Bengali Short Poems Far Akasar Chand

in beautiful •  2 years ago 

Due to the impact of Cyclone Sitrang today, it is raining all over Bangladesh including coastal areas. Since morning we are sitting indoors due to rain. There is no electricity, I am sitting in darkness inside the house. I am reading a book of poetry with the light that enters the room through the gap of the window. The name of the book of poetry is Far Akasher Chand. This book is written by my friend and classmate Mohammad Ashraf Bhuiyan. He came to my house a few days ago and gave me two fakes as a gift and told me to publicize these books. So I thought I would publish one poem at a time on the Hive blog.

  • আজকের ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে।সকাল থেকে আমরা বৃষ্টিপাতের কারণে ঘর বন্দী হয়ে বসে আছি। বিদ্যুৎ নেই ঘরের ভিতর অন্ধকারাচ্ছন্ন ভাবে বসে আছি। জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে যেটুকু আলো ঢোকে সেই আলোটুকু দিয়ে আমি একটি কবিতার বই পড়তেছি। কবিতার বইটির নাম হচ্ছে দূর আকাশের চাঁদ। এই বইটি লিখেছেন আমার বন্ধু এবং ক্লাসমেট মোহাম্মদ আশরাফ ভূঁইয়া। তিনি কিছুদিন আগে আমার বাসায় আসেন এবং আমাকে দুটি ভুল উপহার হিসাবে দেন এবং বলেন এ বইগুলি পাবলিসিটি করার জন্য। তাই আমি চিন্তা করলাম হাইভ ব্লগে একটি করে কবিতা প্রকাশ করব।

Maybe I will find you like the moon If you raise your hand, you will go to another sky But give me a glimpse - the moon in the distant sky In a blink of an eye, these two eyes meet Ray friend of two eyes.

That's when I see you Cuckoo in that sweet morning Today I feel sad But let me see the moon in the distant sky The taste of these two eyes in a blink of an eye Ray friend is the taste of two eyes.

Desert drought in empty chest Once it rains Slander anyone who wants to say evil But let me see the moon in the distant sky In a blink of an eye, these two eyes meet Ray friend is the taste of two eyes.

  • হয়তো তোমায় পাবো আমি চাঁদের মতো করে
    হাত বাড়ালে চলে যাবে অন্য আকাশে সুরে
    তবু আমায় দাও গো দেখা- দূর আকাশের চাঁদ
    এক পলকে মিটাইতে এই দুই নয়নের সাধ
    রে বন্ধু দুই নয়নের সাধ।

  • সেই যে কবে দেখছি তোরে
    কাকডাকা ঐ মধুর ভোরে আজকে এসব আমার লাগি বিরহ-বিষাদ
    তবু আমায় দাওগো দেখা দূর আকাশের চাঁদ
    এক পলকে মিটাইতে এই দুই নয়নের স্বাধ
    রে বন্ধু দুই নয়নের স্বাধ।

  • শূন্য বুকে মরুর খরা
    একবার এসে বৃষ্টি ঝরা
    বলুক মন্দ যার যা খুশি দেকনা অপবাদ
    তবু আমায় দাওগো দেখা দূর আকাশের চাঁদ
    এক পলকে মিটাইতে এই দুই নয়নের সাধ
    রে বন্ধু দুই নয়নের স্বাধ।

0CD63E27-0EEF-4E92-AB5A-ED716961D115.jpeg

image.jpg
Images are artful cover pictures taken with iPhone 12th pro max.

Due Akasher Cand:
by MD.Ashraf Bhuiyan
Published by Fazlur Rahman Bokul
Nobo Shahitto prokashoni
Cover Design:Karudhara 38, Banglabazar,Dhaka-1100,
Price:BD TAkA — 180.00 US $ 2.00
ISBN-978-984-95883-1-2

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!