয় শেয়ার করতে চাচ্ছি এবং ইতি পূর্বে ও আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করেছি অর্থাৎ আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হল আমাদের মাদ্রাসা সামনে বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখ থেকে এক্সাম শুরু হবে এবং এরপর আমাদের মাদ্রাসায় ছুটি হয়ে যাবে অর্থাৎ আমাদের দাওরা হাদিস মাস্টার সমাপনী পরীক্ষা শেষ হয়ে যাবে তো তার আগে একদিন আমরা কয়েকজন মিলে অর্থাৎ আমি এটাও আপনাদের ইতি পূর্ব বলেছি যে আমরা প্রায় ১৭ প্লাস ছাত্র একসাথে লেখাপড়া করি তাই সবার সাথে পরিচয় নাই তবে কিছু কিছু ছাত্র সাথে পরিচয় আছে এবং আমরা কয়েকজন ছাত্র একসাথে সারা বছর থেকেছি যাই হোক যেহেতু সামনে আমাদের ছোট হয়ে যাবে তাই ছোটখাটো করে গতকালকে আমরা একটা মোড়ের আইটেম করেছি সেটাই আমি আপনাদের যাচ্ছি এবং আমি সেগুলোতে একটা ফটোগ্রাফি করেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দেশে কিছু শেয়ার করলাম না আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এবং আমাকে সকলের নতুন হিসেবে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim. I begin in the name of Allah the Most Gracious, the Most Merciful, the Most Merciful. All praise is for Allah, the Lord of the worlds.
Blurt's dear brothers and friends, how are you all by the grace of Allah.
I hope everyone is well by the grace of Allah, whether sick or not, Alhamdulillah, I am also well and healthy by the grace of Allah.
Blurt's dear brothers and friends, I am from Bangladesh and today I will share with you something that I have done before, but this is also a new thing that happened to us yesterday, that is, I am going to share with you something that was a thing of yesterday, that is what I will share with you today, Insha Allah.
Blurt This is the topic that I want to share with you dear brothers and friends and I have shared this topic with you before, that is, my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka University. And the topic that I am going to share is that our madrasa will start its exams on Thursday i.e. 13th and then our madrasa will be closed i.e. our Daora Hadith Master final exam will be over so before that one day a few of us will get together i.e. I have also told you before that we are about 17 plus students studying together so we do not know everyone but we know some students and some of us students have stayed together for the whole year anyway since we will be small in front of us so yesterday we did a corner item in small way that is what I am going to tell you and I took a photography of them today I will share them with you now InshaAllah.
Dear brothers of Blurt, friends, today I did not share anything with you in the country, as I have concluded here today, everyone will be well and healthy. And please support me as a new member, I will try to follow your advice, Insha Allah. Allah is the Hafez.