বন্ধুদের সাথে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা।
যদি আবার নিজেরা পাক করে নিজেরা খাই তাহলে ত কথায় নেই। অনেকদিন পর ভাই ব্রাদার সকলে একত্র হলাম আর সিদ্ধান্ত নিলাম আজ বারবিকিউ খাব তাই ধুমদাম করে বাজার করলাম আর খেলাম।
বন্ধুদের নিয়ে রাতের বেলায় পরটা দিয়ে খেলাম আর সাধ উপভোগ করলাম। আর আপনাদের সাথে শেয়ার করলাম।
source
এই বারবিকিউ আমরা রান্না করে খেলে সেটা আমি মনে করি অনেক ভাল কেননা বাহিরের খাবার খারাপ পরিবেশে তৈরি করা হয় এখানে ব্যাবহার করা হয় 2 নাম্বার তেল এবং নোংরা পরিবেশ ইত্যাদি তাই আমরা চাই আমরা নিজেরা নিজেদের ইচ্ছামত তৈরি করব আর ভাল ভাবে খাব।
এটা হচ্ছে একদম প্রথম ধাপ এইমাত্র মাংস গুলো আগুনে দেয়া হল একটু কয়লা গুলো যাতে জলতে থাকে সেজন্য বাতাস দিতে হবে। বাতাস দেয়ার জন্য আমরা সহযোগিতা নিলাম হাত পাখার যেহেতু আমাদের কাছে অন্য কোন যন্ত্র নাই তাই আমরা হাত পাখার আশ্রয় নিলাম।
source
বেশ কিছুক্ষন বাতাস দেয়ার পর মাংস গুলো উলট পালট করে দিলাম যাতে চারদিকে ভাল করে আগুন লাগে এবং ভাল ভাবে সিদ্ধ হয়।
উলট পালট করে দেয়ার পর ঠিক এভাবে রুপ ধারন করল।
খাওয়ার উপযোগী এখন সব কাজ শেষ এখন শুরু হবে খাওয়ার কাজ।
translate by google
Barbecue eating is different from friends.
If you eat again by yourself, then you do not have words. After a long time, Brother Brother came together and decided that today Barbecu did so, so I bought and bought it.
I played with my friends in the night and enjoyed the pleasure. And shared with you.
This barbecue we cook is very good because I think the food is made in a bad environment. It is used here, 2 numbers of oil and dirty environment, so we want to make ourselves as we wish and eat well.
This is the first step that only the meat is given in the fire, so that the coal should be used to keep the water in it. We took co-operation to give winds because we have no other device because we have the hand wings and we took shelter of the hand wings.
After a few hours of blowing the air, I turned the meat backwards so that it started to fire well and was well cooked.
After turning upside down, it shaped the shape.
Now all the work is going to be eaten now it will start to eat.