রাতে খেতে বসে বাবা হঠাৎ বলছে, মা ভালো মানুষ হতে হবে সব সময় সৎ পথে চলতে হবে কারো সাথে কোন অন্যায় করা যাবে না। শিক্ষিত হলেই কিন্তু ভালো মানুষ হতে পারে না সবাই।
আমাকে দেখো তোমার দাদা তার আর্থিক অবস্থার কারণে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। কিন্তু আমি সব সময় আমার চাকরি জীবনের সৎ ভাবে থাকতে চেয়েছি আর একজন খুব ভালো মানুষ হতে চেয়েছি যাতে আমি মারা যাওয়ার পর চারপাশের মানুষ তোমাদের দিকে আঙুল তুলে বলতে না পারে, তোমার বাবা তো অসৎ পথে উপার্জন করে গেছে। আমি চলে যাওয়ার পরেও যাতে তোমাদের বলে, তোমার বাবা একজন সৎ আর খুব ভালো মানুষ ছিলেন। এই বিবেক হীন ও নৈতিকতাহীন সমাজে তুমি খুব ভালো একজন মানুষ হও মা।
লিখা- একরামুল হক