আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তালার।
আমি সবাইকে জানাইতেছি। আমার নাম আব্দুর রহমান। আমি বর্তমানে সৌদি আরব জিতের পাশে। সইবা পাওয়ার প্লান্ট কাছে থাকি। আমি এ জায়গায় একটু বর্ণনা দিয়ে। আপনাদের কাছে এই জায়গার আশেপাশে কোন মোবাইলে টাওয়ার নাই। মোবাইলের টাওয়ার ৬২ কিলোমিটার। আমরা সিমে এমবি কিনে কোন লাভ নাই।
খোলা আকাশের নিচে বসলে সিমে এক নেটওয়ার্ক আসে। এক দাগ যে সিমের আছে। ওই সিমের একটা নেট সিম আছে তাই। আমরা ওই সিমটা কিনে একটা ওয়াইফাই রাউটার কিনে। ওই সিম আপনার চালান আর না চালান। ওই সিমে প্রতিমাসের ৪০০ রিয়াল দিতে হবে। যদি আপনি ওই সিমে ৪০০ রিয়াল না দিতে পারেন। তাহলে আপনি যখন ছুটিতে বাড়িতে যাবেন। তখন আপনাকে এয়ারপোর্টে ধরবে। আপনি কেন ওই বিল পরিষদ করেননি। আপনাকে জরিমানা দিতে হবে।
যখন আপনি সিমটা কিনতে যাবেন। তখন আপনাকে কিছু শর্ত দেওয়া হবে। আপনি সিমটা এক বছরের জন্য বন্ধ করতে পারবেন না। আপনি যে জায়গায় থাকেন না কেন ওই সিমটা বন্ধ করলে। আপনার লস হবে আপনার লজ বলতে। আপনি যদি এক মাস চলে সিমটা বন্ধ করে রাখেন । আপনি যখন ছুটি যাবেন তখন এই বিল পরিশোধ করতে হবে। এক বছরের যখন মোবাইলে নেটওয়ার্ক না থাকে। তখন আমরা মরুভূমির বুকে খোলা আকাশের নিচে থেকে চেয়ে থাকি সন্ধ্যাবেলা মরুভূমি টা দেখতে খুবই ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি।
মরুভূমির কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে মরবে এমন অনেক ভালো লাগে। এখন আমার মোবাইলে সন্ধ্যা বেলা সূর্য অস্তটা একটা ফটো লইছি বলতে গেলেও একই জায়গার কথা শেষ হবে না। তাই কোন একদিন সময় করে এ জায়গার কাহিনী আপনাদের আবার বলব।
অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।