Natural beauty is the most beautiful to me.

in beblurt •  2 months ago 

Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well by the grace of Allah. Today I will try to discuss some natural issues with you, Insha Allah. If we are going to discuss the subject of nature, then the natural beauties must be highlighted first. We must also clarify whether there is any doubt about the beauty of nature. Friends, if we look at nature, we cannot see the amount of beauty that we see anywhere.

1000014901.jpg

If you look at the beauty of nature near your house, you will also be able to see that if there is any fenugreek leaves in the canal, river, or canal near your house, you will see that the fenugreek leaves are gradually growing and one flower is coming from the fenugreek leaves and the beauty of that fenugreek is increasing a lot. Although the fenugreek leaves spoil the fenugreek leaves, the beauty of the fenugreek increases. But again this waste is enough to destroy our lands so we have to keep our eyes on the lands so that they are not destroyed and we have to keep them clean.

1000014898.jpg

If you look at the canals and the beels, you will see the natural beauties, how Allah Ta'ala has arranged them with endless blessings. If you look at the trees, you will see the green and lush plants that have emerged from the ground and we are benefiting a lot from those trees. Allah Ta'ala has created trees for our benefit and we can get a lot of benefits from them. Not only that, we can eat many kinds of fruits from trees, like we can eat mango fruits from mango trees, jackfruit from jackfruit trees, litchi from litchi trees, and grapefruit from grapefruit trees.

1000014899.jpg

Not only that, we get flowers from different types of flowering plants, such as we get lotus flowers from lotus trees, we get rose flowers from rose trees, and in the same way, we can smell different types of flowers from each flower tree and those flowers increase our beauty. All the beauty we see around us is created by Allah Almighty in His infinite mercy for our benefit and to increase our beauty, so we have to keep all the impurities hidden behind the beauty clean.

1000014900.jpg

Then if I tell you about the scenes of playing in the rural environment, then I can tell you many things, such as the fields in the rural environment are very big and many people play in those fields, such as every day after Asr, the fields are filled with boys to play, at different times we organize games in the fields, in which we organize various tournaments, different teams participate in those tournaments and as per the rules, many people come from far and wide to watch the games, but those scenes are clear before us.

I hope that no one will get the opportunity to say that natural beauty is not good in all aspects. So friends, how do you like the beauties of nature, definitely try to tell me in a comment, but personally, I like the beauties of nature the most, if you also like your natural scenes, then definitely try to tell me in a comment, I will try to reply to your comments, InshaAllah.

So friends, I am ending my writing here today, everyone will be well, everyone will be healthy, I am ending my short writing here, wishing everyone good health, Allah Hafez.

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে প্রাকৃতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। যদি প্রাকৃতির বিষয় নিয়ে আলোচনা করতে যায় তাহলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অবশ্যই আগে ফুটে তুলতে হবে প্রাকৃতির সৌন্দর্যের ওপর কোন সন্দেহ আছে কিনা সেই বিষয়েও স্পষ্ট করে বলতে হবে তো বন্ধুরা আমরা যদি প্রকৃতির দিকে তাকায় তাহলে যে পরিমাণ সৌন্দর্য দেখতে পাই সেই পরিমাণ সৌন্দর্য আমরা কোথাও দেখতে পাই না।

আপনারা যদি আপনাদের বাড়ির পাশের প্রাকৃতির যে সৌন্দর্য রয়েছে তার দিকে তাকান তাহলে আপনারাও দেখতে পারবেন আপনাদের বাড়ির পাশে যেই খাল বিল নদী নালা রয়েছে তার মধ্যে যদি কোন কচুরিপানা থাকে তাহলে দেখবেন সে কচুরি পানা গুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেই কচুরের পানা থেকে একটি একটি করে ফুল আসছে এবং সেই বিলের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাচ্ছে যদিও কচুরিপানার দ্বারা বিল নষ্ট হয় তবুও বিলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু আবার এই কচুরিপানা আমাদের জমিনগুলো নষ্ট করার জন্য যথেষ্ট তাই জমিনগুলো যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

আপনারা যদি খাল বিলের দিকে তাকান তাহলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পারবেন কিভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আল্লাহ তা'আলা অশেষ নিয়ামত দ্বারা সাজিয়েছেন। আপনি যদি গাছপালার দিকে তাকান তাহলে দেখতে পারবেন সবুজ শ্যামল গাছপালা জমিন থেকে তরতাজা হয়ে উঠেছে এবং সে গাছপালাগুলো থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি আল্লাহ তাআলা গাছপালা আমাদের উপকারের জন্য বানিয়েছেন এবং আমরা সেখান থেকে অনেক উপকার অর্জন করতে পারি। শুধু তাই নয় গাছপালা থেকে আমরা অনেক রকমের ফল খেতে পারি যেমন আমরা আম গাছ থেকে আম ফল খেতে পারি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খেতে পারি লিচু গাছ থেকে লিচু খেতে পারি জাম্বুরা গাছ থেকে জাম্বুরা খেতে পারি।

শুধু তাই নয় আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে ফুল পাই যেমন আমরা শাপলা ফুল গাছ থেকে শাপলা ফুল পাই গোলাপ ফুল গাছ থেকে আমরা গোলাপ ফুল পায়ে আবার সেরকম ভাবে যতগুলো ফুলগাছ রয়েছে প্রত্যেক টা ফুল গাছ থেকে আমরা বিভিন্ন রকমের ফুলের সুঘ্রান নিতে পারি এবং সেই ফুলগুলো আমাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আমরা আমাদের চারপাশে আরো যত সৌন্দর্য দেখি সেই সব সৌন্দর্যগুলো আমাদের উপকারের জন্য এবং আমাদের সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলা অশেষ মেহেরবানীতে সৃষ্টি করেছেন তাই সৌন্দর্য আড়ালে যত অপরিচ্ছন্নতা আছে সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে।

এরপরে যদি আমি আপনাদেরকে গ্রামীন পরিবেশে খেলার দৃশ্যের কথা বলতে যাই তাহলে তো অনেক কিছুই বলতে পারি যেমন গ্রামীণ পরিবেশে মাঠগুলো অনেক বড় হয় এবং সে মাঠে অনেক মানুষ খেলাধুলা করে যেমন প্রত্যেকদিন আসরের পরে মাঠগুলোতে খেলার জন্য ছেলেরা ভরে যায়, বিভিন্ন সময় আমরা মাঠগুলোতে খেলার আয়োজন করি যে খেলায় আমরা বিভিন্ন টুর্নামেন্ট এর আয়োজন করে থাকি সে টুর্নামেন্ট গুলোতে বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং যথা নিয়মে হাড্ডাহাড্ডি খেলা হয় দূর-দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে খেলা দেখার জন্য আসে সে দৃশ্যগুলো কিন্তু আমাদের সামনে স্পষ্ট।

সবদিক দিয়ে মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে কেউ ভালো হয়নি একথা বলার সুযোগ পাবে না বলে আমি আশা করি। তো বন্ধুরা প্রাকৃতির সেই সৌন্দর্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তবে ব্যক্তিগতভাবে আমার কাছে প্রাকৃতির সৌন্দর্যগুলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো লাগে যদি আপনাদের কাছেও আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তো বন্ধুরা আমি আজকে আমার লেখা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত লেখা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।
Uploading image #NaN...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!