Atmosphere & world

in atmosphere •  3 years ago 

aW1hZ2UtMTYwMzEwLmpwZw==.jpeg
We are all aware of the fact that the earth is surrounded by various gaseous elements. This invisible gaseous mantle surrounds the earth and we call it the atmosphere.
The gravitational pull of the earth has caused the atmosphere to leap along with the earth's surface and has been rotating with the earth since ancient times, and this is exactly what has been happening since the birth of the earth. However, according to scientific data, the Earth's atmosphere was not in its present state at the time of its birth.

Due to the pressure of the air, its density is highest at sea level and its density at the top is very low. Atmospheric nitrogen and oxygen predominate. Oxygen is essential for all living things. Because no animal can survive without oxygen. Elements other than carbon dioxide are in the air in relatively unchanging amounts. However, Dula Dua water vapor etc. are present in different amounts in different places. The importance of the atmosphere for the survival of all living things on earth is immense. The atmosphere protects the fauna from the harmful rays of the sun and its gaseous elements like carbon-di-oxide keep the plant and oxygen alive which is very important for the atmosphere.

The earth receives light and heat from the sun and the energy of the sun's light is the source of energy for the trees and other animals born on the earth. The earth is dark without the light of the sun and the light of the moon that we see but the moon has no light of its own. There would be no vibration of life on earth and no living things, plants and animals would exist if there were no atmosphere and no sun.

Thanks to everyone for visiting our home.

পৃথিবীর চারদিকে নানাপ্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত আমরা সকলেই জানি বিষয়টি। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবী কে ঘিরে রয়েছে চারপাশ দিয়ে এবং এটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি।
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষনে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সঙ্গে লেপ্টে রয়েছে আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে সেই প্রাচীনকাল থেকে আমরা শুনে আসছি এবং পৃথিবীর জন্ম লগ্ন থেকে ঠিক এরকমই হচ্ছে। অবশ্য বিজ্ঞানের তথ্য অনুসারে পৃথিবীর জন্ম অবস্থায় আবার বর্তমানকার অবস্থায় ছিল না পৃথিবীর বায়ুমণ্ডল এটার।

বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং এর উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যকীয়। কারণ অক্সিজেন ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না। কার্বন-ডাই-অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। তবে দুলা দুয়া জলীয়বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমন্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকূলকে রক্ষা করে এবং এর গ্যাসীয় উপাদান যেমন কার্বন-ডাই-অক্সাইড উদ্ভিদকে ও অক্সিজেন প্রাণীকে বাঁচিয়ে রাখে যার ক্ষেত্রে বায়ুমন্ডলের গুরুত্ব রয়েছে খুব বেশি।

পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায় এবং সূর্যের আলোর শক্তি পৃথিবীতে জন্ম বৃক্ষ এবং অন্যান্য প্রাণী প্রত্যেকেরই শক্তির উৎস। সূর্যের আলো ছাড়া পৃথিবী অন্ধকার এবং আমরা যে চাঁদের আলো দেখতে পাই চাঁদের কিন্তু আসলে নিজস্ব কোন আলো নেই। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না যে এবং জীবজগৎ উদ্ভিদ ও প্রাণী কিছুই বাস্ত না যদি বায়ুমণ্ডল না থাকতো এবং সূর্য না থাকতো।

ধন্যবাদ সকলকে আমাদের বাড়ি পরিদর্শন করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!