Attitude Need

in attitude •  3 years ago 

50382213556_457180fe46_b.jpg

The name of a person is spread only when he can make his name known all over the world through his work. Because there are many people with the same name in the world but we do not see all of them in this list of the best.
I will tell you the story of a hardworking boy. The boy went to a store and called a new number and the shopkeeper noticed this. Then the boy told the woman he needed a job. But the woman said she had a working son.
The boy said, "I have work experience. I need a job." But even then the woman did not say that she was satisfied with the job she had. Then the boy said again that I will work for half the salary of the boy. Then the woman did not agree. And then again the boy said I don't have to pay you one month's salary but I still need the job. But even then the woman rejected and hung up the phone.
The boy hung up the phone with a smile. The shopkeeper noticed the matter and looked at the boy and said that his shop needed a trusted man now and he liked the boy. But the boy said they actually work at the woman's house so he called the woman to find out the value of his work.

Thanks everyone for visiting my post.

মানুষের নাম তো এখনই প্রচারিত হয় যখন সে কাজের মাধ্যমে তার নাম কি সারা বিশ্বের বুকে পরিচিত করতে পারে। কারণ পৃথিবীতে একই নামের অনেক মানুষ রয়েছে কিন্তু আমরা সবাইকে এই সেরাদের তালিকায় দেখতে পাই না।
একটি পরিশ্রমের ছেলের গল্প বলব আপনাদের কে। এই ছেলেটি একটি দোকানে গিয়ে নতুন একটি নাম্বার থেকে একটি নাম্বারে কল করল এবং দোকানদার এই বিষয়টি লক্ষ্য করলো। তারপর ছেলেটি ওই মহিলাকে বলল তার একটা কাজের দরকার। কিন্তু ওই মহিলা বলল যে তার কাজের ছেলে রয়েছে।
ওই ছেলেটা আবার বলল আমার কাজের অভিজ্ঞতা রয়েছে আমার একটা চাকরির খুব দরকার। কিন্তু তখনও ওই মহিলা বলল না তার কাছে যে কাজের ছেলেটি রয়েছে তার কাজে তিনি সন্তুষ্ট। তখন ঐ ছেলেটি আবার বলল যে ওই ছেলেটা কে আপনি যে বেতনে রেখেছেন তার অর্ধেক বেতনে আমি কাজ করবো। তারপর ওই মহিলা রাজি হলো না। এবং তারপর আবার ছেলেটি বলল যে আমাকে আপনার এক মাস বেতন দেওয়া লাগবে না তারপরও আমার কাজটা দরকার। কিন্তু তখনও মহিলা নাকচ করে ফোনটা কেটে দিলো।
ছেলেটি ফোন কেটে দিল হাসিমুখে। দোকানদার বিষয়টি লক্ষ্য করলো এবং ছেলেটিকে দেখে বলল তার দোকানে এখন একজন বিশ্বস্ত লোক দরকার এবং তার ছেলেটিকে পছন্দ হয়েছে। কিন্তু ছেলেটি বলল আসলে ওরা মহিলার বাড়িতে কাজ করে তাই তার কাজের মূল্য টা জানার জন্য ওই মহিলাকে তিনি ফোন করেছিলেন।

ধন্যবাদ সকলকে আমার লেখাটি পরিদর্শন করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!